বসন্তের পদাবলী

দালান জাহান ১৫ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ০৫:৩৬:৫০অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

বসন্ত একটি মেয়ের নাম

বসন্ত একটি মেয়ের নাম
ভালোবাসার মতো আশীর্বাদ নিয়ে
যে দেশে-দেশে ঘুরে ফিরে
দিন শেষে কান্না হয়ে
ঝরে পড়ে আমার বুকের উপরে।

বিষন্নতার মতো এক অভিশপ্ত বৃক্ষ
শীৎকারে শীৎকারে যে খেয়ে ফেলে
তার সমস্ত ক্লোরোফিল
উদাত্ত মঙ্গল মিলনে পাগল হয়ে যে
শিশুর মতো শিয়রে দাঁড়ায়।

বসন্ত সেই ভালোবাসার দেবী
যার দিকে তাকাতেই আমার চোখ
আগুনে লাল হয়ে যায়।

দালান জাহান
১৪.২.২০২০
সখিপুর।

বসন্ত

বসন্ত এলে-ই বৃক্ষেরা নগ্ন হয়
বসন্ত এলে-ই বৃক্ষেরা স্নানে যায়
বসন্ত এলে-ই আরও স্ফীত হয়
বৃক্ষের স্তন ।

বসন্ত এলে-ই যুবতী হয় রাত
বসন্ত এলে-ই অঙ্কুরিত হয় প্রেম
শাখায় শাখায় জেগে উঠে ফুল ।

বসন্ত এলে-ই মুখোমুখি আদম-হাওয়া
পৃথিবীরে সভ্য করে বেনারসি ঠোঁট চুমি
বসন্ত এলে-ই বাতাসে বাজে উন্মাদ শীৎকার
কামনার জলে জ্বলে ওঠে বন্য, বনভূমি।

দালান জাহান
17/3/19
সখিপুর

ভুল মাছেরা চুল খেয়ে যায়

উড়ন্ত পাখির ঠোঁটে
বসন্তে বিছিয়ে খোঁপায় পুরো
ব্যথা ভরা পাহাড়ের জলকষ্ট ।
বিকেল রাঙা শ্রদ্ধায় বেঁধে পাপড়ির বৃষ্টি
ভিজে লাল সুবশ্রী পালকের সুবর্ণ ছোঁয়া।

চোখের ভেতরে এক সোনালি পাখি
শুরু থেকে শেষ করে অনন্ত চুম্বন
মিলন পাগল দুটো হলুদ প্রজাপতি
ঘরে ঘরে পৌঁছে দিয়ে যায়
ভিন্ন রকম আবেগ আকুতি।

অন্তঃশীলা নগরী ভুলে
ভুল মাছেরা চুল খেয়ে যায়
আমি এক অনাথ পথিক
সহস্র বছর জমে থাকি
ভালোবাসার হিমাঙ্ক তলে।

দালান জাহান
10/2/17
ভানুগাছ ।

১৮৮৭জন ১২৬২জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ