
কফির কাপে শেষ চুমুক দেবার-
আগেই থেমে যায় আমার ওষ্ঠদ্বয়।
মনে পড়ে যায় শেষ চুমুকের অপেক্ষায়,
রয়েছে কোনো এক মাতাল প্রেমিক।
প্রেয়সীর ফেলে রাখা অবশিষ্ট কফি,
চেটেপুটে খাবে কোনো এক তৃষ্ণার্ত প্রেমিক।
জানি না অবশিষ্ট কফির নেশায় নাকি-
কাপের গায়ে লেগে থাকা প্রেয়সীর ওষ্ঠের ছোঁয়ায়!
কিসের মাদকতায় আসক্ত সে প্রেমিক?
উন্মত্ত প্রেমিকের অধীর আগ্রহে এই অপেক্ষা কিসের তরে?
প্রিয়তমার লালা মিশ্রিত চুম্বনের-
ননতা স্বাদের তীব্রতায় উন্মাদনা সৃষ্টির প্রয়াসে,
নাকি এঁটো কফি পানে প্রিয়তমার মায়ায় জড়িয়ে যেতে চিরতরে?
২৮টি মন্তব্য
ইসিয়াক
মাতাল প্রেমিককে নিয়ে লেখা কবিতাটি ভালো লেগেছ্
ধন্যবাদ সহ শুভকামনা রইলো ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
নৃ মাসুদ রানা
চেটেপুটে খাবে কোনো এক তৃষ্ণার্ত প্রেমিক।
না, আরও চুমুক দিতে হবে
সুরাইয়া পারভীন
হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
ফয়জুল মহী
নান্দনিক লিখনশৈলি ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
আকবর হোসেন রবিন
মাতাল করে দেওয়ার মতো কবিতা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
মনির হোসেন মমি
চমৎকার।কবিতায় এমন মাদকতা না থাকলে কী চলে! দারুণ!!!!!!
সুরাইয়া পারভীন
সেই তো,,,🙈🙈
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
প্রদীপ চক্রবর্তী
দারুণ কাব্যকথন দিদি।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
এমন মাদকতায় কোন সে মাতাল প্রেমিক ?
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
তৌহিদ
তবে সে প্রেমিক কিন্ত ভাগ্যবান। প্রেমিকার চুমুক দেয়া কাপে নিজের চুম্বন দেবে! ভাবা যায় কতটা পাগল প্রেমিক সে!
ভালো লাগলো কবিতা আপু।
সুরাইয়া পারভীন
এমন প্রেমিক কি আদৌও হয় নাকি?
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
এ তো কঠিন প্রশ্ন!
এ প্রশ্নের সুরাহা এত্ত সহজ না!
কিসে যে কী হয় কে জানে!
তবে কফি পানের ছবি কিন্তু সুন্দর! তা সে যেখানের ই হোক না কেন!
সুরাইয়া পারভীন
ছবিটা আমার প্রাণাধিক প্রিয়
আমার রাজকন্যা তুলেছে
আমার অজান্তেই।কি দুর্দান্ত তুলেছে ?
কিছু প্রশ্ন অযাচিত যার উত্তর মোটেও পাওয়া যায় না।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
অনন্য অর্ণব
আপনি এতো হিংসুটে কেন গো, কাপের তলানিতে একটুখানি কফি রেখে কাপটা এগিয়ে দিলেই তো পারতেন!!! জানেনই তো প্রেম আপেক্ষিক, কাজেই দ্বিতীয়বার এই সুযোগ নাও আসতে পারে 😭😭
সুরাইয়া পারভীন
আপেক্ষিক হলেও আক্ষেপ করার কি দরকার?
প্রেম একটা যাবে আরেকটা আসবে। মানে এমন মুহূর্ত আবারো আসবে বৈকি। 😛😛
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
ত্রিস্তান
সে কি আর একজীবনে ফিরবে …?
সুরাইয়া পারভীন
যে প্রেমিক তাকে ফিরতেই হবে
কেউ কি অক্সিজেন ছাড়া বাঁচতে পারে?
ত্রিস্তান ধন্যবাদ আপনাকে
রেহানা বীথি
প্রেমিক তো মাতালই হবে। সঙ্গোপনে প্রেয়সীর ঠোঁটে ছোঁয়া কফির কাপে ছুঁয়ে দেবে আপন ঠোঁট!
দারুণ লাগলো।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু 💓
ভালো থাকবেন সবসময়
কামাল উদ্দিন
তাহলে শেষ চুমুকটা পাগল প্রেমিকের জন্যই তোলা থাকুক………কবিতায় ভালোলাগা।
সুরাইয়া পারভীন
হুম তাই থাকুক
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
শান্ত চৌধুরী
প্রিয়তমার লালা মিশ্রিত চুম্বনের-
ননতা স্বাদের তীব্রতায় উন্মাদনা সৃষ্টির প্রয়াসে,
নাকি এঁটো কফি পানে প্রিয়তমার মায়ায় জড়িয়ে যেতে চিরতরে?
চমৎকার কাব্য ভাবনা
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়