
নাহ্ ঘুম আর এলো না কিছুতেই। সমস্ত রাত গেলো নির্ঘুম কেটে। ঘুমগুলো সব বড্ড বেয়ারা হয়েছে। সারাক্ষণ শুধু পালাই পালাই করে, কিছুতেই ধরা দেয় না। এভাবে দিনের পর দিন না ঘুমিয়ে কেউ কী সুস্থ থাকতে পারে? সহায় সম্বলহীন মানুষের আর কিছু না থাকলেও চলে যদি সে শান্তিতে ঘুমাতে পারে। অথচ এই ঘুমও কেমন ইস্তফা নিয়ে চলে গেছে আমার থেকে। নির্জন নিস্তব্ধ এই রাতে নিঃসঙ্গ একলা আমি জেগে বসে কী যে করি?যখন আমি সব হারিয়ে একা তখন তোমরাই তো আমার একমাত্র ভরসা। তোমাদের আঁকড়ে শান্তিতে বাঁচবো। কিন্তু না তোমরাও ছেড়ে গেলে আমায়।
উফফস!কি অসহ্য যন্ত্রণা। তুমি নামক শব্দটি একটু একটু করে কুরে কুরে খাচ্ছে আমার মস্তিষ্ক নামক বস্তুটা। এই একটা তুমিতেই যেনো থেকে গেছে আমার সমস্ত অস্তিত্ব। আমার সুখ-দুঃখ, কান্না-হাসি, আনন্দ-বেদনা এমনকি আমার স্পন্দন প্রক্রিয়াও থেমে গেছে। জেদ করে তুমি’টার থেকে দূরে থাকা যায় বটে কিন্তু কিছুতেই ভালো থাকা যায় না।
২৫টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
একটা তুমিতেই আটকে থাকার মাঝে দেখছি অনেক যন্ত্রণা! আনন্দটাও নিশ্চয়ই আছে, নইলে এক তুমিতে কেন আটকে থাকা! 🙂
তুমিময় লেখায় অনেক ভালোলাগা রইলো,
ঘুম আসুক শান্তির ডানায় ভর করে।
শুভ কামনা 🌹🌹
অন্বেষা চৌধুরী
বাহ্ দারুণ বলেছেন তো
অসংখ্য ধন্যবাদ রইল
ভালো থাকুন। অসংখ্য শুভ কামনা রইলো
ত্রিস্তান
বেশি খারাপ লাগলে গানটা আপনার জন্য…
https://youtu.be/HuCxo_e942E
অন্বেষা চৌধুরী
গানের কথা গুলো সুন্দর
অসংখ্য ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
ফয়জুল মহী
ভালো বই পড়ুন। গান শুনুন।
অন্বেষা চৌধুরী
সুন্দর উপদেশ
অসংখ্য ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
হুম যখন মনে একজন বাসা বাঁধে তখন সবকিছুতেই তুমিময় হয়ে যায় , একটা তুমিতেই সব আটকে থাকে। খাওয়া ,ঘুম, ভাবনা,বেলা অবেলায় তুমিটাই রাজত্ব করে। ভালো লিখেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য
অন্বেষা চৌধুরী
সুন্দর বলেছেন
অসংখ্য ধন্যবাদ দিদি
ভালো থাকবেন সবসময়
শবনম মোস্তারী
কিছু কিছু জেদে জয় আবার কিছু কিছু জেদে ক্ষয়.. তবুও ভালো থাকার চেষ্টা করতে হয়….
অন্বেষা চৌধুরী
দারুণ বলেছেন
ধন্যবাদ অশেষ
ভালো থাকুন সবসময়
মোহাম্মদ দিদার
জেদ করে তুমি’টার থেকে দূরে থাকা যায় বটে কিন্তু কিছুতেই ভালো থাকা যায় না।
একটি বাস্তব সত্য।
খুব সুন্দর লেখেছেন।
অন্বেষা চৌধুরী
ধন্যবাদ অশেষ
এস.জেড বাবু
তুমিটাই বরং মৌলিক-
আটকে থাক মৌলিক কোন বাসনায়-
চলতে থাক নিত্য নতুনের ভাবনায়-
চমৎকার মিষ্টি প্রকাশনা-
দারুন।
অন্বেষা চৌধুরী
বাহ্ দারুণ বলেছেন
ধন্যবাদ অশেষ
ভালো থাকুন
নৃ মাসুদ রানা
ঘুমগুলো সব বড্ড বেয়ারা হয়েছে। সারাক্ষণ শুধু পালাই পালাই করে, কিছুতেই ধরা দেয় না।
অন্বেষা চৌধুরী
একদম তাই
কী যে করি?
ধন্যবাদ অশেষ
সুপায়ন বড়ুয়া
নামকরনের যথেষ্ট সার্থকতা।
তুমি দিয়ে শুরু
তুমিতেই আদেরান্ত।
নির্ঘুম রাত কাটে অন্তে।
ভালোই হলো। শুভ কামনা।
অন্বেষা চৌধুরী
ধন্যবাদ অশেষ দাদা
সুপায়ন বড়ুয়া
নামকরনের যথেষ্ট সার্থকতা।
তুমি দিয়ে শুরু
তুমিতেই আদোপান্ত
নির্ঘুম রাত কাটে অন্তে।
ভালোই হলো। শুভ কামনা।
অন্বেষা চৌধুরী
বাহ্ দারুণ বলেছেন
অসংখ্য ধন্যবাদ দাদা
ভালো থাকবেন
নিরব সাগর
এক তুমিতেই অনেকে আটকে আছে।
অন্বেষা চৌধুরী
হুম সেটাই
অসংখ্য ধন্যবাদ
ভালো থাকবেন
নিরব সাগর
ভালো থাকার চেষ্টা করি।
ইসিয়াক
নতুন করে বাঁচতে হবে। নতুন করে জীবন সাজাতে হবে, যদিও অনেক কষ্ট হবে। তবুও সবকিছু মানিয়ে নিতে হবে নতুন করে। তবেই জীবন এগিয়ে যাবে।
শুভকামনা।
আরজু মুক্তা
প্রকৃতির মাঝে বিলিয়ে দেন নিজেকে।