
মধুরিমা,
তোমার খোলা আকাশে
আজকাল পারিজাত ফুলগুলো
বড্ড বেশি রঙীন দেখায়।
তোমার বাহান্ন তীর্থের শরীর
আমায় অনর্থক রাত জাগায়।
তোমার ওই নিটোল কোমর,
বাঁকা ঠোঁট,চঞ্চল পটলচেরা চোখ,
দীর্ঘ কেশ
একহারা গড়ন,চলার ভঙ্গি,
আমার হৃদয়ে কেবলি নিগম তুলে ধায়।
আচ্ছা তুমি এরকম পাকাল মাছের মতো
পিচ্ছিল কেন বলতে পারো?
তুমি কি জানো?
তোমার জন্য আমার এই পৃথিবীতে আসা।
তোমার জন্য আমার সমস্ত কবিতার পঙক্তিগুলো এলোমেলো এবং প্রথাবিমুখ ।
তোমার জন্য আমার স্বপ্নদিনের অশ্রুত হাততালি দেয়,
তোমার জন্য আমার যত নিকোটিন পোড়ানো।
জানিনা , জানো কিনা ?
একবার হলেও আহ্লাদি করে বলতে তো পারো !
হোক মিথ্যে করে!
বলতে তো পারো!
ছাড়ো তো এসব ভাবনা চিন্তা আর
বিড়ি সিগারেট , আমার হাতটা ধরো।
জানি তুমি উত্তর দেবে না ,
বলবেনা কোন কথা।
হয়তো নৈবেদ্য সমূহ সঠিকভাবে উপস্থাপিত হয়নি
তোমার মন মন্দিরে।
হয়তো ফুটিয়ে তুলতে পারিনি আমি আমার
মনের ব্যক্তিগত বার্তা সকল,
তোমার মনের মতো করে সাবলীল হরফে ।
ঠিক আছে ধরেই নিলাম, এ আমারই ব্যর্থতা ।
১৬টি মন্তব্য
সুরাইয়া পারভীন
তোমার ওই নিটোল কোমর,
বাঁকা ঠোঁট,চঞ্চল পটলচেরা চোখ,
দীর্ঘ কেশ
একহারা গড়ন,চলার ভঙ্গি,
আমার হৃদয়ে কেবলি নিগম তুলে ধায়।
বাহ্ দারুণ
ইসিয়াক
শুভ কামনা ও কৃতজ্ঞতা রইলো আপু্
সুপায়ন বড়ুয়া
“তোমার বাহান্ন তীর্থের শরীর
আমায় অনর্থক রাত জাগায়।“
রাত জেগে থেকো না বন্ধু
শরীর করোনা খারাপ
মধুরিমা এসো যদি
বেঁচে যায় ইসিহাক।
শুভ কামনা।
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো দাদা ।
শুভকামনা জানবেন।
জিসান শা ইকরাম
মধুরিমার দিল নাই, দিলহীন মধুরিমাদের যতই নৈবেদ্য দেয়া হোক কাজ হইত না।
কবিতা সুন্দর হয়েছে।
ইসিয়াক
তবু তো চেষ্টা তো চালিয়ে যেতে হবে। যদি মন পাওয়া যায় ।
শুভকামনা রইলো ভাইয়া ।
সুপর্ণা ফাল্গুনী
‘তোমার বাহান্ন তীর্থের শরীর
আমায় অনর্থক রাত জাগায়।’ কেউ এমন করেই ভালোবেসে যায় আর অন্যজন অবজ্ঞা আর অবহেলা করে যায়। সুন্দর কবিতা। শুভ কামনা
ইসিয়াক
শুভকামনা রইলো দিদি ।
ফয়জুল মহী
সুন্দর কথামালা ও চমৎকার উপস্থাপন।
ইসিয়াক
অনেক ধন্যবাদ ভাইয়া। পাশে থাকুন সবসময় এই কামনাই রইলো।
তৌহিদ
মধুরিমা বড্ড পাষাণী হৃদয়ের। তবু চেষ্টা অব্যাহত থাকুক।
কবিতা ভালো লেগেছে।
ইসিয়াক
হ্যাঁ ভাইয়া বড্ড বেশি পাষাণ ভাইয়া।
শুভকামনা রইলো।
কামাল উদ্দিন
“তোমার বাহান্ন তীর্থের শরীর”টা কি ইসিয়াক ভাই, জটিল কিছু কি?
ইসিয়াক
জটিল তো ভাইয়া কুটিল ও বটে। শেষ হয়ে গেলাম রে ভাই………….
কামাল উদ্দিন
আমারেও সাথে নেন ভাই 😀
সাবিনা ইয়াসমিন
হাহাহা, ফিচার ছবি দেখে হাসি পাচ্ছে।
বেচারা মধুরিমাকে ডাকতে ডাকতে হার্ট বের করে ফেলেছে 😀😀
কবিতা পড়ে ভালো লাগলো ইসিয়াক ভাই 🌹🌹