
যে বুকেতে থাইকা শিখলা প্রেমের মানেটা
সেই তো আজ একলা কাঁদে, ফিরাও দেখলা না!
মুক্তি চাই,,
পাওয়া না পাওয়া,
তোমার জন্য লিখা একটা কবিতা,
আমি সত্যি বলছি….
পাওয়া না পাওয়া, শূন্যতা আমার ঠিকানা!
তুমি চাইতেই পারও মুক্তি…
ঠিক যতো টা কাঁদিয়েছ আমায়!
তুমি তো সুখেই আছ…
দূরের ঠিকানায়, কালো ছাঁয়া হয়ে আমার সীমানায়,
কিচ্ছু ভাল্লাগে না,শুধু তোমার শূন্যতা
তোমায় না পাওয়ার যতো বেদনা?
বলতে পারিনা, ঘুম হয়েছে জল বিছানা।
তুমি চাইতেই পারও মুক্তি…
ঠিক যতো টা কাঁদিয়েছ আমায়!
তবু বলছি তুমি কেমন আছ…
না হয় একবার আমায় জানিও,
তুমি ভালো আছ জানলে একটু শান্তি পাবো!
তুমি কী জানো,আজ আমার বিকেল গুলো
সাদা কাগজের বুকে হাসে,
কলঙ্কের কালি মেখে গায়ে!.
তুমি চাইতেই পারও মুক্তি….
ঠিক যতো টা কাঁদিয়েছ আমায়!
তুমি’ই বলও,
চাওয়া পাওয়ার কি কিছু বাঁকি আছে,
স্বপ্ন তো শুধু আমার ধারে কাছে,
শুধু সৃতির দেয়ালে প্রাণ হীন ছবিটার কাছে!
তবু বলছি না তুমি ফিরে এসো…
বলছি তুমি যেখানে আছ ভালোই আছ,
আমি না হয় মুক্তি নেবো……
মৃত শরীর টা যেমন পরে থাকে।
তুমি চাইতেই পারও মুক্তি…
ঠিক যতটা কাঁদিয়েছ আমায়”
২২টি মন্তব্য
কামাল উদ্দিন
এটা কোন গান নাকি দাদা?
সঞ্জয় মালাকার
না দাদা গান না,
ধন্যবাদ দাদা সন্ধ্যা কালীন শুভেচ্ছা রইলো।
সুরাইয়া পারভীন
ভালোবাসা শেখায় যেজন
হৃদয় মন ভাঙ্গে সেজন
ভালোবাসা কেনো হয় এমন
দারুণ লিখেছেন দাদা
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দিদি,
ভালোবাসা শেখায় যেজন
হৃদয় মন ভাঙ্গে সেইজন।
ভালো থাকুন সবসময় শুভ কামনা।
ইসিয়াক
শুভকামনা রইলো দাদা।
কবিতা ভালো লেগেছে।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা, আপনার জন্যও অজস্র শুভ কামনা।
ফয়জুল মহী
অনন্য লিখনী । শুভেচ্ছা সতত ।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা ভালো থাকুন সব সময় আপনার জন্যও শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার আবেগময়ী। ধন্যবাদ দাদা। শুভ কামনা রইলো আপনার জন্য
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দিদি, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা, ভালো থাকুন সবসময়।
সুরাইয়া পারভীন
চমৎকার উপস্থাপন।
অপার ভালোলাগা রইলো
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন,
ভালো থাকুন সবসময় শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
মুক্তি দেবার বাসনা
এ আবার কোন ছলনা?
কবির জন্য শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা , অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা নিবেন,
আপনার জন্যও অজস্র শুভ কামনা।
কামরুল ইসলাম
চমৎকার লিখেছেন
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা ভালো থাকুন সব সময়।
রেহানা বীথি
বেশ ভালো লিখেছেন দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দিদি, অনেক অনেক শুভেচ্ছা রইলো।
ত্রিস্তান
মুক্তি চাইলেই কি মুক্তি পাওয়া যায়? বিরহের কবিতা ভালো লাগলো খুব ❤️
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ আপনাকে, কৃতজ্ঞতা
সুন্দর মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা নিবেন।
চাইলেই পাওয়া যায় না, তবে কখনে কখনো চেয়ে নেয় ভাগ্য।
ভালো থাকুন সবসময় শুভ কামনা🌹🌹
এস.জেড বাবু
তুমি’ই বলও,
চাওয়া পাওয়ার কি কিছু বাঁকি আছে,
স্বপ্ন তো শুধু আমার ধারে কাছে,
শুধু সৃতির দেয়ালে প্রাণ হীন ছবিটার কাছে!
তবু বলছি না তুমি ফিরে এসো…
বলছি তুমি যেখানে আছ ভালোই আছ,
আমি না হয় মুক্তি নেবো……
মৃত শরীর টা যেমন পরে থাকে।
অসম্ভব ভালো লেগেছে ভাইজান।
মুক্তি চাইলেও মুক্তির স্বাধ সবাই পায় না।
দারুন লিখা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা কৃতজ্ঞতা, মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা রইলো।
মুক্তি চাইলেও মুক্তির স্বাধ সবাই পায় না।
তবু কখনো কখনো মিক্তির স্বাদ ভাগ্য নিয়ে নেয়।
ভাইজান ভালো থাকুন সবসময় শুভ কামনা 🌹🌹