প্রার্থনা

ইসিয়াক ২৫ মার্চ ২০২০, বুধবার, ০৪:২৮:৩৩অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

জীবনে মরনে আল্লাহ,
তোমার দয়া চাই।
তুমি ছাড়া অসহায়,
কোন গতি নাই।

অধমের অধম আমি,
তুমি দয়াময়।
তোমাতে আশ্রয় খুঁজি,
বিপদে তাই।

দয়ার সাগর তুমি,
রহমানের রহিম।
দোজাহানের মালিক তুমি,
ক্ষমতা অসীম।

দিনে দিনে করেছি যত,
ছোট বড় পাপ।
দাওনি শাস্তি তুমি,
সব করেছো মাফ।

সেই সুযোগে আরো বেশি
ডুবে গেছি পাপে।
বেহায়াপনায় আসমান জমিন,
থরথরিয়ে কাঁপে।

ক্ষমা করো ক্ষমা চাই
রক্ষা করো প্রভু।
ভুল যা করেছি আগে,
আর হবে না কভু।

তোমার সৃষ্টির সেরা মানুষ,
আজ বড় অসহায়।
তুমি ছাড়া এ ভুবনে আর
রক্ষাকর্তা নাই।

অদৃশ্য করোনা, তোমার সৃষ্টিরে
বিলুপ্ত করতে চায়।
জগত জুড়ে মানবতা আজ
তোমার প্রার্থনায়।

কবুল করো,দয়া করো,
রক্ষা করো প্রভু।
ভুল যা করেছি আগে
আর হবে না কভু্।

৮০৩জন ৭৩৫জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ