
তুমি কি ভাবো আমারে?
রাখো কি সংগোপনে স্বযত্নে?
ভালোবাসো কি হৃদয় দিয়ে?
ছুঁয়ে থাকো কি সবার অলক্ষ্যে?
এমনি কতশত প্রশ্ন মনে-
সজোরে ঝংকার তোলে,
আঁকিবুঁকি খেলে হৃদয় ক্যানভাসে,
তোমারই নির্বাক নিঃস্তব্ধতার কাছে-
চাপা পড়ে যায় আমার কৌতূহল যতো,
পাওয়া হয়ে ওঠে না আর কোনো উত্তর,
অবশেষে মেনে নিতে হয় তোমার মৌনতা।
জানি না সত্যি কিনা মৌনতা সম্মতির লক্ষণ?
২৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
কখনো কখনো মৌনতা সম্মতির লক্ষণ হয়না। এড়িয়ে যেতে চাইলেও মৌন থাকে। সুন্দর হয়েছে। শুভ কামনা
সুরাইয়া পারভীন
তাই তো এতো কনফিউশন দিদি
আন্তরিক ধন্যবাদ জানবেন
সুপায়ন বড়ুয়া
“অবশেষে মেনে নিতে হয় তোমার মৌনতা।
জানি না সত্যি কিনা মৌনতা সম্মতির লক্ষণ?“
মৌনতাই সম্মতির লক্ষন
এগিয়ে যান সফল হন !
শুভ কামনা
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
ফয়জুল মহী
চুপিচুপি বলো কেউ জেনে যাবে(গান)।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
ধন্যবাদ অশেষ
সাবিনা ইয়াসমিন
সব প্রশ্নের উত্তর মৌনতায় থাকে না। উত্তর যেমনই হোক সেটাই মেনে নিতে ইচ্ছে করে।
কবিতা ভালো লাগলো।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
একদমই তাই আপু। উত্তর যা হোক মেনে নেওয়া উচিত।
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু 💓💓
মোঃ মজিবর রহমান
ও! দারুল লুক।
জানিনা হৃদয় কতপ টুকু উপলদ্ধি হই জানি ভাল বাসি, পাশে থাকার আপ্রান ইছ। অনুভুতির ছোয়ায় পেতে চাই।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
মোঃ মজিবর রহমান
😀💎
ছাইরাছ হেলাল
মৌনতা ছিড়ে ফেলে তুলে নেব ঝংকার হৃদয়ের আঁকিবুঁকি! অবশেষে;
সুরাইয়া পারভীন
অবশেষে মৌনতার যাঁতাকলে পিষে পিষে ভালোবাসা ভেনিস।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া 💓💓
মনির হোসেন মমি
কিছু কিছু মৌনতা এমনি হয় মুখে না বললেও বুঝে নিতে হয়।
দারুণ।
সুরাইয়া পারভীন
সত্যিই তাই
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া।
নুরহোসেন
আবার ফিরা আইলাম,
অহন থাইকা আবার আপনের কবিতা পড়মু।
সুরাইয়া পারভীন
সু-স্বাগতম।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
কামাল উদ্দিন
অবশেষে মেনে নিতে হয় তোমার মৌনতা।
জানি না সত্যি কিনা মৌনতা সম্মতির লক্ষণ?
…………তাহলে তো আর কথাই নেই, শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
কামাল উদ্দিন
আপনাকেও ধন্যবাদ আপু।
আরজু মুক্তা
মৌনতা মানে অনেক কিছু বলা। না বলা কথা নিয়ে পুনরায় ফিরে আসা।
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
জিসান শা ইকরাম
বাসে বাসে খুব ভালোবাসে,
আমার কাছে খবর আছে 🙂
ভাল্লাগছে লেখা।
সুরাইয়া পারভীন
ওমা তাই! দারুণ ব্যাপার তো
হা হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া