মেয়ে

সাদিয়া শারমীন ৪ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ০৬:৩৮:৩৪অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

 

এ্যাই মেয়ে, বৃষ্টিতে ভিজেছিলে?
রেখেছিলে চোখ খোলা জানালায়?শুনেছিলে কি বৃষ্টির ছন্দ?
পেয়েছিলে মাতাল করা সোঁদা মাটির গন্ধ?

ও মেয়ে, কান পেতেছিলে বাতায়নে?
কেউ কি এসে যায়নি বলে, চুপি চুপি?
ভালবাসি, ভালবাসি।

এই যে মেয়ে, তুমি কি একটু ভাবুক হবে?
আলতো পায়ে মেঘ কে ছোঁবে?
মেঘের জলে পা ভিজিয়ে,
মেঘ বাহনে দূরের দেশে
পালিয়ে যাবে চুপটি করে?

মেয়ে তুমি হাসতে জানো?
মন খারাপের কান্না করো?
অভিমানের ঝাঁপি খুলে
রাত্রি জাগো একলা বসে?

আচ্ছা তোমার বন্ধু আছে?
দু’হাতে যে আগলে রাখে?
সেই মানুষটার বুকের ওমে
জীবন কাটে নিশ্চিন্তে?

৫৩৬জন ৪৫৪জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ