নীলার ডায়েরী ৪

ইসিয়াক ৭ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ০৭:৪১:০৪অপরাহ্ন গল্প ১০ মন্তব্য

এত দিনের বন্ধু অনিতা অথচ আজ মনে হচ্ছে সে হঠাৎ করে অনেকটা সে বদলে গেছে। এত তাড়াতাড়ি কিভাবে মানুষ বদলে যায়, তার আচরনগুলো বদরে যায় কে জানে? কথাগুলো অনিতা এভাবে না বললেই পারতো।নীলার মনটা বড্ড খারাপ লাগছে। সে আজ রীতিমত অপমানিত বোধ করেছে।কলেজ ছুটির পর অনেকটা পথ সে আজ ইচ্ছা করেই একা একা আসছে। প্রতিদিন সঙ্গী হয় অনিতা ,আজও হতে চেয়েছিলো। সে না করে দিয়েছে।।আজ তার সঙ্গী কেউ নাই।মেজাজটা খারাপ হয়ে আছে। কিছুতেই কিছু ভালো লাগছে না । ক্লাসের পড়াগুলোও আজ ঠিক মতো মাথায় ঢোকেনি।

হঠাৎ মনে হলো পেছন থেকে কে যেন ডাকছে।
নীলা আনমনে পেছন ফিরে তাকালো।অলক আসছে বেশ জোরে সোরে তার পুরানো ভাঙা চোরা সাইকেল চালিয়ে। ।সে বেশ বিরক্ত হলো ,এতো চিল্লাচিল্লি করে রাস্তার মাঝখানে ডাকাডাকি তার পছন্দ নয়। অলক আর শুধরাবে না ,সবসময় ছেলেমানুষী ভাব ভঙ্গী। একবার ভাবলো এড়িয়ে যাবে কিন্তু অলক ততক্ষনে তাকে ধরে ফেলেছে। ঘ্যাস করে সে তার সাইকেল ব্রেক করলো নীলার সামনে।
-আজ যে বড় একা যাচ্ছিস? দিদি কোথায়? আসেনি তোর সাথে?
আগে চলে গেছে মনে হয়।
-মনে হয় মানে কি ,ঝগড়া করেছিস?
-কি বলবি বল।রাস্তার মাঝে দাড়িয়ে কথা বলতে ভালো লাগছে না।মাথা ধরেছে।
-শোন বড় কাকী ইন্ডিয়া গেছিলো ,ভালোই জানিস, তাই তো?
-এই কথা বলতে এত দুর ছুটে এলি?
-একটু আগে বড় কাকী ফিরেছে?
-আশ্চর্য ।
-আশ্চর্য হবার কি হলো?
-তোর ছাগলামি আর গেলো না।
-বড় কাকী তোকে যেতে বলেছে।
-আচ্ছা যাবো একসময়।
-এমন কাটাকাটা কথা বলছিস কেন? আরো নিউজ আছে?
-আমার চাইনা কোন নিউজ।
-ওরে পাগলি তোর জন্য গুড নিউজ।
-কি বলবি তাড়াতাড়ি বল?
-বড় কাকী সাথে করে অনেক বই এনেছে।সব আনন্দ পাবলিশার্স।
নীলার মনের ভেতরটা চকচক করে উঠলো,কিন্তু বুকের ভেতরের অভিমান গুলো আরো বেশি প্রবল ছিলো সেই কারণে তার মুখের বাহ্যিক আবেগে ছোঁয়া লাগলো না্।অলক বেশ অবাক হলো।
-রোবটের মত আচরণ করছিস কেন?
-আমি চললাম।
-তোর সাথে একটু কথা ছিলো।
-এই তো বললি, আর কি কথা?
অলক বেশ খানিকটা কুকড়ে গেল যেন হঠাৎ করে,নীলা অবাক হয়ে খেয়াল করলো ওর মুখটায় কেমন যেন লালচে আভা ধারণ করলো।
নীলার কেমন যেন হাসি পেল,বলল
– কি রে হঠাৎ লাজবতী লাজুকলতার মতো হয়ে গেলি কেন?
-এইটা রাখ? অলক একটা বাক্স এগিয়ে দেয়।
-কি এটা? নীলা ইতস্তত করলো।
একবার ভাবলো নেবে না ।তারপর কী না কী ভেবে নীলা বক্সটা নিলো। কিন্তু কি আছে এতে? প্রেমপত্র তো কেউ বাক্সে দেয় না । তাহলে……….অলক অমন লাজুক লাজুক ভঙ্গীতে কি দিতে পারে তাকে?

৬৬১জন ৫৮৪জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ