আমার স্পর্শে তুমি

কামরুল ইসলাম ৫ জানুয়ারি ২০২০, রবিবার, ১১:৪৩:৫৩পূর্বাহ্ন কবিতা ১৭ মন্তব্য

আমার স্পর্শেই তুমি জেগে উঠবে
নতুন উন্মাদনায়, অনন্ত যৌবনা রুপে
মনের আঙিনা উড়ে যাবে, এক ঝাঁক পান কৌড়ি
মেঘ শাবকের পরশে, দোল দিয়ে যাবে
অতি যতনে লালিত, হৃদয়ের সুপ্ত কলিতে
আহত হবে, পরম সুখ সান্নিধ্যে
ব্যহত হবে ক্লান্তি অবসাদের বেড়াজাল
আকাশের নীলে, আলপনা আঁকবে
স্বপ্নের বর্ণীলে, দিগন্ত দিবে পাড়ি
ছুঁই ছুঁই প্রত্যাশায়, সাজিয়ে নিবে রঙ্ধনুর বাঁকে
গাঙচিলের পালকে, খুঁজে নিবে কোমলতা
দৃষ্টি রাখবে বিমোহিত নয়নে, প্রজাপতির বিচরণে
দখিনা সমীরণে খুলে দিবে, খোঁপার চুল
পরম প্রাপ্তিতে ভেসে যাবে, অন্তিম ঠিকানায়
এক মুঠো সোনালী আলোর সম্ভাবনায় ।

আর আমি, নিবেদিত হবো শতভাগ
তোমার প্রেমোময় উষ্ণ হাসিতে
নিজেকে খুঁজে পাবো, এক জীবনের
অমৃত ও অতৃপ্ত সুধায় ।।
~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ০৪/০১/২০২০
ঢাকা

৮৪৮জন ৭৩৫জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ