এ্যাই মেয়ে, বৃষ্টিতে ভিজেছিলে?
রেখেছিলে চোখ খোলা জানালায়?শুনেছিলে কি বৃষ্টির ছন্দ?
পেয়েছিলে মাতাল করা সোঁদা মাটির গন্ধ?
ও মেয়ে, কান পেতেছিলে বাতায়নে?
কেউ কি এসে যায়নি বলে, চুপি চুপি?
ভালবাসি, ভালবাসি।
এই যে মেয়ে, তুমি কি একটু ভাবুক হবে?
আলতো পায়ে মেঘ কে ছোঁবে?
মেঘের জলে পা ভিজিয়ে,
মেঘ বাহনে দূরের দেশে
পালিয়ে যাবে চুপটি করে?
মেয়ে তুমি হাসতে জানো?
মন খারাপের কান্না করো?
অভিমানের ঝাঁপি খুলে
রাত্রি জাগো একলা বসে?
আচ্ছা তোমার বন্ধু আছে?
দু’হাতে যে আগলে রাখে?
সেই মানুষটার বুকের ওমে
জীবন কাটে নিশ্চিন্তে?
১৩টি মন্তব্য
ত্রিস্তান
বাহ্ চমৎকার অভিব্যক্তি। শুভ কামনা নিরন্তর 😍
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ বাহ্ দারুন হয়েছে। অভিব্যক্তি গুলো সুন্দর। শুভ কামনা রইলো আপু
ফয়জুল মহী
দারুণ ছন্দ বর্ণ । শুভেচ্ছা সতত ।
সুরাইয়া পারভীন
মেয়ে তুমি হাসতে জানো?
মন খারাপের কান্না করো?
অভিমানের ঝাঁপি খুলে
রাত্রি জাগো একলা বসে?
হাসতে না জানলেও পরের কথা গুলো হর-হামেশায় করা হয়। চমৎকার লিখেছেন
ছাইরাছ হেলাল
বাহ্, দারুণ লেখা,
তবে ঐ যে, জানালা থেকে সাবধান!
ঠাণ্ডা লেগে যেতে পারে কিন্তু।
ইসিয়াক
খুব সুন্দর। দারুণ কাব্যিক।
ভালো লাগা্ রেখে গেলাম।
সুপায়ন বড়ুয়া
“আচ্ছা তোমার বন্ধু আছে?
দু’হাতে যে আগলে রাখে?
সেই মানুষটার বুকের ওমে
জীবন কাটে নিশ্চিন্তে? “
অভয় যদি পাই
বন্ধু হতে রাজি
বুকে তুলে রাখতে
ধরব জীবন বাজি।
খুব ভালো হয়েছে। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
এমন মেয়েকে কেউ ভালোবাসি না বলে পারে? নিশ্চয়ই বলেছে, তাইতো কবিতার ছন্দে এভাবে ধরা দিলো 🙂
খুব ভালো লাগলো,
শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
বাহ্ বাহ্ দারুন লিখেছেন ভালো লাগলো খুব।
আচ্ছা তোমার বন্ধু আছে?
দু’হাতে যে আগলে রাখে?
সেই মানুষটার বুকের ওমে
জীবন কাটে নিশ্চিন্তে? “
নুরহোসেন
আচ্ছা তোমার বন্ধু আছে?
দু’হাতে যে আগলে রাখে?
সেই মানুষটার বুকের ওমে
জীবন কাটে নিশ্চিন্তে?
-জগতে এমন কিছুর বিশেষ অভাব প্রতিদিন সবাই প্রিয়জন খুঁজে।
সাদিয়া শারমীন
সবার মন্তব্যে আমি আপ্লুত। অনেক ধন্যবাদ আর শুভ কামনা আমাকে অনুপ্রাণিত করার জন্য্য।
আরজু মুক্তা
আপনি, সুন্দর করে গুছিয়ে কবিতা লিখেন।
শুভকামনা
সাদিয়া শারমীন
আপনাকেও ভালবাসা।