স্বপ্নছোঁয়া

ইসিয়াক ২৭ জানুয়ারি ২০২০, সোমবার, ০৭:৪১:৩০পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য
ফুলে ফুলে বনতল,
সুবাসিত দিন।
ছেড়া ছেড়া মেঘে ছাওয়া,
আকাশটা নীল।
রঙিন হাওয়ায় উড়ছে পালক,
উড়ছে স্বপ্নগুলো।
ফাগুন হাওয়ায় মনমাতাল,
ভাবনা এলোমেলো।
নিস্তব্ধ চরাচর,
উদাস দুপুর।
মেঘবালিকা হেঁটে চলে,
পায়েতে নুপুর ।
অচিন পাখি গাইছে গান
বাজছে হওয়ায় সুর ।
স্বপ্ন ছোঁয়া দিনটি আজ
অপ্রতিম মধুর ।
৭৩৩জন ৬২৮জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ