
আমার রেল লাইন ধরে ঢাকা টু চিটাগাং হাটার কথা অনেকেই জানেন । তেমনি একদিন হাটছিলাম। আমার সহ-হাটুরে খেজুরের রস খাওয়ার খুবই ইচ্ছের কথা বলছিল। আমি বললাম ঠিক আছে চেষ্টা করবো তোমাকে রস খাওয়ানোর জন্য। তবে আশেপাশে তাকিয়ে খুবই হতাশ হচ্ছিলাম এই জন্য যে, রেল লাইনের পাশে যে কয়টি খেজুরের গাছ দেখছিলাম তার কোনটিই রসের জন্য কাটা হয়নি। কিন্তু নরসিংদীর কাছাকাছি এসে বাম দিকে তাকাতেই আমাদের মুখে হাসি ফুটল, অনেকগুলো খেজুরের গাছ তার মাঝে কয়েকটিতে আবার রসের কলসী ঝুলছে। সেই রস খাওয়ার ফটো ব্লগ………
(২) নরসিংদী স্টেশনে ঢোকার আগেই দেখলাম বাম দিকের চিনিশপুরে অনেকগুলো খেজুর গাছ পাশাপাশি দাঁড়িয়ে। এবং সবগুলো গাছেই রসের হাড়ি ঝুলছে।
(৩) প্রথমজন গাছে চড়েই ঘোষণা দিল রসের পরিমাণ খুব অল্প, এবার আমরা সিদ্ধান্ত নিলাম যার যার রস সেই পেরে খেতে হবে। তো গাছে না চড়ে কারোরই আর কিছুই করার রইল না।
(৪/৫/৬) তো একে একে সবাই গাছে চড়ে হাড়ি নামিয়ে আনলাম।
(৭) এটায় মনে হয় রস একটু বেশীই ছিলো, তাই তো দু’জন লাগলো নামিয়ে আনতে 😀
(৮) তারপর অন্য একটা পাত্রে রসগুলো ছেকে নিলাম।
(৯/১০) এরপর তো শুধুই খাওয়ার পালা 😀
(১১) আমাদের রস খাওয়া দেখে বুলবুলিটারও মনে হয় ভালোই তেষ্টা পেয়েছিলো।
৩১টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আহারে! লোভ লেগে গেল। কত বছর হলো খেজুরের রস খাইনা। স্বাদটাই ভুলে গেছি। ভাইয়া কষ্ট পেলাম ছবি দিয়ে লোভ বাড়িয়ে দিলেন।
কামাল উদ্দিন
হাঃ হাঃ হাঃ জরিমানা হবে নাকি আপু?
সুপর্ণা ফাল্গুনী
জরিমানা দিলে তো ভালোই হতো । 😋😋😋
ইকবাল কবীর
যতদূর জানি এখন এইভাবে খেজুরের রস খাওয়া স্বাস্থ্যসম্মত না কারন খেজুরের রসে হাড়িতে রাতে বাদুড় এসে রস খায় ও প্রসাব করে অনেক সময় তাই বাদুড়ের প্রসাব বা মুখের লালার কারনে স্বাস্থ্যগত ঝুঁকি থাকে। বাদুড়ের এই প্রসাব বা লালা খেয়ে ফেললে সমস্যা তেমন কিছু না, যদি না বাদুড়টি অসুস্থ হয়ে থাকে। আর কোনো বাদুড় যদি নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে এবং সেই বাদুড় যদি খেজুর রসে মুখ দেয় তাহলে তার লালা থেকে নিপাহ ভাইরাস খেজুর রসে ছড়িয়ে যাবে। তাই এই কাঁচা রস খেলে নিপাহ রোগে আক্রান্ত হওয়ার ঝুকি থাকে। তবে একটু সচেতনা আমাদের কে এই লোভনীয় খাবার খাওয়াকে নিশ্চিত করতে পারে যেমন যিনি গাছে হাড়ি বেধে দেন তিনি যদি নেট দিয়ে হাড়িটি প্রটেকশন করে দেন তাহলে এই সমস্যা থেকে অনায়েসেই আমরা মুক্তি পেতে পারি। ধন্যবাদ
কামাল উদ্দিন
এটা দিনের বেলায় পাতা হাড়ি থেকে খাওয়া হয়েছে, এই সময়টা বাদুড় মুক্ত থাকে ভাই………শুভ কামনা জানবেন।
ইকবাল কবীর
ধন্যবাদ।
ইঞ্জা
এইভাবে কাঁচা রস খাওয়া কিন্তু বিপদজনক, নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে নিজের সাথে সাথে পরিবারেরও ক্ষতি হতে পারে ভাই।
কামাল উদ্দিন
ইদানিং তো এসব শুনছি, ১০ বছর আগে যখন এই ছবি তুলেছিলাম তখন তো এসব শুনিনি।
ইঞ্জা
দশ বছর আগের ঘটনা, তাহলে বিষয়ে বলার নেই, কিন্তু ভবিষ্যতে সাবধান থাকতে হবে।
ফয়জুল মহী
কাঁচা রস ক্ষতিকর। পরিহার করে চলা ভালো।
কামাল উদ্দিন
কাঁচা রস কি ক্ষতিকর ভাই?
তৌহিদ
দেখেইতো লোভ লাগলো!! এখন আর খেজুরের রস খাওয়া হয়না।
ছবিগুলি দারুণ!!
কামাল উদ্দিন
রস খাওয়ার প্রতি আমার ভীষণ দুর্বলতা রয়েছে ভাই, কিন্তু জ্ঞানী গুণীরা খালি বাধা দেয়……শুভ কামনা জানবেন ভাই।
সুরাইয়া পারভীন
আহ! এমনি শখ একদিন আমারও হয়েছিলো। কিন্তু লোকলজ্জার ভয়ে আর গাছে উঠে রস খাওয়া হয়নি। কারণ গাছগুলো ছিলো শ্বশুর বাড়িতে 😰😰
কামাল উদ্দিন
আমরা তো বলি শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আর আপনি কিনা সেই হাড়িরই নাগাল পেলেন না? সত্যিই দুঃখের বিষয় আপু 😀
সুরাইয়া পারভীন
হাঁড়ির নাগাল পেয়েছি তো
কিন্তু ঐ যে গাছে চড়ে রস পান ওটা সম্ভব হয় নি
সুপায়ন বড়ুয়া
বন্ধু খাবে রসগুলি
ভাগ বসায়যে বুলবুলি।
ভারী মজাতো। শুভ কামনা।
কামাল উদ্দিন
বন্ধু খাবে রসগুলি
ভাগ বসায়যে বুলবুলি
………..ছান্দিক মন্তব্যে মুগ্ধ হলাম দাদা।
সঞ্জয় মালাকার
আহা! দাদা জ্বীবে জল এসেছে, দাদা খায় রস আর ভাগ বসায়যে বুলবুলি।
কামাল উদ্দিন
এই বছর এখনো খাওয়া হয়নি, খুব শীগ্রই খাওয়ার পরিকল্পনায় আছি……..ভালো থাকবেন দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা আপনিও ভালো থাকুন শুভ কামনা।
নিতাই বাবু
খেজুর গাছে আপনাকে দেখে খেজুরের রস পান করতে ইচ্ছে করছে। যদিও বর্তমানে কাঁচা খেজুরের রস পিনাহ রোগ না কী যেন, তা সত্ত্বেও।
কামাল উদ্দিন
নিপাহ নিয়া খুব একটা ভাবি না, প্রতি বছর কাঁচা রস আমার খাওয়া চাই ই চাই
ছাইরাছ হেলাল
আপনি ছবি দিয়ে শুধুই স্মৃতি-কাতর করে দেন!
কামাল উদ্দিন
খুব গাছে চড়ার অভ্যাস ছিল বুঝি ভাই?
সাবিনা ইয়াসমিন
আজকাল দেখি খেজুর গাছে শুধু পাতিল না, বোতল বেধে রাখা হচ্ছে! ( ছবি- ১১)।
আমার কাছে খেজুরের কাঁচা রস খেতেই বেশি ভালো লাগে।
শুভ কামনা 🌹🌹
কামাল উদ্দিন
খেজুরের রস কাঁচা খেতে আমারও ভালোলাগে, শুভেচ্ছা জানবেন আপু।
ইসিয়াক
খেজুরের রস খাওয়া দেখে তো লোভ লেগে গেল কামাল ভাই ।
একা একা খেতে পারলেন?
কামাল উদ্দিন
আমরা তিনজন মিলে খেয়েছি ভাই, একা বললছেন কেন?
জিসান শা ইকরাম
রস খাওয়ার ছবি দেখে তো খেজুরের রস খাবার লোভ টা বাড়িয়ে দিলেন,
ছবি ব্লগ ভালো হয়েছে।
কামাল উদ্দিন
ধন্যবাদ ভাই, আপনার ভালোলাগলে আর কার না ভালো লাগবে………শুভ কামনা জানবেন ভাই।