বাউল রিতার অবান্তর প্রশ্নের যুগান্তর উত্তরঃ
আল্লাহ্ কে নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন বাউল রিতা। তার এসব প্রশ্নের প্রতিবাদে আমাদের হুজুর সমাজ ক্ষোভে ফেটে পরেছেন! বাউল রিতার যুক্তি আমি খন্ডন করব, তার আগে হুজুর সমাজের কাছে আমার প্রশ্নঃ
বাউল রিতার বয়ানের প্রতিবাদ স্বরূপ আপনারা যে
ব-বর্গীয়, প-বর্গীয় শব্দ উচ্চারণ করে গাল দিচ্ছেন, তা কতটা যুক্তি সংগত? কোরআনে/হাদীসে কোথাও কি এসব গালাগাল দেবার অনুমতি রয়েছে? তাহলে বাউল রিতার সাথে আপনাদের পার্থক্য কোথায়? নারী মাত্রই তাকে এসব গালাগাল দেয়া যায়? আপনারা ধর্ম সম্পর্কে অনেক কিছু জানেন, তাই আপনারা চাইলেই পারতেন শালীন ভাষায় তার যুক্তি খন্ডন করে প্রতিবাদ করতে। তা না করে আপনারা দিলেন নোংরা গালি!
এবার আসি বাউল রিতা প্রসঙ্গে। ওনার বক্তব্যগুলো এরকম…
আল্লাহ্ এক, তার কোন শরীক নাই, আকার নাই। আবার তিনি বলছেন, তোমরা আমার দিকে এক কদম এগুলে আমি তোমাদের দিকে দশ কদম আগাবো। তার মানে আল্লাহর পা আছে। পা আছে মানে হাতও আছে! তার মানে বডিও আছে। আবার তিনি যেহেতু ন্যায় বিচার করবেন, সুতরাং তাঁর সকল কিছু দেখার ও শোনার দরকার হবে। তার মানে তাঁর চোখ, কান আছে!
আচ্ছা বাউল রীতা, বলুন তো সাপ কি দিয়ে শোনে? জিহ্বা দিয়ে শোনে। সাপের তো কান নাই! এ তথ্য কি আপনি জানেন? সাপ যে জিহ্বা দিয়ে শোনে, মানুষ কান দিয়ে শোনে এগুলোর সৃষ্টি কর্তা হচ্ছেন আল্লাহ্। যিনি এসব সৃষ্টি করতে পারেন, তাঁর কি এগুলো থাকা খুব বাঞ্ছনীয়? আপনি প্লাস্টিকের জগে পানি খান বলে কি আপনার গলাও প্লাস্টিকের হওয়া লাগবে?
সত্যি বলতে কি, সৃষ্টি কর্তা সর্বজ্ঞানী। কিন্তু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একটা সীমাবদ্ধ জ্ঞান দিয়ে। তাই আমরা আমাদের দেখা বিষয়গুলোর বাইরে আরও যে কিছু থাকতে পারে তা ভাবি নাহ্। ভাবতে পারি না। আমাদের ভাবনাগুলো ঐ চোখ, কান, হাত, পায়েতেই সীমাবদ্ধ। যিনি আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে সৃষ্টি করার ক্ষমতা রাখেন, তিনি নিজে এগুলা ছাড়াও চলতে পারেন, এরকম ধারণা করার মত জ্ঞান আমাদের নেই।
নারীমাত্রই তাকে গালাগাল দেয়া যেমন মূর্খতা, তেমনি, স্বল্প জ্ঞান নিয়ে সৃষ্টি কর্তা সম্পর্কে ভাষণ দেয়াও মূর্খতা।
২২টি মন্তব্য
নাজমুল হুদা
সুন্দর ছিলো।
হুজরাও এখন বাউল রিতা।
নীরা সাদীয়া
কী আর বলব। ঠিক বলেছেন।
ধন্যবাদ।
শুভ কামনা জানবেন।
আরজু মুক্তা
আযহারী গান শুনে তো আমি দিওয়ানা।
হুজুররাও আল্ট্রা মডার্ন।
নীরা সাদীয়া
আসলেই তাই।
ধন্যবাদ।
শুভ কামনা জানবেন।
সাবিনা ইয়াসমিন
এক ফ্যামিলিতে ভিষণ ঝগড়া লাগে। ঝগড়ার বিচার করতে বসেছেন বড় ভাই। মেঝভাই নালিশ দিলো ছোট ভাইয়ের নামে, ছোট তাকে কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছে। এটা শুনে বড়ভাই অত্যন্ত রেগে গেলেন, সে রাগন্বিত হয়ে বলে উঠলেন ” তোরা আসলে শুকরের জাত, তাই ভাই হয়ে আরেক ভাইকে এমন গালি দিস ”
ব্যাপারটা সেই কৌতুকের মতো হয়ে গেছে।
আমাদের সকলের মাঝে সৃষ্টিকর্তা তার অপার মহিমা বোঝার তৌফিক দান করুন, আমীন।
শুভ কামনা রইলো নীরা
মোহাম্মদ দিদার
বেশ সুন্দর উদহরন দিলেন।
ভালোলাগলো
নীরা সাদীয়া
আপনি একেবারে ঠিকঠাক উদাহরণ দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপি।
সুপর্ণা ফাল্গুনী
সাবিনা আপার সাথে আমিও একমত । উনি খুব সুন্দর করে মন্তব্য টা করেছেন।আর কিছু বলার নেই। ধন্যবাদ আপু। শুভ কামনা রইলো
নীরা সাদীয়া
ঠিক বলেছেন।
ধন্যবাদ।
শুভ কামনা জানবেন।
সুপায়ন বড়ুয়া
নারীমাত্রই তাকে গালাগাল দেয়া যেমন মূর্খতা, তেমনি, স্বল্প জ্ঞান নিয়ে সৃষ্টি কর্তা সম্পর্কে ভাষণ দেয়াও মূর্খতা।
সহমত।
বাউল রিতা কি বলেছেন না পালা গান করেছেন জানি না
তিনি ধর্ম বিশারদ নয়।
তার থেকে কেউ ধর্ম ব্যাখ্যা আশাও করে না।
তিনি যদি খারাপ কিছু বলেন তাকে বুঝিয়ে দেয়া উচিত
যেমনি মা শিশুকে হাজারো প্রশ্নের জবাব দেন।
শুভ কামনা।
নীরা সাদীয়া
সঠিক বলেছেন।
এটাই আমাদের সমাজ বোঝে না। কে কাকে কিভাবে কতটা ছোট করবে তাই নিয়ে তারা ব্যস্ত।
ধন্যবাদ।
শুভ কামনা জানবেন।
নিতাই বাবু
এদেশের হুজুর আর আলেম সমাজের ব্যাপারে আমার কোনও বক্তব্য নেই বা চলেও না। কারণ আমি এদেশের সংখ্যালঘুদের মাঝে একজন, তাই। তবে আমি একজন শ্রোতা হিসেবে শোনার অধিকার আছে। তাই শুনি! কিন্তু কিছুই বলতে পারি না। শুধু দেখাই গেলাম!
নীরা সাদীয়া
সমাজের একজন মানুষ হিসেবে আপনি যে ধর্মেই থাকুন না কেন, আপনি মতামত দিতে পারবেন সমাজের যে কোন অন্যায় নিয়ে।
ধন্যবাদ।
শুভ কামনা জানবেন।
জিসান শা ইকরাম
অত্যন্ত যুক্তিযুক্ত পোষ্ট।
হুজুর সমাজ সব সময়ই নারীদের সমালোচনা করতে আনন্দ পায়, কিছুটা বিকৃত সুখ লাভ করে।
বাউল রিতারও এমন সব প্রশ্ন করা উচিৎ হয়নি,
আমাদের জ্ঞান সীমাবদ্ধ।
নীরা সাদীয়া
ঠিক বলেছেন।
ধন্যবাদ।
শুভ কামনা জানবেন।
কামাল উদ্দিন
নারীমাত্রই তাকে গালাগাল দেয়া যেমন মূর্খতা, তেমনি, স্বল্প জ্ঞান নিয়ে সৃষ্টি কর্তা সম্পর্কে ভাষণ দেয়াও মূর্খতা…….সহমত।
আমার বক্তব্য হলো ধর্মএর বিরুদ্ধ সত্য বলা কঠিন।
নীরা সাদীয়া
ধন্যবাদ।
শুভ কামনা জানবেন।
কামাল উদ্দিন
আপনার জন্যও রইল শুভ কামনা সব সময়।
ইসিয়াক
পোষ্টে ভালো লাগা।
ভালো থাকুন।
নীরা সাদীয়া
ধন্যবাদ।
শুভ কামনা জানবেন।
মোহাম্মদ দিদার
যথার্থ উদহান।
বেশ ভালো লাগলো
নীরা সাদীয়া
ধন্যবাদ।
শুভ কামনা জানবেন।