
আকাশ জুড়ে মেঘ করেছে,
আঁধারে গেছে ছেয়ে।
একলা একা বসে আছে,
অনাথ ছোট্ট মেয়ে।
ছুট লাগালো যত মানুষ,
যে যার বাড়ির পানে।
আপনজনের কাছে ছোটে,
আপন মায়ার টানে।
মা বাবা নাই ছোট্ট খুকির,
নেইতো বাড়ি ঘর।
ঘরে চলো ,বিপদ এলো,
নেই কেউ বলার তার।
হঠাৎ খুকি ভয় পেলো খুব
বাতাস উঠলো জোরে।
ছুটলো বনের পশুপাখিও,
সবাই তখন ঘরে।
খুকি কাঁপে থরথরিয়ে,
ভয়ানক বাতাস বয়।
ভয়ের মাঝে ছোট্ট খুকির,
দিক হারিয়ে যায়।
হুড়মুড়িয়ে টিন যে ওড়ে,
ভাঙে গাছের ডাল।
বাতাসের ধাক্কাতে খুকি,
বড্ড নাজেহাল ।
ছোট্ট খুকি পড়ে গেলো,
ভয়ে দিলো চিৎকার।
ঝড়ের কালে যে যার মতো,
কেউ নেই দেখার তার।
অনেক কষ্টে ছোট্ট খুকি,
উঠলো আবার ঠেলে।
বুঝলো সে একলা একা,
কেউ নেবেনা কোলে।
এবার খুকি হাটলো সোজা,
কাক ভিজে বৃষ্টিতে।
আশ্রয়ের খোঁজে নিজেই নিজে,
হাঁটলো অজানার পথে।
১৫টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অনাথ শিশুরা এভাবেই জীবন কাটায়, ওদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। ছন্দ কবিতায় এমন কষ্টের কথা তুলে ধরলেন ভয়ে আতকে উঠলাম। ভালো থাকুন শুভ কামনা
ইসিয়াক
শুভকামনা রইল দিদিভাই
ফয়জুল মহী
অসামান্য ভাবনা ।
ইসিয়াক
সবসময়ভালো থাকুন ভাইয়া ।
ত্রিস্তান
অনাথ শিশুদের গন্তব্যই অজানা। সুন্দর সাবলীল উপস্থাপন।
ইসিয়াক
অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া্
ছাইরাছ হেলাল
অনাথদের নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হয়।
ইসিয়াক
সঠিক কথাই বলেছেন ভাইয়া।
সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন। এই কামনা করি।
শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
যার কেউ নেই সে নিজেই এক সময় একা চলতে শিখে যায়। এটাই বাস্তবতা।
শুভ কামনা 🌹🌹
ইসিয়াক
অনেক ধন্যবাদ রইলো আপু।
শুভকামনা
হালিম নজরুল
লেখার বিষয়টা ভাল লেগেছে।
ইসিয়াক
শুভকামনা জানবেন ভাইয়া
সুপায়ন বড়ুয়া
লড়াই করে যারা বড় হয়
তারাই জীবনকে জানতে শিখে
পরিপক্ষ হয়।
শুভ কামনা।
ইঞ্জা
অনেক কষ্টে ছোট্ট খুকি,
উঠলো আবার ঠেলে।
বুঝলো সে একলা একা,
কেউ নেবেনা কোলে।
এবার খুকি হাটলো সোজা,
কাক ভিজে বৃষ্টিতে।
আশ্রয়ের খোঁজে নিজেই নিজে,
হাঁটলো অজানার পথে।
এই দুই প্যারাতেই দারুণ বাণী দিলেন ভাই, জীবনে যে একলাই চলতে হয় তা কজনেই বা বুঝে?
চমৎকা, চমৎকার।
জিসান শা ইকরাম
জীবন খুবই কঠিন,
কঠিন সময়ে একাই চলা শিখতে হয়।
কবিতা ভাল লেগেছে ভাই।