
বিষণ্ণ রাত পেরিয়ে গেলে তুমি ফিরে এসো সোনালী সুর্যের আলোয় ধুয়ে।
প্রথম আলোর মতো হাত ভর্তি করে দেবো কিছু রোদ্দুর! নেবে তো?
প্রতিদিন অপেক্ষারা হোঁচট খেতে খেতে আহত হচ্ছে।
ভুলে গেছো?
এখানে এখনো রয়ে গেছে শুকনো মরা ডালের মাঝে দুটি পাতার জীবন।
দেখবে এসো!
আবদারের হাত বাড়িয়ে দিয়ে দেখো ;আজো ইচ্ছে গুলো নিঃশ্বাস নিচ্ছে নিঃশ্বাসের সাথে জড়িয়ে।
খুব কি বেশি চেয়েছি?
একটা জীবন ধরে চেয়েছি শুধুই তোমার কন্ঠ শুনতে!
খুব কি বেশি?
১৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সোনালী সূর্যের উজ্জ্বল-প্রত্যাশা আমাদের থাকে, লাগেও।
কিন্তু তা আমাদের ছুঁয়ে যায় না, ছুঁয়ে দেয় না।
বন্যা লিপি
তবু প্রত্যাশা থাকেই… যেমন করে থাকে প্রতিদিন রাত্রি পার হলে সুর্য ফিরবে।
ইঞ্জা
এতো বেশি চাওয়া নই আপু, আপনার চাওয়া যেন পূরণ হয় আপু।
সুন্দর লিখেছেন, শুভেচ্ছা আপু।
বন্যা লিপি
আমাদের সবারই কিছু না কিছু চাওয়া থাকেই, সবার চাওয়াটুকু বেঁচে থাকুক অন্তত, নইলে মানুষ বাঁচতেও ভুলে যায়।
ইঞ্জা
অতি সত্য বলেছেন আপু, শুভকামনা জানবেন।
সুপায়ন বড়ুয়া
“একটা জীবন ধরে চেয়েছি শুধুই তোমার কন্ঠ শুনতে!
খুব কি বেশি?”
ফিরে আসার জন্য এতো আকুল আবেদন
কেউ ফিরাবে না।
শুভ কামনা
বন্যা লিপি
শুভ কামনা নিরন্তর।
সুপর্ণা ফাল্গুনী
অনেক সময় একটু কথা শুনতে চাওয়াটাও পুর্ণ হয়না কারো উদাসীনতায় , অহংকারে। খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপু 💓🌹
বন্যা লিপি
ধন্যবাদ ছোটদি। ভালো থাকবেন সবসময়।
ফয়জুল মহী
অনন্যসুলভ শব্দশৈলিতে চমৎকার উপস্থাপন ।
বন্যা লিপি
আন্তরিক ধন্যবাদান্তে কৃতজ্ঞতা রইলো।
আলমগীর সরকার লিটন
বেশ রোমান্টিক কবি আপু
অনেক শুভ কামনা জানাই—–
বন্যা লিপি
আমি কবিতা লিকতারিনা😢 কবি তো না-ই। এইটা একটা যাচ্ছেতাই লেখা। তবু অনুরোধে ঢেঁকি গেলা। ধন্যবাদ আপনাকে লিটন ভাই।
সাবিনা ইয়াসমিন
অনেক বেশি বেশি চেয়ে ফেলেছেন আপনি! পুজিবাদের দুনিয়ায় এত বেশি চাইতে হয় না। নইলে জামানত বাজেয়াপ্ত হবার আশংকা থাকে 🙂
হাহাহা, এতো সুন্দর করে কিভাবে লেখো তাই-ই ভাবি। ছেলে হলে তোমার প্রেমে ডুবে যেতে এক মূহুর্ত দেরি করতাম না 😜😜
এভাবেই লিখো, এমনই থেকো,
ভালোবাসা অনেক অনেক ❤❤
বন্যা লিপি
আপনি ঠিকই বলেছেন।পুজিবাদের দুনিয়ার কথা বেমালুম ভুলে যাই নিয়মমাফিক। আর তাইতো জামানত বাজেয়াপ্ত হতেই থাকে কেবলই!
ভাগ্যিস, তুমি ছেলে নও 😊
তবে ভালো কি কম বাসো?
ভেবে দেখো তো!
ভালবাসা ❤❤❤
সাবিনা ইয়াসমিন
ভালো তো বাসি-ই 🙂
টের পাও না?
হালিম নজরুল
বিষণ্ণ রাত পেরিয়ে গেলে তুমি ফিরে এসো সোনালী সুর্যের আলোয় ধুয়ে।
প্রথম আলোর মতো হাত ভর্তি করে দেবো কিছু রোদ্দুর! নেবে তো?
————-চমৎকার
বন্যা লিপি
অশেষ ধন্যবাদ।
তৌহিদ
আশা নিয়েইতো বেঁচে আছি। নিত্যদিনের বিষন্নতার অবসান হোক। এক চিলতে সোনালি আভা ছড়িয়ে যাক হৃদয়ের গহীনে অন্ধকার আলোকিত করে।
দারুণ কবিতা।