
তোমার স্পর্শ পেলেই, আমার সত্তা জুড়ে
কবিতারা জেগে উঠে, কাঁশ ফুলের স্নিগ্ধতায়
শব্দরা শিহরীত হয়, উষ্ণ আবেশে
এক ঝাঁক বলাকা, উড়ে যায় নীলিমায়
কাঁশ বনের বুক চিড়ে, ইচ্ছে ডানায় ।
তোমার স্পর্শ পেলেই, কবিতার খাতা জুড়ে
আলপনার বুকে ঠোট ভেজাই, চরম উত্তেজনায়
পরম প্রাপ্তিতে সুবাসিত করি, উপমা দেবীর শরীর
চার দেয়ালের নিস্তব্দতায়, রচি একাকীত্বের প্রেম
নিবিড় আলিঙ্গিনে, কাব্য গাঁথা সমারোহে ।
তোমার স্পর্শ পেলেই, হাত বাড়াই আকাশের নীলে
শরতের শুভ্র মেঘের বুকে, মুখ লুকাই
কোমলতা খুঁজি, গভীরে, নিঃশ্বাসে
ভেসে যাই মহা কাব্যের স্রোতে, প্রতিকুলে
আমার আমি কে হারাই, আত্মভুলে ।
তোমার স্পর্শ পেলেই, আমি থাকি বেশ
চার পাশ আবৃত আমার , গীতি কাব্যের দেশ ।।
১৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
প্রেমিকার স্পর্শে এমনি আকুলতা , আবেগ কাজ করে। ধন্য আপনার প্রেম, আবেগের বহিঃপ্রকাশ চমৎকার। ভালো থাকুন শুভ কামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ দিদি,
অনেক শুভ কামনা
সুপায়ন বড়ুয়া
“তোমার স্পর্শ পেলেই, আমি থাকি বেশ
চার পাশ আবৃত আমার , গীতি কাব্যের দেশ ।।”
স্পর্শে যদি জেগে উঠে কাব্য সত্তা
সবাই প্রেমিকা হবে পায় নিরাপত্তা।
অসাধারণ ! শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ দাদা
অনেক শুভ কামনা
ফয়জুল মহী
অসাধারণ ,পড়ে ভালো লাগলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
মাহবুবুল আলম
কবিতা ভাল লাগলো। নিরন্তর শুভেচ্ছা!
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা
সুরাইয়া পারভীন
ওয়াও দারুণ লিখেছেন।
যেখানে স্পর্শহীনতায় সমস্ত সত্তা জুড়ে জেগে উঠে কবিতা
সেখানে স্পর্শ পেলে তো কথাই নেই
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
দালান জাহান
স্পর্শেই থাকুন এবং ছড়িয়ে দিন সজীবতা
হয়ে উঠুন আনন্দ আকাশ। খুব সুন্দর লিখেছেন আপনি।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
শুভ কামনা
ত্রিস্তান
চার দেয়ালের নিস্তব্দতায়, রচি একাকীত্বের প্রেম
নিবিড় আলিঙ্গনে, কাব্য গাঁথা সমারোহে ।
দারুন লিখেছেন ভাই ❤️
কামরুল ইসলাম
ধন্যবাদ দাদা
অনেক শুভ কামনা
এস.জেড বাবু
বেশ লিখেছেন ভাই
////কোমলতা খুঁজি, গভীরে, নিঃশ্বাসে
ভেসে যাই মহা কাব্যের স্রোতে, প্রতিকুলে
দারুন লেগেছে।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
অনেক শুভ কামনা
বন্যা লিপি
তুমিময় রোমান্টিক কাব্য।আপনার কাব্য জেগে উঠুক স্পর্শে/ স্পর্শের বাইরেও অবিরত।শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অন্যক শুভ কামনা
কামরুল ইসলাম
অনেক শুভ কামনা