
১.ঈর্ষান্বিত
জানত আজ ডাকপিয়নে ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম তোমার লেখা চিঠি। বেশ আগ্ৰহ নিয়ে মনোযোগ সহকারে পড়লাম। চিঠি পড়তে পড়তে হঠাৎ অনুভব করলাম চোখের কোণে জমে গেছে অশ্রুবিন্দু। পলক পড়লেই ভয়াবহ ঝড়ের বেগে গড়িয়ে পড়বে সবটুকু অশ্রু। পাবলিক প্লেস তাই অনেক কষ্টে সংবরণ করলাম নিজেকে। ক্ষণিক পরে দুমড়ে মুচড়ে, ভেঙ্গে চুরে যাওয়া কিছু একটার বিভৎস শব্দ শুনলাম। এই বিভৎস শব্দের উৎপত্তি স্থল আর বস্তু, আর কিছু নয় এ আমারই হৃদয়ের ভাঙ্গনের শব্দ। প্রচণ্ড কষ্ট যন্ত্রণায় দম বন্ধ হয়ে আসছিলো। তোমার প্রাক্তনকে লেখা চিঠি পড়ে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছিল আমার। কোনো বর্তমানই বোধহয় মেনে নিতে পারে না প্রিয়জনের প্রাক্তনকে। আমিও পারিনি সহজভাবে নিতে তোমার প্রাক্তনকে লেখা তোমার চিঠি। সে যতো আগেই লেখা হোক না কেনো।
২.ভালোবাসা
যখন বিশ্বব্যাপী ভয়াবহ মরণঘাতী করোনা ভাইরাসের ভয়ে তটস্থ, বিশ্বের আকাশে বাতাসে উড়ছে প্রাণঘাতী কভিড-১৯, পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে লাশ আর লাশের স্তুপ তখনও আমার ভাবনার আকাশ জুড়ে কেবল তোমারই বসত। মস্তিষ্কের চতুষ্কোণে ঘুরে ফিরে ঘুরছে একটাই কথা ‘তুমি ভালো তো ধ্রুব?’ সমগ্ৰ বিশ্ব নয় আমি কেবল তোমার অসুস্থতার ভয়ে ভীত সন্ত্রস্ত। প্রতিটি মুহূর্ত হৃদয় থেকে উৎসারিত হওয়া বাক্য ‘আল্লাহ তুমি আমার ধ্রুবকে সুস্থ রেখো।’
৩.স্বার্থপরতা
আমার চিন্তা-চেতনায়, ভাবনা-ভালোবাসায় এমনকি প্রার্থনায়ও রয়েছো কেবল তুমি। এতে কী বিশ্ববাসী স্বার্থপরতার তকমা লাগিয়ে দেবে আমার উপর ধ্রুব? সবাই কী আঙ্গুল তুলবে আমার দিকে,বলবে আমি খুব আত্মকেন্দ্রিক? যদি সেটাই হয় তো হোক না। আমি কী আর কাউকে পরোয়া করি? কিন্তু তুমি, তুমিও কী আমায় স্বার্থপর, আত্মকেন্দ্রিক বলবে ধ্রুব?
২৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
প্রাক্তনকে লেখা চিঠি কেউই সহজভাবে নিতে পারেনা, কস্ট হবেই।
যাকে নিয়ে স্বপ্ন বোনা হয়, একমাত্র তারই শুভ কামনা চাই আমরা।
স্বার্থপরতা অন্যরা বললেও ধ্রুব বলবে কেন?
অনেক দিন পরে আপনার লেখা পেলাম।
খুব সুন্দর একান্ত অনুভুতি নিয়ে এলেন।
নিয়মিত লেখা চাই।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
ধ্রুবও বলবে কারণ সে আমার মতো নয়
সে মহৎ। তার কাছে আমি নয় পুরো দুনিয়ার মানুষ গুরুত্বপূর্ণ
নিয়মিত লিখতে তো ইচ্ছে করে।লেখা থেকে দূরে থাকা যে কতোটা কষ্টের তা আমিই জানি। কিন্তু কী আর করার
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
জিসান শা ইকরাম
লেখার জন্য সমস্ত প্রতিকুলতা দুর হয়ে যাক।
ভালো থাকবেন আপনিও।
সাবিনা ইয়াসমিন
অল্প অল্প কথায় ভালবাসার বিশালতাকেই তুলে ধরেছেন। কোনো বর্তমানের পক্ষেই কাঙ্ক্ষিত জনের প্রাক্তনের প্রতি প্রেমাবেগ দেখার সহ্য শক্তি থাকেনা। যার থাকে সে আসলে প্রেমেই পরে না। ঈর্ষা, মনের ভেতর দুমরে উঠা ঝড়ই বলে দেয় কতটা গভীরে ভালবাসা বসত গেড়েছে।
ঈর্ষা-ভালবাসা-স্বার্থপরতা এক বিন্দুতে যখন চলে আসে তখনই সেটা প্রেমের ঐশ্বর্যে পরিনত হয়। এমন প্রেমে হাসিমুখে নিজের জীবন দেয়া যায়।
অনেকদিন পর চমৎকার পোস্ট নিয়ে এলেন।
আশা করছি নিয়মিত পাবো এখন থেকে।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
জাস্ট অসাধারণ আপনার মন্তব্য! অদ্ভুত সুন্দর করে সাজিয়ে মন্তব্য করার জন্য অজস্র ধন্যবাদ জানবেন আপু।
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আর হ্যাঁ চেষ্টা করবো নিয়মিত হবার
ফয়জুল মহী
সুন্দর লেখা। পড়ে অভিভূত হলাম। শুভ কামনা আপনার জন্য।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
আপনাকে সবাই স্বার্থপর বললেও আমি বলবো না। ভালোবাসলে তার প্রতি এমনটাই বাস্তবতা। প্রাক্তন , বর্তমান আর ভবিষ্যত ই বলেন সবসময় জ্বলন একই রকম হয়। স্বাগতম নতুন করে আপনাকে সোনেলার আঙ্গিনায় আসার জন্য। ভালো থাকুন, সাবধানে থাকুন। শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আমার পরিবারের আমাকেই নতুন করে স্বাগতম জানানো হচ্ছে কী অদ্ভুত নয়! আসলে সময়ে কাছে আমি অসহায়।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই অদ্ভুত। আমরা যে বন্দী আজীবনের -যখন যেখানে যাই সেখানেই শিকল পরা পায়।
নিরব সাগর
প্রাক্তনের চিঠি আজো মাঝে মাঝে খুলে পড়ি আবার সযত্নে রেখে দেয়।
সুরাইয়া পারভীন
রেখে দিন। হয়তো ঐ চিঠিই জিয়ে রাখবে আপনার প্রাণ।
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
নিরব সাগর
ঐ চিঠি আমার চালিকা শক্তি ।
এস.জেড বাবু
কোনো বর্তমানই বোধহয় মেনে নিতে পারে না প্রিয়জনের প্রাক্তনকে।
এমনভাবে হৃদয় ভাঙ্গে, যে ভাঙ্গার শব্দ আর কষ্ট শুধু নিজেকেই বইতে হয়- ভাগ দেয়া হয় না / ভাগ দেয়া যায় না।
কি চমৎকার লিখলেন আপু।
দারুন ভাবে মুগ্ধ।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
এস.জেড বাবু
আপনিও ভালো থাকুন আপু
আশেপাশের সবাইকে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা তৈরিতে সহয়তা করুন।
স্বাধীনতার শুভেচ্ছা রইলো
সুপায়ন বড়ুয়া
এই পরস্পর বিপরীত ধর্মী শব্দগুলোকে
কত সুন্দর ভালবাসার এক কাতারে নিয়ে আসলেন !
ভাল লাগলো। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন
নীরা সাদীয়া
কাব্যিক বর্ণনায় ফুটে উঠলো সীমাহীন ভালোবাসা।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন
ছাইরাছ হেলাল
একদম কড়কড়ে ভালোবাসার কথা!
ঈর্ষা আর স্বার্থপরতা ভাল ভাবেই তুলে ধরেছেন।
লিখুন আবার নিয়মিত এটি তো চাই-ই।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবসময়
হালিম নজরুল
যে যা বলে বলুক, ভালবাসার মানুষকে ভালবাসব।
সুরাইয়া পারভীন
সেটাই তো
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়