
একজন মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে অন্যের কাছ থেকে অর্জিত সম্মান। যারা সম্মানীয় এমন ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে পাওয়া নিজের কর্মের স্বীকৃতি। প্রিয় সোনেলার কাছ থেকে যা আজ আমি পেয়েছি। গত ২২.০২.২০২০ ইং তারিখে অনুষ্ঠিতব্য সোনেলার মিলনমেলায় অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও আমি উপস্থিত থাকতে পারিনি। কত যে মিস করেছি আপনাদের সবাইকে তা শুধু আমিই জানি।
সোনেলা ব্লগের ব্লগারদের মিলনমেলা প্রতিবছরই ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়ে আসছে, এবারেও তার ব্যতিক্রম হয়নি। তবে এবছরের মিলনমেলায় কিছুটা ব্যতিক্রম ছিলো। অনেক নতুন মুখ এসেছিলেন। ভীন্নধর্মী লেখা প্রতিযোগীতায় বিজয়ী লেখকদের সম্মাননা স্মারক প্রদান করে সোনেলা ব্লগ কর্তৃপক্ষ এই মিলনমেলাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। ব্লগ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।
সোনেলা ব্লগ কর্তৃপক্ষ কর্তৃক আমাকে দেয়া সম্মাননা স্মারকটি আমি নিজে উপস্থিত থেকে গ্রহণ করতে পারিনি বলে আমার প্রিয় ব্লগার শ্রদ্ধেয় জিসান ভাই নিজ দায়িত্বে সেটি সুদূর রংপুরে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন দেখে যারপরনাই আনন্দিত হয়েছি। আপনাকে অজস্র ধন্যবাদ জিসান ভাই। তবে স্মারক হাতে পেয়ে যতটা না খুশি হয়েছি আমার নামের বানান ভুল এসেছে দেখে কিছুটা মর্মাহতও হয়েছি।
আসলে একজন মানুষ কতটা আন্তরিক হতে পারেন এবং সোনেলার অন্যান্য ব্লগারদের ব্লগের খুঁটিনাটি বিষয়ে যিনি সবসময় খেয়াল রাখেন তার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছেন আমাদের সবার প্রিয় জিসান ভাই। আপনাকে মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় ব্লগার।
একজন ব্লগার হিসেবে আমাকে দেয়া সেই সম্মাননা ক্রেস্টটি আজ গ্রহণ করেছি সোনেলার অন্যতম জনপ্রিয় ব্লগার, আমার প্রিয়ভাজন শবনমের কাছ থেকে। জিসান ভাইয়ের নির্দেশনাতেই ব্লগার শবনম আমার হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন। এটা জেনে আমি সত্যিই অভিভূত হয়েছি, হয়েছি আপ্লুত।
মিলনমেলায় আপনারা কত কত মজা করেছেন তা সবার লেখা পোস্ট, ছবি এবং ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছি। মিলনমেলার পোস্ট গুলো পড়ে বুঝতে পেরেছি সোনেলায় সবাই আমাকে কতটা ভালোবাসেন। আমার অনুপস্থিতি অনেকের মনেই কষ্ট দিয়েছে। সবার কাছে আমি ক্ষমাপ্রার্থনা করছি। ইনশাআল্লাহ! সামনের বছর অবশ্যই দেখা হবে।
পৌষ সংক্রান্তি লেখা উৎসব প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল লেখক এবং বিজয়ীদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। পরিশেষে, সোনেলার মিলনমেলায় উপস্থিত থেকে আমাদের যেসকল ব্লগার এবং শুভাকাঙ্ক্ষী সোনেলাকে গৌরবান্বিত করেছেন তাদের সবাইকে অজস্র ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।
১৭টি মন্তব্য
মনির হোসেন মমি
অভিনন্দন এবং শুভ কামনা রইল আপনার জন্য।সোনেলায় আপনার ভালবাসা অপরিসীম।মিলন মেলার ডেট যখন আগে নিয়ে আসা হল এবং আপনার আসবার কথা শুনে খুবিই খুশিতে আপ্লুত ছিলাম।যখন শুনলাম পারিবারিক ঝামেলায় আসতে পারছেন না মর্মাহত হলেও আমি উপলব্দি করেছি আমাদের চেয়ে আপনিই বেশী না আসার কষ্টটা পেয়েছেন কারন সোনেলায় আপনার ভালবাসাই আপনাকে কাদাবে। যাক দেখা হয়নি এবার আবার কোন একদিন হবে।ভাল থাকবেন। শুভ রাত্রী।
তৌহিদ
ভাই, আমরা কত পরিকল্পনা করেছিলাম কিন্তু সব ভেস্তে গেলো। আসলে রুজিরোজগারের বিষয়টি যখন সামনে আসে তখন অনেক কিছুকেই ছাড় দিতে হয় অনিচ্ছাকৃত হলেও। সবাই আমাকে মিস করেছেন এর চেয়ে বেশী আর কিছু পাবার নেই।
ভালোবাসা জানবেন ভাই।
ছাইরাছ হেলাল
আমরাও এমন আশায় বুক বাঁধি,
দেখা হবে অবশ্যই কোন একদিন
সোনেলার সোনালী মিলন মেলায়।
ভাল থাকবেন আপনি।
তৌহিদ
ইনশাআল্লাহ দেখা হবেই হবে, সেদিন খুব বেশি দূরে নয় ভাইজান। মিলনমেলার ভিডিওগুলিতে আপনার কথাগুলো শুনে ভালোলেগেছে।
আপনিও ভালো থাকবেন ভাই।
সুপর্ণা ফাল্গুনী
আমরা সবাই আপনাকে ব্লগে সবসময় পেয়েছি, অনুপ্রেরণায় পেয়েছি কিন্তু মিলনমেলায় না পেয়ে সত্যিই খারাপ লেগেছে। সামনাসামনি দেখার খুব ইচ্ছা ছিল।
তৌহিদ
আপনার সাবলীল উপস্থিতি সোনেলাকে এক অনন্য মাত্রা দিয়েছে/দিচ্ছে। ধন্যবাদ আপনার প্রাপ্য আপু।
দেখা হবে নিশ্চই। তবে সেটি মিলনমেলায় হলে ভালো লাগতো। ভালো থাকবেন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
আপনিও ভালো থাকবেন সবসময়। শুভ কামনা রইলো
প্রদীপ চক্রবর্তী
শুভেচ্ছা ও অভিনন্দন দাদা।
আপনার এমন প্রাপ্তিতে আমরা মুগ্ধ।
.
এগিয়ে চলুক সম্মুখপানে আমাদের প্রিয় সোনেলা।
তৌহিদ
আপনাকেও অনেক অনেক অভিনন্দন দাদা। সোনেলার সোনা ব্লগার হিসেবে আপনি আপনার অবস্থান তৈরী করে নিয়েছেন ইতিমধ্যেই।
ভালো থাকবেন সবসময়।
সুপায়ন বড়ুয়া
আপনার উপস্থিতি আমাদের আমোদিত করতো নি:সন্দেহে। নামের বানান ভুলটা আমাদের কারো চোখে পড়লো না আপনার চোখে পড়ার আগে ?
একেই বলে ভালবাসায় মানুষ মাঝে মাঝে অন্ধ হয়ে যায়।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন তৌহিদ ভাই। ইনশাআল্লাহ সোনেলা আয়োজিত আগামী কোনো অনুষ্ঠানে আমরা একত্রিত হতে পারবো।
শুভ কামনা 🌹🌹
ইঞ্জা
নামের বানান ভুল, হয়ত প্রিন্টইং মিস্টেইক হবে, আশা করবো বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই, অভিনন্দন জানাই সোনেলাকে অকৃত্রিম ভালোবাসা দিয়ে আগলে রাখার স্বীকৃতি প্রাপ্ত হয়েছেন, ভালোবাসা জানবেন।
হালিম নজরুল
মিলনমেলায় মিস করলাম আপনাকে। শুভকামনা রইল।
সঞ্জয় মালাকার
শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন তৌহিদ ভাই।
শুভ কামনা দাদা।
আরজু মুক্তা
শুভকামনা, ভাই।
ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে।
কামাল উদ্দিন
মানে আপনি এবং শবনম আপু একে অপরকে সম্মাননা ক্রেস্টটি আদান প্রদান করেছেন তৌহিদ ভাই। যাক সেটা কোন ব্যাপার না, আমাদের প্রাণের ব্লগটি এমন ভালোবাসাময় হয়ে বেঁচে থাকুক চিরকাল।
জিসান শা ইকরাম
আমরা সবাই আপনাকে খুবই মিস করেছি ভাই,
আপনি এবং শবনম আপু থাকলে মিলনমেলা আরো আনন্দময় হত।
ভাই এর পক্ষ হতে আমার বোন আপনাকে ক্রেস্ট দিয়েছেন, এটা অত্যন্ত আনন্দের 🙂
নাম এর বানান ভুল এর জন্য আন্তরিক ভাবে দুঃখিত ভাই। এটি একটি সহজ বানান, অথচ আমাদের অনেকের চোখ এড়িয়ে গেলো কিভাবে তাই ভাবছি। একটু কষ্ট করে সাইনবোর্ড লেখার দোকানে গিয়ে কালার মিলিয়ে বানানটা ঠিক করে নিন অনুগ্রহ করে।
ইনশাআল্লাহ ভবিষ্যতের কোন এক মিলনমেলায় আমরা সবাই একত্রিত হবো।
শুভ কামনা।