
জীবনে মরনে আল্লাহ,
তোমার দয়া চাই।
তুমি ছাড়া অসহায়,
কোন গতি নাই।
অধমের অধম আমি,
তুমি দয়াময়।
তোমাতে আশ্রয় খুঁজি,
বিপদে তাই।
দয়ার সাগর তুমি,
রহমানের রহিম।
দোজাহানের মালিক তুমি,
ক্ষমতা অসীম।
দিনে দিনে করেছি যত,
ছোট বড় পাপ।
দাওনি শাস্তি তুমি,
সব করেছো মাফ।
সেই সুযোগে আরো বেশি
ডুবে গেছি পাপে।
বেহায়াপনায় আসমান জমিন,
থরথরিয়ে কাঁপে।
ক্ষমা করো ক্ষমা চাই
রক্ষা করো প্রভু।
ভুল যা করেছি আগে,
আর হবে না কভু।
তোমার সৃষ্টির সেরা মানুষ,
আজ বড় অসহায়।
তুমি ছাড়া এ ভুবনে আর
রক্ষাকর্তা নাই।
অদৃশ্য করোনা, তোমার সৃষ্টিরে
বিলুপ্ত করতে চায়।
জগত জুড়ে মানবতা আজ
তোমার প্রার্থনায়।
কবুল করো,দয়া করো,
রক্ষা করো প্রভু।
ভুল যা করেছি আগে
আর হবে না কভু্।
১৩টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ঈশ্বর এ বিপদ থেকে অবশ্যই রক্ষা করবেন। ধৈর্য্য ধারণ করতে হবে সবাইকে। সৃষ্টিকর্তা পরম করুণাময়
ইসিয়াক
পরম করুণাময় সবার সহায় হোন ।
শুভকামনা।
সুপায়ন বড়ুয়া
আপনার প্রার্থনা কবুল হোক
জাতি মুক্তি পাক।
শুভ কামনা।
ইসিয়াক
শুভকামনা জানবেন দাদা
ফয়জুল মহী
ভালো লাগলো লেখা।
জিসান শা ইকরাম
সুন্দর প্রার্থনা,
কবুল করুক আল্লাহ।
শুভ কামনা ভাই।
সাবিনা ইয়াসমিন
মহামারী করোনা সৃষ্টিকর্তারই সৃষ্টি। তিনি আমাদের ক্ষমা করুন, এই দোয়াই চাই।
শুভ কামনা 🌹🌹
এস.জেড বাবু
দিনে দিনে করেছি যত,
ছোট বড় পাপ।
দাওনি শাস্তি তুমি,
সব করেছো মাফ।
সেই সুযোগে আরো বেশি
ডুবে গেছি পাপে।
বেহায়াপনায় আসমান জমিন,
থরথরিয়ে কাঁপে।
নিশ্চই আল্লাহ করুনাময় / পরম দয়াবান।
আল্লাহ এই বিপদের দিনে তুমি বাংলাদেশ সহ ভাইরাস আক্রান্ত সারা দুনিয়ার মানবকুলে আশার প্রদিপ জ্বেলে দাও।
তুমি ছাড়া আর কোন ভরসা নাই, এ জাতি এ কদিনে তা বুঝে গেছে।
সুন্দর লিখেছেন।
ছাইরাছ হেলাল
আল্লাহ রাহমানুর রাহিম, তিনিই আমাদের এক মাত্র ত্রাণ-কর্তা।
সুরাইয়া নার্গিস
ভালো লাগলো লেখাটা, আল্লাহ্ আমাদের সহায় হোন।
সুরাইয়া পারভীন
যিনি দিয়েছেন এই মহামারী একমাত্র তিনিই পারেন তাঁর সমস্ত সৃষ্টিকে রক্ষা করতে। সৃষ্টির সেরা জীব মানুষ আজ বড় অসহায়। মহান রাব্বুল আলামীন আমাদের ক্ষমা করুন। আমীন
সৈকত দে
অসাধারণ লেখা 🌹🌹
হালিম নজরুল
ক্ষমা করো ক্ষমা চাই
রক্ষা করো প্রভু।
ভুল যা করেছি আগে,
আর হবে না কভু।