আহবান!

তৌহিদুল ইসলাম ১৮ জানুয়ারি ২০২০, শনিবার, ০৮:২৯:১০অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

অলীক প্রেমের নিষ্কলুষ বিভাজনে মত্ত আজ কবি
হাতে কবিতার ডায়েরি, মনে তার বিরহিণীর কামনা।
জবরদস্ত দাম্ভিকতায় অলংকর্ত্রীরুপে মাথায় ভর করেছে
নিজেরই তৈরি অর্থহীন কিছু শব্দমালা।
কবিতা যে আজ তাকে লিখতেই হবে!

হে কবিতা- তুমি এসো দিগন্তবৃত্তে!
ভালোবাসো আর নাই বাসো, তবুও এসো।
বিকেলের গোধূলি আলোকছটা হয়ে,
কপালে নীল টিপ মাধূর্যতায় আর রেশমি চুরির ঝংকারে।

কবিতা- তোমায় নতজানু হয়ে করছি নিমন্ত্রণ!
শিমুলরাঙ্গা ঠোঁটের স্পর্শ কাতরতায় ছুঁয়ে দাও এ হাত।
আমি চুম্বনরসে অবগাহন করতে চাইনা;
ঐ মুখে শুধু একবার গাও- ভালোবাসার কীর্তন,
আমি হারিয়ে যেতে চাই মধুমিলনের চরমোৎকর্ষ সাধনে।

কবিতা- তুমি ফিরে এসো শ্যামলদিগন্তের আঁধায়ারিতে,
অক্ষরবৃত্তের ছন্দে দোলা গুচ্ছ কাব্যপ্রেমের মূর্ছনায়।
ছন্দানুবৃত্তির পরম্পরার নিয়ম ভেঙ্গে এসো আমার দুয়ারে,
দাঁড়ি-কমা এসব না হয় দু’জনে মিলেই বসাবো সেখানে।

কবিতা- হে আমার বৈধব্যব্রতী শ্যামা!
তুমি ফিরে এসো কিশোরীপ্রেমের কিংকরীরুপে।
রিক্ত হৃদয়ের অগ্নুৎপাতে হিমশীতল বাতাবরণে অথবা,
মৌনসম্মতির হরিণীচঞ্চলতায় সিক্তাশ্রমের অগ্নিগর্ভা চাতকিনী হয়ে।

৫৭৪জন ৪৪৪জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ