
ক্ষণজন্মা এই পৃথিবীতে কদিনি আর বাঁচবো বলো।
অমর হবার কোন ইচ্ছে আমার নেই, তবে মাঝে মাঝে দুরন্ত যুবক বয়স টাকে বেঁধে রাখতে খুব ইচ্ছে করে ।
তা আর পারলাম কোথায়।আমাদের গড় আয়ু যখন 70-72 বছর, এর মাঝে প্রায় 30 শেষ করে ফেলেছি।
কদিন আর বাঁচবো বল, ক্ষণজন্মা পৃথিবীতে আমার অমরত্ব লাভ করার কোন ইচ্ছা নেই।তবে বয়সের ভারে নেতিয়ে পড়তে আমার একদম ইচ্ছে করে না ।
কি আর করব বল, বয়সের ভার আস্তে আস্তে শরীরটার ওপর চেপে বসেছে।
ক্ষণজন্মা এই পৃথিবীতে কদিন আর বাঁচবো বল, অনেক কিছু হওয়ার কোন ইচ্ছে আমার নেই।তবে মাঝে মাঝে খুব ইচ্ছে করে কাঁচা মনের রঙ ছড়ায়।
মনটা এখন আর কাঁচা রইলো কই,অনেকটা পরিপক্ক হয়ে গেছে।
কদিন আর বাঁচবো বলো, পৃথিবীতে আমার বেশি কোন ইচ্ছে নেই।
তবে রঙ্গিন চোখে গোটা পৃথিবী সবসময় রঙিন দেখতে চাই।
তা আর হলো কই, রঙিন চোখ আস্তে আস্তে ঘোলাটে হয়ে আসছে।
কদিন আর বাঁচবো বলো, পৃথিবীতে আমার তেমন কোন ইচ্ছে নেই।
তবে মাঝে মাঝে রজনীগন্ধা হয়ে সবার হাতে হাতে থাকার খুব ইচ্ছে হয়।
তা আর পারলাম কই, এখন আমি বকুল ফুলের মতো খুব ভোরে ফুটে সকালেই ঝরে পরে রই।
কদিনি আর বাঁচবো বলো।।।
১৪টি মন্তব্য
হালিম নজরুল
পৃথিবীটা দুই দিনের
নিরব সাগর
খুব ছোট জীবন।
সুরাইয়া পারভীন
ক্ষণস্থায়ী পৃথিবীতে আর কয়দিন আমরা!
সব ছেড়ে চলে যেতে হবে কোন এক সুদূর গাঁয়ে। আশ্রয়ী হবে অন্ধকার কবরে। চমৎকার লিখেছেন
নিরব সাগর
ধন্যবাদ লেখিকা।
ফয়জুল মহী
লেখা খুবই ভালো লাগলো।
নিরব সাগর
ধন্যবাদ মহী ভাই
সুপর্ণা ফাল্গুনী
ক’দিন আর বাঁচবো বলো? শিশু কিশোর হয়, কিশোর যুবক, যুবক বৃদ্ধ এই নিয়তি নিয়েই জীবন। মনটা তবুও মানতে চায় না বার্ধক্য, জরা তবুও মেনে নিতে হয়। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন
নিরব সাগর
ধন্যবাদ অগ্রজ ।
মনির হোসেন মমি
জীবনের বাস্তবতা।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
আরজু মুক্তা
জীবন ক্ষণস্থায়ী হলেও, উপভোগ করা যায়।
নিরব সাগর
জীবনটাকে জীবন্ত করতে গেলে উপভোগ করার সময় একদম কম।
নাজিয়া তাসনিম
”কদিন আর বাঁচবো বলো, পৃথিবীতে আমার বেশি কোন ইচ্ছে নেই।”
-আমার কাছে কবিতাটা হতাশাজনক মনে হল। 🙁 🙁
সত্যিই আমাদের জীবনে সময় জিনিসটারই কমতি। তাই অল্প সময়ে বেশি কাজ করে জীবনকে বেশি উপভোগ করা সম্ভব। তাই ইচ্ছে ত্যাগ করলে চলবে না।
আশা করছি সামনে আপনার লেখা জীবন নিয়ে আশাব্যঞ্জক একটা কবিতা পাবো। শুভকামনা। 🌹
নিরব সাগর
খুবই জীবনমুখী দাবী জানিয়েছেন । আপনার দাবী পূরণ করার চেষ্টা করবো ।