
আমার স্পর্শেই তুমি জেগে উঠবে
নতুন উন্মাদনায়, অনন্ত যৌবনা রুপে
মনের আঙিনা উড়ে যাবে, এক ঝাঁক পান কৌড়ি
মেঘ শাবকের পরশে, দোল দিয়ে যাবে
অতি যতনে লালিত, হৃদয়ের সুপ্ত কলিতে
আহত হবে, পরম সুখ সান্নিধ্যে
ব্যহত হবে ক্লান্তি অবসাদের বেড়াজাল
আকাশের নীলে, আলপনা আঁকবে
স্বপ্নের বর্ণীলে, দিগন্ত দিবে পাড়ি
ছুঁই ছুঁই প্রত্যাশায়, সাজিয়ে নিবে রঙ্ধনুর বাঁকে
গাঙচিলের পালকে, খুঁজে নিবে কোমলতা
দৃষ্টি রাখবে বিমোহিত নয়নে, প্রজাপতির বিচরণে
দখিনা সমীরণে খুলে দিবে, খোঁপার চুল
পরম প্রাপ্তিতে ভেসে যাবে, অন্তিম ঠিকানায়
এক মুঠো সোনালী আলোর সম্ভাবনায় ।
আর আমি, নিবেদিত হবো শতভাগ
তোমার প্রেমোময় উষ্ণ হাসিতে
নিজেকে খুঁজে পাবো, এক জীবনের
অমৃত ও অতৃপ্ত সুধায় ।।
~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ০৪/০১/২০২০
ঢাকা
১৭টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“আর আমি, নিবেদিত হবো শতভাগ
তোমার প্রেমোময় উষ্ণ হাসিতে
নিজেকে খুঁজে পাবো, এক জীবনের
অমৃত ও অতৃপ্ত সুধায় ।।“
ওয়াও !
প্রেমের উন্মাদনায়
বাজুক হৃদয় বীণা
পাশে থেকে মোরা
জানাই শুভকামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ দাদা
সুপর্ণা ফাল্গুনী
আহ্! কি রোমাঞ্চ। সুন্দর হয়েছে। শুভ কামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা দিদি
সুরাইয়া পারভীন
দারুণ রোমান্টিক কবিতা। চমৎকার উপস্থাপন
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
কামরুল ইসলাম
ছবির মেয়েটি কবিতার নায়িকা।
ধন্যবাদ
কামরুল ইসলাম
ছবির মেয়েটি কবিতার নায়িকা,
ধন্যবাদ
নাজমুল আহসান
বুঝলাম। আশা করি যাঁর ছবি তাঁর অনুমতি নিয়ে ব্যবহার করছেন।
সাদিয়া শারমীন
একটি সুন্দর কবিতা পড়লাম।শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা আপনার জন্য
ফয়জুল মহী
চমৎকার শব্দ চয়ন ।
কামরুল ইসলাম
ধন্যবাদ
সঞ্জয় মালাকার
আহ্! কি রোমাঞ্চ। চমৎকার কবিতা দাদা শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ দাদা
অনেক শুভ কামনা
ইসিয়াক
রোমান্টিক কবিতায় ভালো লাগা রেখে গেলাম।
শুভসকাল ।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই