
ছোট বেলায় ক্রাশ দেখলে সেই পরিমান শরম পাইতাম।
(অবশ্য তখনো ক্রাশ নামক দূর্লভ শব্দটির সাথে আমার পরিণয় দূরে থাক পরিচয় ঘটেনি)।
যেন লজ্জায় লবঙ্গ লতিকা…….
ছুঁইয়ে দিলেই যেন মনে হতো পরি- কি -মরি।
আমারে কেউ ধর……..
মোটামুটি ভালো একটা ওজন থাকার পরও মনে হইতো কি হালকা।
উড়ি- উড়ি ভাব…………
তুলার আর কি ওজন,আমি তো তার থেকেও কম……………..
প্রেম,প্রেম একটা ভাব,
নিজে, নিজে প্রেমে-টেমে পরে একবারে ডিগবাজি খাইয়া ফালতাম।
মনের ভীতর কেমন জানি কচুর,কচুর করতো।
ভাবটা এমন যেন শরমে শরমিন্দা।
শরমের ঠেলায় নাকে-মুখে তিব্বত ঘামাছি পাউডার গুন্জা মারতাম।
সেই পাউডারের উপর আবার এক পরস্থ আপার একশত আশি টাকা দামের ফেস-পাউডার মরতাম(তবে ঐ টা সময় সুবিধা মতো)।
আর মুখের এক্স-প্রেশন সে তো মারাত্নক বুঝনেদার লেভেলের।
অবশ্য বুঝতাম কচুর ঘন্টডা……..
যাইহোক যে দিন গেছে আমার ফিরে কি আর পাইবো তারে………..
২৩টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
কি চমৎকার লাগলো মেয়েবেলা। আর মুখের এক্স-প্রেশন সে তো মারাত্নক বুঝনেদার লেভেলের।
অবশ্য বুঝতাম কচুর ঘন্টডা……..। দারুন হয়েছে আপু। ভালো থাকবেন
সাখিয়ারা আক্তার তন্নী
আপনিও খুব ভালো থাকবেন,
আলমগীর সরকার লিটন
বেশ প্রেমময়
অনেক শুভ কামনা রইল কবি আপু
সাখিয়ারা আক্তার তন্নী
হুম,আপনার জন্য শুভ কামনা
ফয়জুল মহী
সুচারু মনোভাব প্রকাশ, ভালোই ।
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ
কামাল উদ্দিন
আর বর্তমানের কি অবস্থা আপু?
সাখিয়ারা আক্তার তন্নী
বর্তমানকে খুঁজছি,দেখা হলে অবশ্যই জানাবো।
ধন্যবাদ
কামাল উদ্দিন
আপনাকেও আন্তরিক ধন্যবাদ আপু।
হালিম নজরুল
আমি ক্রাশ খাইলাম
সাখিয়ারা আক্তার তন্নী
হুম,এটা ভালো
পৃথিবীর খ্যাদ আন্দোলনে এটা ভালো ভূমিকা রাখবে বলে আশা করি।
রেহানা বীথি
মেয়েবেলা, আহা, দারুণ অনুভূতির প্রকাশ করলেন আপু।
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,
শুভেচ্ছা নিবেন।
আরজু মুক্তা
দারুণ অনুভুতি, দারুণ প্রকাশ।
ভালো লাগলো।
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,আপু
ছাইরাছ হেলাল
বহুকাল পরে এসে শিশু-শিশু ভালোবাসার দারুণ অনুভুতি প্রকাশ করলেন।
বড়-বেলার অনুভুতিটুকু ও এমন করেই বলে ফেলুন-তো।
সুন্দর হয়েছে লেখা।
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,
বড় বেলায় অনুভূতি সে হয়তো অন্য কোনো এক সময় লিখবো।
সুপায়ন বড়ুয়া
যাইহোক যে দিন গেছে আমার ফিরে কি আর পাইবো তারে………..
সুন্দরতো।
প্রেম,, সেতো মরিচিকা
ধরে ও দেয় না ধরা।
আসুক ফিরে বারে বারে।
শুভ কামনা।
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,এতো সুন্দর মন্তব্যর করার জন্য
নিতাই বাবু
এখন কী মনোভাব নিয়ে আছেন? যদি পারেন; সোনেলা ব্লগে লেইখা একটু জানাইয়েন প্লিজ! খুব মজা পাইলাম। তাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম। সুখে থাকবেন কইলাম।
সাখিয়ারা আক্তার তন্নী
অপনাকেও ধন্যবাদ,
সময় আর সুবিধা মতো জানিয়ে দিব।
জিসান শা ইকরাম
হা হা হা , লেখার ষ্টাইলে দারুণ মজা পেলাম 🙂
শুভ কামনা।
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,
খুব ভালো থাকবেন।