চিনতে পারছো আমায়??
আমি সেই কষ্টের ফেরিওয়ালা
সুখদিয়ে কষ্ট কিনি..রাস্তায় ঘুরে ঘুরে অনেক কষ্ট উপহার পেয়েছি…মনে পড়ে সেই দিনগুলো ছিলো কতো সুন্দর, কতো মায়াবী, আর তুমি ছিলে আমার গানে মুগ্ধ.. সেই সুর কাঁদে আছি আমার প্রাণে.. আজ আর সেই মধুর মিলন নেই, কোথাও নেই, দূর-দূরান্তে তার অস্তিত্ব মিশে গেছে,
তারপর ভাবি ভালবাসি বলেই যে তোমাকে নিজের মতন করে পেতে হবে তা তো নয়, থাকুক না, কিছু না পাওয়া ভালোবাসা শুধুমাত্র হৃদয়ে বন্দী.. আমিতো নিজের কষ্টকে হাসির আড়ালে চাপা দিতে শিখে গেছি..
বুকে জমাট বাধা অভিমান, কি নিঠুর এই নিয়তির বিধান
বুঝে নিও তুমি এই আমাকে
আর একবার হারিয়ে যাওয়ার আগে খুজে নিও আমায়
চিনতে কি পারছো আমাকে? আমি সেই কষ্টের ফেরিওয়ালা
মনে হচ্ছে পরিপূর্ণ ভাবে জীবনকে জেনে গেছি, যেনো জীবনের মানে আজ অর্থহীন . অর্ধমৃত মানুষ আমি, জীবন থেকে চাই মুক্তি।।
আমার মুক্তিতে তোমার ইচ্ছে গুলো ডানা মেলুক আকাশে
তাও আরেকবার বলি, হারিয়ে যাওয়ার আগে খুঁজে নিও আমায়, আমার অস্তিত্বকে।
রিজু,কলকাতা
২৮টি মন্তব্য
তৌহিদ
চলে যাওয়া সমাধান নয়। যে আমার সে আমার সবকিছু মেনে নিয়েই ভালোবাসবে। এমন ভালোবাসা পূর্ণতা পাক এটাই কাম্য।
রেজিনা আহমেদ
জোর করে কি কাউকে ভালোবাসা যায়?
তৌহিদ
না, তাও যায় না।
অনন্য অর্ণব
না, আপনি এখনো জীবনকে পরিপূর্ণ জানতে পারেন নি। সুখ মানুষের চির আরাধ্য। আর কষ্ট !!! কষ্ট হলো সুখের প্রচ্ছায়া। আপনি যদি সুখী হন তবে ধরে নেবেন সেই সুখের বিপরীত পৃষ্ঠে কষ্ট বোনা আছে। যদি কোন কারণে সুখের দোলক একবার ঘুরে যায় তো কষ্ট অবধারিত। কাজেই কষ্ট পেয়ে জীবনের অব্যাহতি নয়, বরং দোলকটা একটু ঘুরিয়ে দিন- দেখবেন সুখ আসবেই। শুভ কামনা আপু। ভালো থাকবেন সবসময়।
রেজিনা আহমেদ
জোর করে কতদিন সুখে থাকা যায়?
চেষ্টার ও একটা সময় থেমে যেতে ইচ্ছে করে, সবকিছু থেকেই মুক্তি চায়
অনন্য অর্ণব
হুম, এটাই জীবন। যাই হোক শুভ কামনা আপু।
ইসিয়াক
ভালো থাকুন সবসময় ।
শুভকামনা্ জানবেন ।
রেজিনা আহমেদ
ভালো থাকবেন দাদাভাই
ফয়জুল মহী
মনোমুগ্ধকারী ভাবনা, শুভেচ্ছা সতত ।
রেজিনা আহমেদ
ধন্যবাদ আপনাকে
ভালো থাকবেন সবসময়
কামাল উদ্দিন
“”থাকুক না, কিছু না পাওয়া ভালোবাসা শুধুমাত্র হৃদয়ে বন্দী”………চমৎকার বলেছেন আপু, এমন কিছু বন্দী ভালোবাসা কম বেশী সবার হৃদয়েই হয়তো থেকে যায়।
রেজিনা আহমেদ
হ্যাঁ থেকে যায় আসলেই, তার ব্যাখা দিতে নিজের মন ও পারেনা, শুধু অনুভব করতে হয়
কামাল উদ্দিন
সংসার জীবনে সেটা প্রকাশ করাও পাপ
দেবজ্যোতি কাজল
বাঃহ বেশ সুন্দর
রেজিনা আহমেদ
ধন্যবাদ
ভালো থাকবেন
সঞ্জয় মালাকার
“”থাকুক না, কিছু না পাওয়া ভালোবাসা শুধুমাত্র হৃদয়ে বন্দী”………চমৎকার বলেছেন দিদি।
ভালো থাকুন সবসময়।
রেজিনা আহমেদ
ধন্যবাদ ভাই
সুপায়ন বড়ুয়া
“আমার মুক্তিতে তোমার ইচ্ছে গুলো ডানা মেলুক আকাশে
তাও আরেকবার বলি, হারিয়ে যাওয়ার আগে খুঁজে নিও আমায়, আমার অস্তিত্বকে”
হৃদয় ছুয়েছে আমায়।
শুভ কামনা।
রেজিনা আহমেদ
কারোর হৃদয় ছুঁতে পেরে ভালো লাগছে
খুব ভালো থাকবেন
সুস্থ থাকবেন
সুপর্ণা ফাল্গুনী
না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর ব্যথা বেশি মনে হয় আমার কাছে। তাই পাওয়ার চেয়ে হারানোতেই ভয় হয়। ধন্যবাদ আপু আপনাকে। শুভ কামনা
রেজিনা আহমেদ
হ্যাঁ না পেলে সেটার ব্যথা অবশ্যই কম, পাওয়ার পরেই সেটা কে হারিয়ে খেলার যন্ত্রনা মারাত্মক
আপনিও ভালো থাকবেন
পর্তুলিকা
কস্টের ফেরিওয়ালাকে কেউ খুজেনা। সবাই সুখের পায়রা খুজে। সুন্দর লেখা
রেজিনা আহমেদ
হ্যাঁ আপু
রেহানা বীথি
“তাও আরেকবার বলি, হারিয়ে যাওয়ার আগে খুঁজে নিও আমায়, আমার অস্তিত্বকে”
এই আকাঙ্ক্ষাই হয়তো বাঁচিয়ে রাখে আমাদের, মুক্তিই হয়তো চাই না আমরা!
সুন্দর লিখেছেন।
রেজিনা আহমেদ
ধন্যবাদ আপু
আশা না থাকলে বেঁচে থাকা দায়
ছাইরাছ হেলাল
জীবনের কঠিনতম দিক লেখায় উঠে এসেছে।
তবুও বলি জীবন এমন -ই। ঝড়-বৃষ্টি আর আলোর। আমরা এর মাঝেই বাঁচবো।
রেজিনা আহমেদ
ভালো থাকবেন দাদাভাই
দালান জাহান
ভালো থাকুন সবসময়