হাসি

সুরাইয়া নার্গিস ১০ মার্চ ২০২০, মঙ্গলবার, ০৬:৫৮:৩১অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

আমি ছোটবেলা থেকেই ঔষধ খেতে পারি না, ট্যাবলেট দেখে ৫ মিনিট কাঁদি তারপর জ্বিহবা ট্যাবলেট দিয়ে চিনির পানি নিয়ে খেতে থাকি যতক্ষন ট্যাবলেট পেটে না যায়।

কিছুক্ষন আগে আমি সোফার নিচে ঢুকে আছি দেখে আব্বু ডাকলেন রাজকন্যা ওখানে কি মা..?
আব্বু খোঁজছি…!
আব্বু কিছু না বুঝেই টর্চ নিয়ে আমার সাথে খোঁজতে শুরু করলেন। বিকালে মিমের শ্বাশুরী (মানে আমার বড় ফুপি) আমাদের বাসায় আসলেন, আব্বুকে দেখেই অস্তির হয়ে জানতে চাইলেন জামান তুমি খাটের নিচে কি খোঁজছো.?
বড় আপু রাজকন্যা মা কি যেন হারিয়ে ফেলছে আমিও খোঁজছি…!
বড় ফুপি বললেন দেখ দেখি কি কান্ড অন্ধকারে খোঁজে পাবি থাক-না সকালে খোঁজিস…!
আমি চিৎকার করে বললাম একদম না ৮৭ টাকার জিনিস খোঁজে পেতেই হবে।
ফুপি বললেন আমি কিভাবে কোথায় খোঁজব..?
ফুপি তুমি পানির গ্লাসটা নিয়ে অপেক্ষা করো,আর দেখ আম্মু কখন আসে তাহলেই হবে।
আমাদের চিৎকারে আম্মু আসলেন কি ব্যাপার, বড় আপু আপনি পানি হাতে দাঁড়িয়ে আছেন কোন..?
বাসায় কি পানির অভাব পড়ছে, বলেই গ্লাসটা বেসিনে ঢেলে দিলেন,আম্মুকে দেখে তো আমার গলার পানি শুকিয়ে কাঠ…!!
টিএনও সাহেব তুমি সোফার নিচে কি করছো…?
আব্বু চমকে গিয়ে বললেন।
আরে দেখ না মেয়েটা কি যেন হারিয়ে ফেলছে তখন থেকে খোঁজছে পাচ্ছে না।
তুমি একটু সাহায্য করো..
আম্মু ডাকলেন আলিফ মা, যাই হারিয়েছে বাদ দাও সকালে খোঁজ তোমার আব্বু বাইরে থেকে আসছে তাকে বিশ্রাম করতে দাও।
মাথা নেড়ে সাই দিলাম।
আব্বু বললেন, রাজকন্যা কি হারিয়েছো মা সেটাই তো জানা হলো না..!
আব্বু আমি ঔষধ খেতে পারি না তোমরা তো জানো, আম্মু বললেন তো কি হয়েছে তা বল..?
আমি ট্যাবলেট মুখে জ্বিহবা দিলাম যখনি গ্লাস হাতে নিয়ে পানি খাব অমনি ট্যাবলেটটা জ্বিহবা থেকে পড়ে গেল.. আমি তখন থেকেই খোঁজছি কোথায় লুকাল খোঁজেই পাচ্ছি না।
আব্বু জান একটা ট্যাবলেট এর দাম ৮৭ টাকা তাই তো আমি খোঁজছি..😭
আমার কথা শুনে আব্বু, আম্মু, ফুপি হাসতে হাসতে ক্লান্ত। আব্বু বললেন থাক মা আর খোঁজতে হবে না, আপনি অনেক পরিশ্রম করছেন..😜 আগামীকাল আমি ১ পেকেট ট্যাবলেট এনে দিব।
না আব্বু আমার জেদ ওই ট্যাবলেট যেখানেই লুকিয়ে থাক তোমরা খোঁজে বের করো।
আম্মু ফুপি দুজনে মিলে সব রুম ঝাঁড়ু দিল কোথাও খোঁজে পেল না, আমি পেকেট থেকে নতুন ট্যাবলেট খেলাম। হঠাৎ আমার হাসিতে সবার দৃষ্টি ফিরলো “আমার সুয়েটারের স্কলারে ট্যাবলেট আটকে আছে…😂
আচ্ছা আলিফ তুমি কবে ট্যাবলেট খেতে শিখবে আর এসব পাগলামি বন্ধ করবে..😃
বাকিটা ইতিহাস এখনো চলছে…💜

বিঃদ্রঃ আমাদের সবার হাসি দেখে তাবাসা আপ্পির ছেলে “তানজিম কাউসার সাদ” হাসতে শুরু করলো।

১০৯১জন ৮৬৩জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ