
মার্চ এলেই মনে পড়ে
মুজিব তোমার কথা
৭ই মার্চের গর্জনে
চেয়েছিলে স্বাধীনতা।
তোমার স্বপ্ন সোনার বাংলা
গড়তে হলে এখন
মুজিব তুমি কোথায় আছো
তোমারই প্রয়োজন।
তোমার মত কেউ ভাবে না
তেমন হয়নি কেহ
কোথায় তোমার ভালবাসা
মায়া আর স্নেহ।
আজকে যারা তোমার নামে
হাজার স্বপ্ন দেখে
নিজের স্বপ্ন করছে পুরন
তোমায় সামনে রেখে।
আজ দেখ স্বাধীনতা
ডিশের কাছে আধা
আমার দেশের সংস্কুতিটা
দাদার কাছে বাধা।
তোমার মত উচ্চ কন্ঠে
কেউ আর বলে না
আমি বাংগালী আমি মুসলামান
দাবায়া রাখতে পারবা না।
এই ঘোষনার শ্রদ্ধা জানাতেে
দাবি একটাই
মুসলমানের শত্রু
মুদি ছাড়া
মুজিব বর্ষ চাই।
১৯টি মন্তব্য
ইঞ্জা
তোমার মত উচ্চ কন্ঠে
কেউ আর বলে না
আমি বাংগালী আমি মুসলামান
দাবায়া রাখতে পারবা না।
অনন্য অসাধারণ লিখলেন কবি।
আতা স্বপন
লিখা অসাধরন ঠিক তা নয়, বিষয়ের কারণে এমন মনে হচ্ছে।
ইঞ্জা
শুভেচ্ছা জানবেন।
সুপর্ণা ফাল্গুনী
“আজ দেখ স্বাধীনতা
ডিশের কাছে আধা
আমার দেশের সংস্কুতিটা
দাদার কাছে বাধা।”- ভাইয়া যা বলেছেন অসাধারণ। বঙ্গবন্ধুর মৃত্যু নেই কিন্তু তার নাম নিয়ে, স্বপ্ন নিয়ে আজ যা হচ্ছে সেটা উনি থাকলে কখনোই মেনে নিতেন না। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময়
আতা স্বপন
ধন্যবাদ আপনাকে । আপনিও ভাল থাকবেন। এই দোয়া করি।
আলমগীর সরকার লিটন
স্যালুট জানাই
আতা স্বপন
ধন্যবাদ ভাই
ফয়জুল মহী
চমৎকার উপস্থাপন , পাঠে মুগ্ধতা রেখে গেলাম।
আতা স্বপন
ধন্যবাদ আপনাকে।
সুপায়ন বড়ুয়া
বঙ্গবন্ধু মুজিব,
তুমি স্বাধীনতা অমর কাব্যের কবি।
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী
তোমার ডাকেই উদিত স্বাধীন বাংলার রবি।
ভালো লাগলো । শুভ কামনা ।
আতা স্বপন
ধন্যবাদ
সৈকত দে
অসাধারণ লিখনি। এক কথায় মন্ত্রমুগ্ধ।
আতা স্বপন
ধন্যবাদ
হালিম নজরুল
এমন মহামানবেরা হাজার বছরে একজন জন্মায়।
আতা স্বপন
যে দেশে গুনিদের সম্মান নেই সেই দেশে গুনি জন্মায় না। আমরা বঙ্গবন্ধুকে ভাংগিয়ে রাজনীতি করি। তিনি সবার। ওনাকে ছোট্ট গন্ডির মধ্যে রাখলে তাকে ছোট করা হয়। তাকে উম্মুক্ত করতে হবে। এই প্রত্যাশা। ধন্যবাদ
মনির হোসেন মমি
আপনার ছোট লাইনের ছন্দ কবিতাগুলো পড়ে খুব ভাল লাগে।খুব সুন্দর করে গুছিয়ে লিখেন। জয় বাংলা। ভাল থাকবেন।
আতা স্বপন
ধন্যবাদ
তৌহিদ
বিনম্র শ্রদ্ধা রইল জাতির পিতার প্রতি। একজন বঙ্গবন্ধুই এদেশের স্বাধীনতার রূপকার।
সুন্দর লিখেছেন।
আতা স্বপন
ধন্যবাদ