
আবার এসেছে ফিরে
একুশ বছর আগে কোনো এক বিষণ্ণ উদাসী ফাল্গুনে
ঝরে পড়া অপ্রস্ফুটিত গোলাপ কলি।
ফিরে এসেছে নতুন করে পাপড়ি মেলতে,
মোহনীয় রূপের মায়ায় মোহিত করতে,
নেশাতুর মাতাল করা ঘ্রাণে উন্মাদ করতে,
ফিরে এসেছে উত্তাল তটিনীর বেশে!
নিস্তেজ নিস্তরঙ্গ হৃদয়ে ক্ষিপ্ত-
জলোচ্ছ্বাস হয়ে আছড়ে পড়তে,
শুকনো মরুরবুকে উন্মত্ত তরঙ্গ-
রাশির মতো যৌবনস্রোতে ভাসাতে,
ফিরে এসেছে আজ এইক্ষণে
এই অবেলায় নবজীবনের সূচনা করতে,
একুশ বছর আগে প্রস্ফুটিত হতে না পারার ভুল শোধরাতে।
আবার এসেছে ফিরে
নিরব নিস্তব্ধতা ভেঙে ফিকে হয়ে যাওয়া পুরোনো-
জরাজীর্ণ ম্লান আমিকে নতুন করে ভালোবাসতে।
২৫টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বেলা অবেলা দেখে কি লাভ, বরণ করে নেয়াই ভালো। নতুন করে ভালোবাসতে চাইলে বাধা দেয়া ঠিক না। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল
সুরাইয়া পারভীন
তা বেশ বলেছেন বটে
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সবসময়
এস.জেড বাবু
জলোচ্ছ্বাস হয়ে আছড়ে পড়তে,
শুকনো মরুরবুকে উন্মত্ত তরঙ্গ-
রাশির মতো যৌবনস্রোতে ভাসাতে,
তবে তো প্রাণ ভরে স্বাগত জানানো উচিত-
চমৎকার ঢংয়ে মূল্যবান সাহিত্য হয়ে উঠেছে আপনার এই কয়টা লাইন।
দারুন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
“ফিরে এসেছে আজ এইক্ষণে
এই অবেলায় নবজীবনের সূচনা করতে,
একুশ বছর আগে প্রস্ফুটিত হতে না পারার ভুল শোধরাতে।”
ভুল বুঝে ফিরে আসলে স্বাগত জানানো উচিত।
ভাল লাগলো । শুভ কামনা
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
জিসান শা ইকরাম
এই ফিরে আসা অনুভূতিকে নিজের মধ্যে ধারণ করে পথ চলুন ছোট আপু।
কবিতা খুবই সুন্দর হয়েছে।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সাবিনা ইয়াসমিন
ফিরে এসেছে আজ এইক্ষণে
এই অবেলায় নবজীবনের সূচনা করতে,
একুশ বছর আগে প্রস্ফুটিত হতে না পারার ভুল শোধরাতে…..
ফুল যখন প্রস্ফুটিত হতে চায়, সেদিন থেকেই তার বসন্ত শুরু হয়ে যায়। একুশ বছর আগে যে কলি জন্মেছিলো তার বসন্ত এসেছে এবেলাতেই। প্রস্ফুটিত গোলাপ এবার পূর্ণতা পাবে রঙে-সৌরভে।
শুভ কামনা অনেক অনেক 🌹🌹
সুরাইয়া পারভীন
যথার্থ মন্তব্য
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়।
হালিম নজরুল
ফিরে এসেছে উত্তাল তটিনীর বেশে!
নিস্তেজ নিস্তরঙ্গ হৃদয়ে ক্ষিপ্ত-
জলোচ্ছ্বাস হয়ে আছড়ে পড়তে,
শুকনো মরুরবুকে উন্মত্ত তরঙ্গ-
রাশির মতো যৌবনস্রোতে ভাসাতে,
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
ফিরে আসার ফিরে পাওয়ার চমৎকার অনুভুতি প্রকাশ করলেন।
লিখতে থাকুন, লিখতে থাকুন, দ্বিধা-দন্দ্ব কাটিয়ে।
সুরাইয়া পারভীন
অসংখ্য কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবসময়
লিখতে তো চাই ভাইয়া। লিখতে পড়তে না পারলে যে গুমরে গুমরে মরি। কিন্তু আমি নিরুপায়।
ছাইরাছ হেলাল
আপনি বিষয়ান্তরে গিয়ে লেখায় মন দিন।
ঠিক বুঝিয়ে বলা গেল কী না জানি না, পর পর আপনার দু’টো লেখা পড়ে মনে হচ্ছে (ভুল হতে পারে)
আপনি যেন ঠিক-ঠাক লেখায় নেই, লেখার বিষয় যাই হোক না কেন!!
সুরাইয়া পারভীন
অনেক ভেবে ভেবে তবেই ঠাওর করতে পেরেছি আপনি কী বলতে চেয়েছেন? আপনি ঠিক বলেছেন ভাইয়া
সুরাইয়া পারভীন
ভাইয়া এই লেখাটা এক বড়ো ভাইয়ার গল্প শুনে লিখতে চেষ্টা করেছি। উনার জীবনের ঘটেছে এমনটা।
উনার হয়ে লিখতে চেয়েছি।যা লিখতে চেয়েছি তা হয়তো হয়নি।
ফয়জুল মহী
চমৎকার লিখেছেন। উপভোগ্য পড়া।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
রেহানা বীথি
ফিরে এলেই নবজীবনের সূচনা হয়, নবজাগরণ হয় ইচ্ছেদের। ফিরে আসার ইচ্ছেটাই জরুরি। ভালো লিখলেন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
সবাই কিন্তু ভালোবাসা ফিরে পায় না। যা পেয়েছেন তা ধরে রাখুন। ভালোবাসা সহজে আসে না কিন্তু।
দারুন কবিতা পড়লাম আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
এটা আমার বড় ভাইয়ের গল্প শুনে লেখা
সুরাইয়া নার্গিস
লেখাটা ভালো লাগছে।
শুভ কামনা রইল
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়