মধ্যবিত্ত মানুষগুলো পৃথিবীতে সবচেয়ে বড় অসহায়। তাদের চেয়ে বড় অসহায় আর কেউ হতেই পারে।হ্যা,রাস্তায় বসা ভিক্ষুকের তুলনায় তার পাশ দিয়ে হেটে যাওয়া মধ্যবিত্ত মানুষটি কয়েকগুণ বেশি অসহায়। কি ভাবছেন?মধ্যবিত্ত মানুষ শুধু সম্পদের দিক থেকেই হয়?না…মানুষ মধ্যবিত্ত হয় লেখাপড়ার দিক দিয়ে।মানুষ মধ্যবিত্ত হয় ভালবাসার দিক দিয়ে।মানুষ মধ্যবিত্ত হয় সম্মানের দিক দিয়ে। মানুষ মধ্যবিত্ত হয় ব্যাবহারের দিক দিয়ে।আর তাই সমাজে তাদের মর্যাদাও হয় মধ্যবিত্ত। তাদের ধনী গরীব উভয় পক্ষের সাথে মিশতে হয়। উভয় পক্ষের সাথে তাল মিলিয়ে চলতে হয়।আর তারপরও একপর্যায়ে তাদের বিরাট এক দোষের বোঝা উভয় পক্ষের থেকেই অর্জন করে নিতে হয়।
আপনি একজন মধ্যবিত্ত স্টুডেন্ট।মুটামুটি রেজাল্ট করেন।কেউ আপনাকে ভাল স্টুডেন্টও বলবে না।আবার খারাপ স্টুডেন্ট ও বলতে পারবে না।আপনি ভাল স্টুডেন্টদের সাথে মিশতে গেলেও আপনাকে তাচ্ছিল্য করা হবে।আবার খারাপদের সাথে মিশতে গেলেও আপনাকে তাচ্ছিল্য কুড়াতে হবে।
আর মধ্যবিত্ত প্রেমিক যদি আপনি হন,তবে অবিশ্যই আপনি কষ্ট ছাড়া বেশি কিছু পাবেন না।মধ্যবিত্ত প্রেমিকরা শুধু দূর থেকে ভালবাসতে জানে।কাছে গিয়ে ভালবাসার কথা বলতে পারে না।
হয়ত মধ্যবিত্তদের সব আশাই একসময় পূরণ হয়।তবে জীবনের শেষ মুহুর্তে এসে।হয়ত অনেক না পাওয়া না পাওয়াই থেকে যায়।হয়ত অনেক ভালবাসা বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে যায়।সারাটা জীবন ছিড়া জুতা পায়ে দিয়ে ঘুরে টাকা উপার্জন করে শেষ বয়সে মধ্যবিত্তরা বাড়ির স্বপ্ন পূরণ করে।আর সেই বাড়িতে বাস করে গোটা কয়েকবছর।কাচের ওপাশ থেকে পছন্দের পোষাকটি দেখেই তারা বৃদ্ধ হয়।কাড়িকাড়ি স্বপ্নই তারা শুধু দেখতে পারে।আর পূরণ করে কাছের মানুষদের স্বপ্ন।
মানুষের মন রাখার চেষ্টা করতে করতেই তাদের জীবনের অনেকটা সময় তারা শেষ করে।তাও তারা পেরে উঠে না।শেষ বয়সে তাদেরই জায়গা হয় বৃদ্ধাশ্রমে।জীবনের চূড়ায় দাড়িয়ে থাকা কোন গরীব কিংবা ধনীদের কিন্তু বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না।
আর তারপর এভাবেই শেষ হয় একজন মধ্যবিত্ত মানুষের জীবনের গল্প।
১৭টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
মধ্যবিত্ত মানেই এক চাপা কষ্ট
ভাল লাগল অনেক শুভেচ্ছা রইল
নাফিছা সুলতানা ইলমি
ধন্যবাদ।ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
মধ্যবিত্তের সমস্যা সারাজীবন সমস্যাই থেকে যায়। তারা তাদের ইচ্ছা গুলো সময়মত মিটাতে পারে না এটাই চরম ব্যর্থতা। ধন্যবাদ আপনাকে
নাফিছা সুলতানা ইলমি
আপনাকেও ধন্যবাদ।মূল্যবান মন্তব্যের জন্য।ভাল থাকুন।
ইঞ্জা
এমন কষ্টকর অনুভূতি আমারও হয়েছে আপু, চমৎকার এক লেখা দিলেন, ধন্যবাদ।
নাফিছা সুলতানা ইলমি
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ।
ইঞ্জা
শুভেচ্ছা আপু
ত্রিস্তান
আসলেই ঠিক। সমাজে মধ্যবিত্ত হওয়াটাই সবচেয়ে বড় অসহায়ত্ব।
নাফিছা সুলতানা ইলমি
মধ্যবিত্তরা গরীবদের থেকে বেশি অসহায়।মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
ফয়জুল মহী
পরিপক্ব লেখা । বেশ মন ছুঁয়ে গেল লেখা।
নাফিছা সুলতানা ইলমি
অসংখ্য ধন্যবাদ। আপনাদের মন্তব্য আমার স্বার্থকতা
মনির হোসেন মমি
সেইম যেন আমি আমরা।দারুণ উপস্থাপনা।
নাফিছা সুলতানা ইলমি
ঠিক।সব মধ্যবিত্তরা ঘুরে ফিরে একই।মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
হালিম নজরুল
মানুষ মধ্যবিত্ত হয় লেখাপড়ার দিক দিয়ে।মানুষ মধ্যবিত্ত হয় ভালবাসার দিক দিয়ে।মানুষ মধ্যবিত্ত হয় সম্মানের দিক দিয়ে। মানুষ মধ্যবিত্ত হয় ব্যাবহারের দিক দিয়ে।আর তাই সমাজে তাদের মর্যাদাও হয় মধ্যবিত্ত।
নাফিছা সুলতানা ইলমি
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
রেহানা বীথি
মধ্যবিত্তের সংকট সবচেয়ে বেশি। ভালো লাগলো আপনার লেখা।
নাফিছা সুলতানা ইলমি
ধন্যবাদ অনেক আপু।ভাল থাকুন সবসময়।