শহুরে জীবন

সাদিয়া শারমীন ৫ জানুয়ারি ২০২০, রবিবার, ১২:৪৯:২৮অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

কুয়াশায় ঢাকা সূর্যটা বারবার জানান দিয়ে যায় শীত টা বেশ জেঁকে বসেছে শহরের গায়। শহুরে ব্যস্ত জীবনও থমকে আছে শীতের কারণে। তবুও জীবন ছুটে চলে,জীবনের নিয়মে। কুয়াশা ঘেরা প্রকৃতি যেন স্তব্ধ। দূরে কোথাও ধোঁয়ার কুন্ডলী দেখা যায়।হয়তো রক্ত হীম করা ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতেই আদূল গায়ে আগুনের তাপ পোহায় কিছু ছেলে-বুড়োর দল।সঙ্গে পাড়ার নেড়ি কুকুরও জায়গা করে নেয়। জীবন এখানে উন্মুখ থাকে এক ফালি রৌদ্র তাপের। বেলা বাড়ার বাড়ার সাথে সাথে সূর্য উঁকি দেয় বৈকি!কিন্তু ঠান্ডার প্রকোপ কমে কি? শহরের শ্রেণী বিভেদে শীতের উপভোগ্যের ধরনেও আসে ভিন্নতা। শীতের আমেজ উপভোগ করে এক শ্রেণী।আরেক শ্রেণী অপেক্ষায় থাকে শীত মুক্তির। শহুরে জীবনও আস্বাদন নেয় পিঠে-পুলির।গ্রামে প্রতি ঘরে ঘরে পিঠার উৎসব চলে বৌ- ঝি দের নিজ হাতে তৈরী করা পিঠে দিয়ে। নতুন জামাই সমাদর করতেও পিঠের জুড়ি নেই। বৌ-ঝি দের সেই পিঠে তৈরীতে থাকে আন্তরিকতা,ভালবাসা আর মমতা। আর শহরে বসে নানা রঙের পিঠের দোকান।ব্যাবসায়িক স্বার্থই এখানে মূখ্য বিষয়।এখানে কোথায় সেই বৌ-ঝি দের মমতা মেশানো পিঠে- পুলি?
তারপরও শহুরে জীবন শীত উৎসবে মাততে চায়। ব্যস্ত জীবনকে কখনও সখনও একটু উপেক্ষা করে ছেড়ে দিতে চায় অলস সময়ে শীত কালটা উপভোগ করার জন্য। সবার জীবনেই শীত কষ্টের না হয়ে আনন্দের ঋতূ হয়ে ধরা দিক।সেটাই হোক সকলের প্রত্যশা।

৭৫৮জন ৬৬৯জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ