
কেনো ঝড় উঠে হৃদয় মাঝে?
ব্যথা জাগে মনের কোণে,
চোখের বাঁকে জমে জল,
দেখলে তাকে অন্য কারোর সাথে।
অথচ সে কউ নয় তো আমার!
না ছিলো কোনো কালে,
তবুও কেনো যায় না মানা,
অন্য কারো সাথে তার ভাবখানা।
ইলশে গুঁড়ি যায় গড়িয়ে কপোল বেয়ে,
প্রচন্ড এক ঈর্ষা জাগে মনে,
রক্ত ফোটে টগবগিয়ে,ক্ষত হয় দগদগে
দেখলে তাকে অন্য কারোর সাথে।
কেউ নয় সে আমার তবুও কেনো?
জ্বালা পোড়া এতো তার তরেতে,
দূরে গিয়েও থাকতে দেবে না-
বুঝি সে আমায় শান্তিতে।
১৬টি মন্তব্য
ফয়জুল মহী
মনোরম লেখা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
হালিম নজরুল
“ইলশে গুঁড়ি যায় গড়িয়ে কপোল বেয়ে,
প্রচন্ড এক ঈর্ষা জাগে মনে,
রক্ত ফোটে টগবগিয়ে,ক্ষত হয় দগদগে
দেখলে তাকে অন্য কারোর সাথে।”
————-অনন্যা অনুভূতির প্রকাশ
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসা অবিরাম। কেউ না হলেও মনের দখল যে নিয়ে ফেলেছে, কি আর করবেন? ধন্যবাদ আপু
সুরাইয়া পারভীন
তাই তো!
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
“কেনো ঝড় উঠে হৃদয় মাঝে?
ব্যথা জাগে মনের কোণে,
চোখের বাঁকে জমে জল,
দেখলে তাকে অন্য কারোর সাথে।”
সত্যিকারের প্রেম হলে তাই মনে হয়
সুন্দর ভাবে তুলে এনেছেন।
শুভ কামনা
দালান জাহান
কেউ নয় সে আমার তবুও কেনো?
জ্বালা পোড়া এতো তার তরেতে,
বাহ্ কি দারুণ কৌশলী নির্মা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
ঈর্ষা আছে বলেই ভালবাসা আছে।
আমরা ঈর্ষাকেও ভালবাসি।
সুরাইয়া পারভীন
তা বেশ বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
কামাল উদ্দিন
এখন হয়তো কেউ নয়, কোন এক সময় হয়তো কেউ ছিল। ভেতরের প্রেমটাই ইর্ষা জাগায় মনে …….শুভ কামনা জানিয়ে গেলাম আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
এমনি আগুনে পুড়তে থাকি আমরা,
যদিও সে কেউ নয় আমার।
ভাল লেগেছে।
সুরাইয়া পারভীন
ইচ্ছায়-অনিচ্ছায় এমনি করে জ্বলে পুড়ে শেষ হয় মন ও মনন।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়