অধরা

ইসিয়াক ১৪ মার্চ ২০২০, শনিবার, ০৯:৩৫:৩৩পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য
একদিন তুমি বললে,
আমায় নিয়ে একটা কবিতা লিখতে পারো?
আমি বলেছিলাম, তোমার পুরো অবয়বই তো একটা মস্ত কবিতা।
মেয়েটি হেসে বলেছিলো ,না সেটা না,
তুমি আমায় নিয়ে, আমার অনুভুতি নিয়ে,
তোমায় আমার ভালো লাগা নিয়ে একটা কবিতা লিখে দেখাও,
তবেই আমি তোমার হবো।
আমার অবয়ব তো বিধাতার লেখা কবিতা।
যা তিনি ফুটিয়ে তুলেছেন নিজের অপূর্ব সৃষ্টি কর্মে।
সেই থেকে আমি শুধু তোমায় দেখি,
আর চোখ মেলে তাকিয়ে থাকি,
কি অপরূপ তুমি!
কবিতারা আসে কিন্তু আমি ধরতে পারি না।
আর দিনশেষে,
কিছুতেই তোমাকে নিজের করে পাওয়া হয়ে ওঠে না।
তুমি বরাবরই থেকে যাও অধরা।
৯০৫জন ৮১২জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ