আবার এসেছে ফিরে

সুরাইয়া পারভীন ২৭ মার্চ ২০২০, শুক্রবার, ০৭:৫৫:২৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

আবার এসেছে ফিরে
একুশ বছর আগে কোনো এক বিষণ্ণ উদাসী ফাল্গুনে
ঝরে পড়া অপ্রস্ফুটিত গোলাপ কলি।
ফিরে এসেছে নতুন করে পাপড়ি মেলতে,
মোহনীয় রূপের মায়ায় মোহিত করতে,
নেশাতুর মাতাল করা ঘ্রাণে উন্মাদ করতে,

ফিরে এসেছে উত্তাল তটিনীর বেশে!
নিস্তেজ নিস্তরঙ্গ হৃদয়ে ক্ষিপ্ত-
জলোচ্ছ্বাস হয়ে আছড়ে পড়তে,
শুকনো মরুরবুকে উন্মত্ত তরঙ্গ-
রাশির মতো যৌবনস্রোতে ভাসাতে,

ফিরে এসেছে আজ এইক্ষণে
এই অবেলায় নবজীবনের সূচনা করতে,
একুশ বছর আগে প্রস্ফুটিত হতে না পারার ভুল শোধরাতে।

আবার এসেছে ফিরে
নিরব নিস্তব্ধতা ভেঙে ফিকে হয়ে যাওয়া পুরোনো-
জরাজীর্ণ ম্লান আমিকে নতুন করে ভালোবাসতে।

৮৪৪জন ৫১৫জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ