স্বৈরাচারী প্রেমিক

পর্তুলিকা ১২ জানুয়ারি ২০২০, রবিবার, ০৪:২৭:০৮অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

যার প্রেম মনে মনে,
কথার আগে ঝগড়া করে,
ভাব দেখায় সর্বজান্তার,
পন্ডিতি ফলায়
প্রেমে সে দুরাচার।

বকায় রাখে ভালবাসা
হাসিতে থাকে রাগ
প্রেমের সংজ্ঞা বদলে দেয় মুহুর্মুহ
অন্তরে দেয় দাগ.

কবিতা জানেনা
পারেনা গল্প,
এমন মানুষ প্রেমিক না
ঐ প্রেম প্রেম না,
ওসব প্রেমিক অত্যাচারী-স্বৈরাচার।

৯৬২জন ৮৩৬জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ