আমি

ফজলে রাব্বী সোয়েব ১৪ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ০৯:৫৭:১৬অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
নিজেকে আজ রেখিছি নিভৃতে
ক্ষণজন্মা ভালো সময়টুকু খারাপ সময়ের
দীর্ঘসূত্রিতার কাছে হেরে যায় বারংবার।
হলুদ সবুজের মিলনে উৎপন্ন হওয়া কালো রংটাও
দিনের পর দিন গাঢ় হয়ে যাচ্ছে।
যখনই না একটু সোজা করেছি মেরুদন্ডটাকে,
ঠিক তখনই যেন নিজ নির্বুদ্ধিত্তার গুণে
বাঁকা হয়ে যাই আবারো, কাছের মানুষগুলো
ভালোবাসার মানুষগুলো, দূর থেকে হাসে,
তিরস্কার করে, যেন বলে গাধাটা গাধাই রয়ে গেল!
আমি রাগ করি না, অভিমান করি,
একটু বিরতি নিয়ে আবার জীবনের পথ চলা
শুরু করি, অসীম আকাশ ছোঁয়ার স্বপ্ন রচি আবারো।
হয়তো বা পাব না ছুঁতে,উড়বো আবারও,
আবারও পড়ে যাব মুখ থুবড়ে, আবারো পাত্র হবো তিরস্কারের,
তবে ভালোবাসার মানুষগুলো একদিন আবিষ্কার করবে ঠিকই
মেরুদন্ডটা আমার সোজা হয়ে গেছে কবরে শোয়ানোর ঠিক আগ মুহুর্তে!
বলবে, গাধাটা তবে সত্যিই মানুষ হলো!
৯৮২জন ৯১৩জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ