কষ্ট

রেজিনা আহমেদ ৭ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ০৪:০৪:৩১অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য

আসলে কি জানো তো
সত্যিটা আজ আমিও মেনে নিয়েছি..
প্রেম, ভালোবাসা, আদর এসব হবেনা আর আমাদের..
চারটে বছরের মতো রোজ রাতে আর আজও ভিজবে আমার বালিশ…
ভুলতে পারিনি, কিংবা একপ্রকার জোর করেই ভুলতে চাইছিনা হয়তো..
কি করবো বলো? বড্ড ভালোবাসি
শেষবেলায় শুধু একটা কথার উত্তর কি দিতে পারবে তুমি??
তোমার ঐ চোখের কোনে কখনোও কি একবিন্দু জলও আসবেনা আমার জন্য?
শুধু আমার জন্য??
আমার ই জন্য….
এতোটাই অযোগ্য আমি?

__রিজু
কলকাতা
জানুয়ারি ৭, ২০২০

১৫৬৩জন ৬০১জন

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ