
অলীক প্রেমের নিষ্কলুষ বিভাজনে মত্ত আজ কবি
হাতে কবিতার ডায়েরি, মনে তার বিরহিণীর কামনা।
জবরদস্ত দাম্ভিকতায় অলংকর্ত্রীরুপে মাথায় ভর করেছে
নিজেরই তৈরি অর্থহীন কিছু শব্দমালা।
কবিতা যে আজ তাকে লিখতেই হবে!
হে কবিতা- তুমি এসো দিগন্তবৃত্তে!
ভালোবাসো আর নাই বাসো, তবুও এসো।
বিকেলের গোধূলি আলোকছটা হয়ে,
কপালে নীল টিপ মাধূর্যতায় আর রেশমি চুরির ঝংকারে।
কবিতা- তোমায় নতজানু হয়ে করছি নিমন্ত্রণ!
শিমুলরাঙ্গা ঠোঁটের স্পর্শ কাতরতায় ছুঁয়ে দাও এ হাত।
আমি চুম্বনরসে অবগাহন করতে চাইনা;
ঐ মুখে শুধু একবার গাও- ভালোবাসার কীর্তন,
আমি হারিয়ে যেতে চাই মধুমিলনের চরমোৎকর্ষ সাধনে।
কবিতা- তুমি ফিরে এসো শ্যামলদিগন্তের আঁধায়ারিতে,
অক্ষরবৃত্তের ছন্দে দোলা গুচ্ছ কাব্যপ্রেমের মূর্ছনায়।
ছন্দানুবৃত্তির পরম্পরার নিয়ম ভেঙ্গে এসো আমার দুয়ারে,
দাঁড়ি-কমা এসব না হয় দু’জনে মিলেই বসাবো সেখানে।
কবিতা- হে আমার বৈধব্যব্রতী শ্যামা!
তুমি ফিরে এসো কিশোরীপ্রেমের কিংকরীরুপে।
রিক্ত হৃদয়ের অগ্নুৎপাতে হিমশীতল বাতাবরণে অথবা,
মৌনসম্মতির হরিণীচঞ্চলতায় সিক্তাশ্রমের অগ্নিগর্ভা চাতকিনী হয়ে।
২০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ! কবিতাকে এমনভাবে আহ্বান করলে না এসে পারে? এতো সুন্দর করে লিখেছেন। ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো
তৌহিদ
কবিতা পালিয়ে বেরোচ্ছে ধরাছোঁয়ার বাইরে। অপেক্ষায় আছি কলমে ধরবো তাকে।
আপনিও ভালো থাকবেন আপু।
ফয়জুল মহী
আসাধারণ প্রকাশ
তৌহিদ
ভালো থাকবেন ভাই।
সুপায়ন বড়ুয়া
“হে কবিতা- তুমি এসো দিগন্তবৃত্তে!
ভালোবাসো আর নাই বাসো, তবুও এসো।
বিকেলের গোধূলি আলোকছটা হয়ে,
কপালে নীল টিপ মাধূর্যতায় আর রেশমি চুরির ঝংকারে।”
ওয়াও !
কবিতা তোমায় আসতেই হবে
কবির এই কাতর আত্ননাদে।
শুভ কামনা।
তৌহিদ
কবিতা আসুক ফিরে গানে গানে, ভালোবাসার সীমাহীন আনন্দ নিয়ে।
ভালো থাকবেন দাদা।
সাবিনা ইয়াসমিন
কবিতা মনে হয় এসেই গেছে! নইলে শব্দ ভান্ডার এভাবে খুলে যেতো না। আপনার হাতে কবিতা ধরা পরে গেছে তৌহিদ ভাই! 🙂 🙂
তৌহিদ
আরো আরো অনেক কবিতা চাই আমার। কবিতা আসুক ডায়েরির পাতা ভরে।
ভালো থাকবেন আপু।
অনন্য অর্ণব
এতো করে আকুল আবদার করলে কবিতা কি না এসে পারে? অবশেষে আমরা আরো একটি চিত্তাকর্ষক কবিতা পেলাম 💓
তৌহিদ
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সবসময়।
নিতাই বাবু
অসাধারণ অনুভূতির বহিঃপ্রকাশ ঘটালেন দাদা। এভাবেই হয়তো হয়তো লেখা হয়ে যায় কবিতা।চমৎকার আপনার অনুভূতি!
শুভকামনা থাকলো দাদা।
তৌহিদ
মাঝেমধ্যেইই কবিতারা ভর করে মাথার অলিগলিতে। ভালো খারাপ আপনারাই বলবেন দাদা।
মন্তব্যে অনেক ভালোলাগা। ভালো থাকবেন সবসময়।
রেহানা বীথি
না এসেই এই, এলে না জানি আরো কি হবে!
দারুণ দারুণ!
তৌহিদ
কবিতা আসুক শব্দের ঝুড়ি নিয়ে সবার মাঝে একসমুদ্র ভালোবাসা নিয়ে।
ভালো থাকবেন আপু।
ছাইরাছ হেলাল
ইস্, ইসসিরে,
একটু খানি মৌন সম্মতির জন্য কিছুই বাকি রাখলেন না! অষ্টাঙ্গ প্রণাম!
দেখুন চিড়ে ভেজে কী না! শিকে ছিড়ে মাথায় পড়ে কি না!
তবে যা কাঁদাকাটি করলেন! তাতে কিঞ্চিত আনুকূল্য পেলেও পেতে পারেন।
পুরনো কথা মনে পরলে এই অবস্থাই হয়!
তৌহিদ
কি করবো বলুন! ঐ একটুসখানি পরশের দেখা পাচ্ছিনা বলেই এভাবে কাতরাতে হচ্ছে। তবুও যদি সে আসে আসুক ক্ষতি কি?
পুরোনো স্মৃতিতেই জড়িয়ে থাকে ভালোবাসার পোক্তবীজ। জড়িয়ে ধরার আক্ষেপ আর কি!
সঞ্জয় মালাকার
এতো করে আকুল আবদার করলে কবিতা কি না এসে পারে।
“দাঁড়ি-কমা এসব না হয় দু’জনে মিলেই বসাবো সেখানে।”
অসাধারণ লেখা দাদা, আপনার জন্য শুভ কামনা।
তৌহিদ
আসতে তাকে হবেই হবে, শুধু পাশে থাকুন দাদা।
শুভকামনা সবসময়।
জিসান শা ইকরাম
কবিতা এখন না এসে পারবেই না।
তাঁকে আসতেই হবে,
ভালো লেগেছে কবিতা,
শুভ কামনা।
তৌহিদ
ধন্যবাদ ভাই। কবিতায় অভ্যস্ত নই আমি। সবার দেখাদেখি একটু লিখি আর কি!!