
আমি অপেক্ষায় আছি-
তোমার ভালোবাসার এক এক ফোঁটা সুখ নেব বলে।
আমি অপেক্ষায় আছি-
তোমার সমস্ত দেনা-পাওনা একটু একটু করে মিটিয়ে দেব
আঁচল ভরা বাসনার সুবাসে।
তোমার বাম অলিন্দে জমে থাকা যত মান-অভিমানের ডালা ,
আজ সাজিয়ে দেব আমার অধরের প্রস্ফুটিত গোলাপের পাপড়ি দিয়ে।
আজ যদি ঘুমের দল চোখের পাতায় বসত গড়ে;
বলবো ভালোবাসতে দাও মোরে- ঋণ শোধ করিবার তরে।
আমি অপেক্ষায় আছি-
চৈত্রের খরতাপে চৌচির তোমার বুকের জমিন-
ভেজাবো আমার চোখের জমানো শ্রাবণধারায়।
তুমি আসবে লাবণ্যহীন ঝরা পাতার লাবণ্য হয়ে,
নতুনের আগমনী বার্তা নিয়ে।
বিরহের সুর-মূর্ছনায় বিরস বদনে বয়ে যাওয়া দিনপঞ্জি ,
তোমার আমার সঙ্গম ধারায় হারাবে-প্রমত্ততা পদ্মার আবক্ষে।
তোমার কপোল বেয়ে ঝরে পড়া লোনাজল ,
চঞ্চুর অম্বরচুম্বিতে শুষে নেব।
তোমার আমার নেশার উন্মাতালে-
বেলা অবেলার এলোমেলো খেরোখাতা পড়ে থাক;
ধূলোর এক ইঞ্চি আস্তরণের আবরণে।
২৫টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
ভাল লাগলো দিদি।
আমি অপেক্ষায় আছি করোনা মুক্ত
সুন্দর সকাল দেখব বলে।
ভাল থাকবেন। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অবশ্যই দেখতে পাবো করোনা মুক্ত সুন্দর সকাল। একটু ধৈর্য ধরুন দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন
ফয়জুল মহী
লেখা পড়ে ভালো লেগেছে।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
হালিম নজরুল
আমি অপেক্ষায় আছি-
চৈত্রের খরতাপে চৌচির তোমার বুকের জমিন-
ভেজাবো আমার চোখের জমানো শ্রাবণধারায়।
———–বাহ
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন শুভ কামনা রইলো। শুভ সকাল
ইসিয়াক
তোমার কপোল বেয়ে ঝরে পড়া লোনাজল ,
চঞ্চুর অম্বরচুম্বিতে শুষে নেব।
তোমার আমার নেশার উন্মাতালে-
বেলা অবেলার এলোমেলো খেরোখাতা পড়ে থাক;
ধূলোর এক ইঞ্চি আস্তরণের আবরণে।
ভালো লাগলো দিদিভাই। শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন শুভ কামনা রইলো। শুভ সকাল
ছাইরাছ হেলাল
এমন ভালোবাসা পেলে ঋণ নিজেই ঋণী হয়ে বসে থাকবে।
সুপর্ণা ফাল্গুনী
হা হা হা । ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন শুভ কামনা রইলো। শুভ সকাল
সুরাইয়া পারভীন
এই রে ঋণ শোধ হবে তো!
এই ভালোবাসায় আদৌও কী ঋণ শোধ হয়?
দারুণ লিখেছেন দিদি
সুপর্ণা ফাল্গুনী
কঠিন প্রশ্ন আপু। আমার ও উত্তরটা জানা নেই। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
নৃ মাসুদ রানা
তোমার কপোল বেয়ে ঝরে পড়া লোনাজল ,
চঞ্চুর অম্বরচুম্বিতে শুষে নেব।
ইস্! কলিজায় প্রেমের কলকাঠি নাড়াচাড়া করে।
উফফ! মিষ্টি হাসিতে রহস্যময় টোল পড়ে।
সুপর্ণা ফাল্গুনী
🙄🙄🙄🙄 । ধন্যবাদ ভাইয়া মিষ্টি মন্তব্যের জন্য। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
তৌহিদ
অপেক্ষার প্রহর শেষ হোক। এই বিষণ্ণ সময়ে ভালোবাসার বড্ড প্রয়োজন!!
শুভকামনা সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামত প্রদান করার জন্য। এই দুঃসময় কেটে যাবে। করোনা কে জয় করবোই খুব শীঘ্রই। ভালো থাকুন সুস্থ থাকুন
তৌহিদ
অবশ্যই করোনা থেকে মুক্তি পাবে মানুষ। এটাই প্রার্থণা।
জিসান শা ইকরাম
অপেক্ষার অবসান হোক,
অনেক সুন্দর হয়েছে ছোটদি।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। ভালোবাসা অবিরাম। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
সুরাইয়া নার্গিস
অনেক অনেক ভালো লাগলো আপু,পড়ে মুগ্ধ হলাম সব মিলিয়ে অসাধারন আপু।
শুভ কামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
এস.জেড বাবু
ইশশ
কি রোমান্টিক আবহ
/////আমি অপেক্ষায় আছি-
চৈত্রের খরতাপে চৌচির তোমার বুকের জমিন-
ভেজাবো আমার চোখের জমানো শ্রাবণধারায়।
মন ভালো হয়ে যাওয়ার মতো কবিতা-
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
সঞ্জয় মালাকার
অনেক ভালো লাগলো দিদি,
আমি অপেক্ষায় আছি করোনা মুক্ত
সুন্দর সকাল দেখব বলে।
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। আমরাও অপেক্ষায় আছি করোনা মুক্ত সকাল দেখবো বলে। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো