মনের ভাঁজে জোস্নাপ্রপাত চুলের ভাঁজে ফুল
বুকের ভাঁজে সুখের অসুখ প্রণয়ে আকুল।
চোখের ভাঁজে লাজুক লতা ঠোঁটের ভাঁজে চাঁদ
বাহুর ডোরে বিনাশী ঢেউ মায়াবী এক ফাঁদ।
দুই বিনুনি মনহরণী আলতা রাঙা পায়
রূপের আগুন আনলো ফাগুন মনের আঙিনায়।
বচন যেন মিষ্টি মধু যাদুর পরশ হাতে
এমন ফুলের ঘ্রাণ নিতে চায় জ্বোনাক জ্বলা রাতে।
এরূপ চাঁদে পড়লে নজর মাতাল মনের ঘর
বিভোর নদী উথলে ওঠে মাতাল সরোবর।
একুল ভাঙে ওকুল ভাঙে স্বপ্ন কাটে সিঁধ
বালুর চরে বাঁধছে যেন স্বপ্ন নানাবিধ।
মহারাণীর আঁচল যেন একক বাঁচার ঠাঁই
তার বুকেতে মুখটা গুঁজে প্রাণের দিশা পাই।
***——————————————-***
১৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আহ্। কি সুন্দর ছন্দে ছন্দে, বর্ণে বর্ণে প্রেমের মিষ্টি কবিতা। ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো
হালিম নজরুল
সাথে থাকার জন্য ধন্যবাদ
কামাল উদ্দিন
কোথাও এতোটুকু ছন্দ পতন নাই, সাবলীল সুন্দর মহারাণীর প্রেমোপাখ্যান। ভালোলাগা জানিয়ে গেলাম নজরুল ভাই।
হালিম নজরুল
ভালবাসা রইল ভাই।
নাজমুল হুদা
এমন ভাবনা ভাবতে পারাও মহৎ মানুষের পরিচয়।
ভালো লাগা রইল-
”মহারাণীর আঁচল যেন একক বাঁচার ঠাঁই
তার বুকেতে মুখটা গুঁজে প্রাণের দিশা পাই।”
হালিম নজরুল
অনেক অনেক ধন্যবাদ ভাই।
ফয়জুল মহী
মনোহর লেখা।
হালিম নজরুল
প্রেরণার জন্য ধন্যবাদ ভাই।
ছাইরাছ হেলাল
রাত-বিরাতে মহারানীর এমন আঁচল পেলে
উথলে ওঠা নদী আছড়ে পড়ে/পড়বে, বাঁধ-ভাঙ্গা জোয়ারে;
হালিম নজরুল
ভালবাসা রইল প্রিয়।
সুপায়ন বড়ুয়া
“মহারাণীর আঁচল যেন একক বাঁচার ঠাঁই
তার বুকেতে মুখটা গুঁজে প্রাণের দিশা পাই।”
এমন সুন্দর রোমান্টিক কবিতা
আজ সবাইকে ভাবায়।
শুভ কামনা।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই। শুভকামনা রইল।
আলমগীর সরকার লিটন
সুন্দর অনতমিল পাঠে ভাল লাগল
অনেক শুভ কামনা রইল কবি দা
হালিম নজরুল
আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
আরজু মুক্তা
জয় হোক মহারাণীর।
জয় হোক কবির।
হালিম নজরুল
জয় হোক আপনারও।
সাখিয়ারা আক্তার তন্নী
মহারানী প্রেমে এতো মত্ত হওয়া ভালো না,
ওতে যে মরন আছে।
শুভ কামনা আপনার জন্য
হালিম নজরুল
ওইজন্যই পালানোর পথ খুঁজছি।