
ভাবনার রঙ্গমঞ্চে কত অভিনেতা-অভিনেত্রীরা
অভিনয় করে গেলো হাসি-কান্না ঝরিয়ে।
অভিনয় শেষে যে যার গন্তব্যে-
চলে গেলো সময়ের স্রোতধারায়।
নদী আর সময় কারো জন্য নয়,
কেউ হয়তো -একটু আগের প্রিয়জন;
একটু পরে নিমেষেই হতে পারে অন্য একজন।
পথ চলতে চলতে নিত্যদিন-
কত জনের সঙ্গে ভাবের আদান-প্রদান হয়,
চেনা-জানা হয়-
তারা কি সবাই চিরকাল মনের আয়নায় প্রতিফলিত হয়?
প্রায় সবাই হারিয়ে যায়-
জীবনের ঘূর্ণায়মান চাকার তালে তালে।
যেমন নদীর দু’তীর আর
রেলের দু’টি লাইন বহে সমান্তরালে।
দু’একজন থেকে যায় তাদের আপন মহিমায়,
হৃদয়ের কোন এক অন্ধ গলিতে।
চোখের সামনে যা ধরা পড়ে-
সেটাই তখন জীবন, মুখ্য বিষয়।
অন্যসব হয়ে যায় তখন অজানা, অচেনা।
অভিনয় কিছুক্ষণ মানুষকে বাস্তবতা থেকে-
সরিয়ে নিয়ে যায়,এর বেশী কিছু নয়।
অভিনয় শেষে আবার যার যার ভাবনা তার কাছে।
এমন অভিনয়-শৈলীতে মুগ্ধ আমি।
সবাই চলে গেছে তাদের নিজ ভাবনায়,
নিজ দায়িত্বে, কাজের ব্যস্ততার ভীড়ে ।
নিরাশার জীবন,রিক্ততায় পূর্ণ মন নিয়ে কেউ কেউ বাঁচে ।
১৮টি মন্তব্য
ফয়জুল মহী
সুপাঠ্য,সুশোভন ও শ্রুতিমধুর লেখা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো আপনার জন্য
আলমগীর সরকার লিটন
জীবন সংসার গতিময় এক মুখে অভিনয়
চমৎাকার——-কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
আশা আর নিরাশার দোলাচাল
এই তো জীবন,
স্রোতর টানে এই আসে এই যায়।
সুপর্ণা ফাল্গুনী
ভালো বলেছেন ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন শুভ কামনা রইলো।
নিতাই বাবু
সময় মানে জীবন, জীবন মানে সময়;
জীবের জন্ম থেকে মৃত্য পর্যন্ত প্রতিক্ষণ।
প্রতিটি মুহূর্ত চলে সময়ের কাটা ধরে,
সময় ফুরিয়ে গেলে জীবন যায় ঝরে!
এই সময়ের মধ্যে কেউ হয় আপন, কেউ হয় পর। কেউ হয় চিরশত্রু, কেউ বাঁধে ঘর! এভাবেই চলছে জীবন।
সুপর্ণা ফাল্গুনী
অসম্ভব সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়। শুভ সন্ধ্যা
সুপায়ন বড়ুয়া
“এমন অভিনয়-শৈলীতে মুগ্ধ আমি।
সবাই চলে গেছে তাদের নিজ ভাবনায়,“
এই ভবের নাট্যশালায়
সব অভিনয় করে যায়।
ভালো লাগলো। শুভ কামনা দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভালো লাগার জন্য। আপনার জন্য ও শুভকামনা রইলো। শুভ সন্ধ্যা
হালিম নজরুল
আশা নিরাশার এই রঙ্গমঞ্চে সবাই শুধুই অভিনেতা
সুপর্ণা ফাল্গুনী
ঠিক ভাইয়া। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন শুভ কামনা
আরজু মুক্তা
আপন পর, আশা নিরাশা এই নিয়েই জীবন
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। শুভেচ্ছা ও শুভকামনা রইলো
জিসান শা ইকরাম
যে যত বড় অভিনেতা/ অভিনেত্রী সে তত সফল এই ভেজালের জগতে।
তারপরেও কিছু মানুষ থাকে, আছে, ছিলো থাকবে যারা অভিনয় পারেনা, তারাই প্রকৃত মানুষ তবে বোকা হিসেবে সমাজে পরিচিত।
আমি তেমন একজন, তুমিও 🙂
কবিতা ভাল হয়েছে ছোটদি
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। খারাপ,লোভী, স্বার্থপররাই এখন ভালো থাকে। আমাদের মতো বোকাদের সবাই ব্যবহার করে।আমরা এ জগতের অযোগ্য । ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
ইসিয়াক
কবিতায় ভালো লাগা।
শুভ সন্ধ্যা
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা ও শুভেচ্ছা রইল।