
দেয়ালের আড়ালে ঢেকে আছে কবিতা,
দেখো, ইটের ভাঁজে লুকিয়েছে শব্দের গাঁথুনি,
হাজার-অজুত ছন্দের ভিড়ে
ভুলে যাবে না-বলা অজুহাতের পঙক্তি।
দেয়ালের বুকে কান পাতো,
নিরবতার মাঝে বেজে উঠবে প্রাচীন-চিৎকার,
দেয়ালের ক্ষত জানে
কী করে আগলে রেখেছে আছড়ে পড়া বিক্ষুব্ধ ঝড়-ধুলি,
দেয়ালটা আলতো হাতে স্পর্শ করো,
এখানে নেই তো কোনো বাঁধা- ব্যাথার সীমান্ত,
এপারে বন্ধন,
ওপারে অজানা স্বাধীনতা..
দেয়ালটা এখানেই থাক,
আকাশ ছোঁয়ার বাহানায় আঁকড়ে থাকুক
মাটির মায়ায়।
দেয়াল ছুঁয়ে এসে স্পর্শ করো আমায়,
মাটি-রক্তে গড়া এই দেয়ালের এপারে বন্ধন
ওপারে অবাধ স্বাধীনতা….
★ অ-কবিতা
★ছবি- আমার 🙂
২৮টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“দেয়াল ছুঁয়ে এসে স্পর্শ করো আমায়,
মাটি-রক্তে গড়া এই দেয়ালের এপারে বন্ধন
ওপারে অবাধ স্বাধীনতা….“
অ-কবিতার নামে এই সুন্দর কবিতা
মন ছুয়ে যায়।
শুভ কামনা কবি ভাই।
সাবিনা ইয়াসমিন
অশেষ ধন্যবাদ দাদা।
চমৎকার কমেন্টে অনুপ্রেরণা অব্যাহত রাখার জন্যে আন্তরিক কৃতজ্ঞতা জানবেন। 🌹🌹
ছাইরাছ হেলাল
দেয়াল-ই জানে তার বুকে কত স্পর্শ,
কত জ্বালা, কত আনন্দ, পরতে পরতে,
শুধু জানেনা, কী করে টপকে যেতে হয়
ঐ জানা-অজানার মায়া, দূর হতে সুদূরে।
সাবিনা ইয়াসমিন
দেয়াল টপকে / ভেঙে যাওয়া যায়, কেবল দেয়ালই জানে না কেমন করে যেতে হয়।
মন্তব্যে মুগ্ধতা রইলো মহারাজ।
এমন করে আমি লিখতে পারিনা 🙁
ফয়জুল মহী
অসাধারণ! মুগ্ধতা রেখে গেলাম।
সাবিনা ইয়াসমিন
সব সময় পড়ার জন্যে অনেক ধন্যবাদ মহী ভাই।
শুভ কামনা রইলো 🌹🌹
সুরাইয়া পারভীন
রক্ত মাংসে গড়া দেয়ালের গায়েও
লেগে আছে অজস্র যন্ত্রণার ক্ষত।
আরো আছে আগ্নেয়গিরির উত্তপ্ত লাভার তীব্র দহন
এ দেয়ালে স্পর্শ করো না জ্বলে পুড়ে ভস্ম হবে অবিরত🙈
দারুণ লিখেছেন আপু👏👏👏
সাবিনা ইয়াসমিন
দেয়ালের গায়ে যত আগুন থাকুক, পোড়ায় না কাউকেই,
দেয়ালে লেগে থাকা গল্পে সংক্রমণের ভয় থাকে, তাই হয়তো ছুঁতে ভয় পায় অনেকেই..
সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ সুরাইয়া,
ভালো থেকো ভালোবাসায় ❤❤
আরজু মুক্তা
আসলেই মনের ভাষা বুঝতে হবে আগে।
ভালো লাগলো অ কবিতা।
সাবিনা ইয়াসমিন
মনের ভাষা বুঝতে হলে মনের মতো মন থাকা চাই..
ধন্যবাদ ও শুভ কামনা ❤❤
মহানন্দ
চমৎকার লিখেছেন…যারা কবিতা লিখে তাদেরকে আমার সবসময় অসাধারণ মানুষ মনে হয়..
সাবিনা ইয়াসমিন
যারা কবিতা লেখেন তাদেরকে আমারও অসাধারণ মানুষ মনে হয় দাদা। কবিতা গুলো পড়ার সময় ভাবি, তারা কিভাবে লেখেন, কেমন করে লেখেন,, এত এত শব্দ দিয়ে মনকে কোন প্রক্রিয়ায় উন্মুক্ত করেন… ভেবে পাইনা। তাই চেষ্টা করি অ-কবিতায় সেই উপলব্ধিটাকে অনুভবে আনার।
অনেক ধন্যবাদ, ও শুভ কামনা আপনার জন্যে 🌹🌹
আকবর হোসেন রবিন
কবির কবিতা ও ছবি তোলার হাত খুব সুন্দর।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ রবিন,
আপনার লেখার হাত খুব ভালো, ছবিও অনেক ভালো তোলেন, আমি দেখেছি 🙂
সময় করে নতুন লেখা দিন,
নিয়মিত হন।
শুভ কামনা অবিরত 🌹🌹
নীরা সাদীয়া
একটা দেয়াল সকল ব্যাথা বহন করে নিয়ে চলে নিরন্তর…
সাবিনা ইয়াসমিন
হু, ঠিক বলেছো।
ধন্যবাদ নীরা, ভালো থেকো।
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
দেয়ালকাব্য অদ্ভুত সুন্দর হয়েছে। সত্যিই তো দেয়ালের ভাঁজে ভাঁজে , গায়ে গায়ে কত শত কথা জমা থাকে। লোকমুখে তাইতো শুনি,’দেয়ালের ও কান আছে’। ধন্যবাদ আপু। শুভ কামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্যে 🙂
ভালো থাকুন,
শুভ কামনা ❤❤
কামাল উদ্দিন
আপনার কবিতা ভাবনায় ফেলে। পুরোনো ঐতিহাসিক বাড়িঘরগুলো আমাকে খুবই আকৃষ্ট করে। তাই সময় পেলে ওসব দেখতে তথা ইতিহাসকে ছুয়ে দিতে ছুটে যাই আমি। আর তখন আপনার কবিতার মতোই কিছু কথামালা আমার মনে খেলা করে। এখানটায় এক সময় হিংসা ভালোবাসার গল্প ছিলো, ছিলো কতো স্বপ্ন, সেসবের নিরব সাক্ষি হয়তো ঐ পুরোনো দেয়াল। আনমনা হয়ে যাই এসব ভেবে……….কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম আপু।
সাবিনা ইয়াসমিন
আপনি আমার মনের কথাগুলোই বলেছেন কামাল ভাই। যেকোনো প্রাচীন জিনিসে হাত দিলেই মনেহয় ওদের যেন নিজস্ব ভাষা আছে, ওরাও বলতে চায়। ঐ ভাষা বুঝে নিতে হয়, অনুভব করতে হয়। এই দেয়ালটা ছুঁয়ে এমনই কিছু শুনতে পেয়েছিলাম।
আপনার কমেন্টের জন্যে অনেক গুলো ধন্যবাদ,
আপনার আরেকটা নাম দিচ্ছি এখন,
ইন্সপায়ার ভাই 🙂
ত্রিস্তান
এই নদী, তো এই পাহাড়,,,,মন কি যে চায় 🤔
সব দেয়াল ছোঁয়াতেই গলে না, ভেঙ্গে ফেলতে হয়।
সাবিনা ইয়াসমিন
দেয়াল ভেঙে ফেললে দেয়ালের কাব্য হবে নাতো!! ওটা থাকুক ছায়ার আদলে, মায়ার টানে 🙂
ধন্যবাদ অর্ণব,
শুভ কামনা 🌹🌹
হালিম নজরুল
“দেয়ালের আড়ালে ঢেকে আছে কবিতা,
দেখো, ইটের ভাঁজে লুকিয়েছে শব্দের গাঁথুনি,
হাজার-অজুত ছন্দের ভিড়ে
ভুলে যাবে না-বলা অজুহাতের পঙক্তি”
————-চমৎকার
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ নজরুল ভাই 🙂
শুভ কামনা রইলো অবিরত 🌹🌹
জিসান শা ইকরাম
দেয়ালের ভিতর, এপার, ওপার সবই দৃশ্যমান
কিছুই আর অজানা নেই দেয়ালের।
অ-কবিতা আর রইল কোথায়! এটির শিরোনামই তো কাব্য 🙂
একটু বেশিই ভাল লেগেছে কবিতা।
ছবিটাও খুব সুন্দর।
শুভ কামনা রাশি রাশি,
সাবিনা ইয়াসমিন
দর্শকের সামনে দেয়ালের কোনো কিছুই অদৃশ্য/ অজানা থাকেনা। কেবল দেয়ালই জানে না কি করে সব জেনে নিতে হয়।
নিয়মিত পড়ে মন্তব্য দেয়ার জন্য ধন্যবাদ।
শুভ কামনা 🌹🌹
তৌহিদ
স্বাধীনতা সবসময় স্বার্থকতা বয়ে আনেনা, কিছুসময় বন্ধনে আবদ্ধ থাকলেই জীবনের সৌন্দর্য বোঝা যায়। দারুণ একটি কবিতা পড়লাম আপু।
সোনেলায় আপনার কবিতাগুলি অ-কবিতা শিরোনামে বই হিসেবে আগামী বইমেলার জন্য প্রস্তুতি নিন। শুভকামনা সবসময়।
সাবিনা ইয়াসমিন
খুব সুন্দর করে বললেন তৌহিদ ভাই। বন্ধনেই জীবনের সৌন্দর্য বিদ্যমান জেনেও কিছু প্রান আছে, যারা বন্ধনে খুশি নয়। অজানা/ অবাধ স্বাধীনতার টানে ছুটে যায় মায়ার বন্ধন ছিড়ে।
বই লিখে কি হয়? হবে?
আপনারা যেভাবে পড়ে, ভালোবেসে লেখাগুলোর মুল্যায়ন করেন, বই পাঠকেরা কি এই নগন্য লেখার এর চেয়ে বেশি মূল্যায়ন দিবে? মনে হয় না। তবুও খুশি হয়েছি এমন কথায়। আমার সোনেলা পরিবারের মতো এমন করে আর কেউ ভালোবাসবে না।
ভালো থাকুন,
অনেক অনেক শুভ কামনা 🌹🌹