
ধারা- তুমি একমাসে কতটা রোগা হয়েছো দেখেছ?
শ্রাবন – কই রোগা হয়েছি? কিছুটা শ্লিম হয়েছি।
ধারা- দেখো, খাবার নিয়ে এমন করলে আমি তোমার সাথে আর প্রেমই করব না৷
শ্রাবন- এইত আর কিছুক্ষন পরেই খাবো৷
ধারা- রাত ৯:৩০ এখন, কখন খাবে? দুপুরেও কিছু খাওনি৷
শ্রাবন- কেন, দুপুরে একসাথে খিচুড়ি খেলাম, ভুলে গেলে?
ধারা- না ভুলিনি। ঐটুকু খিচুড়ি আছে নাকি এখন পেটে?
শ্রাবন- এত খেলে মোটা হয়ে যাব তো!
ধারা- শোনো শ্রাবন, আমি মোটা প্রেমিক চাই। বুঝা গেছে?
শ্রাবন- সবাই চায় শ্লিম…….
ধারা- আমার মোটা প্রেমিক চাই? কোনো সমস্যা?
শ্রাবন- কেন মোটা চাই?
ধারা- চিকনা হলে হাগ করলে তোমার হাড্ডিতে আমি ব্যাথা পাবো। তুলতুলে শরীর ধরতেই মজা। আর মটু হলে তোমার দিকে কোনো মেয়ে তাকাবেনা 😛
শ্রাবন- আচ্ছা বুঝেছি 🙂 ডিনার করি এখন?
ধারা- হ্যা করো। আর শোনো খাবারের ছবি তুলবে তুমি খাবার আগেই৷ খাবার শেষ করে খালি প্লেট, বাটির ছবিও তুলে আমাকে দেখাবে৷
শ্রাবন- আচ্ছা 🙂
* ছবি – নেট থেকে।
৫০টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
আমরা সবাই মোটা হব
ধারার মতো প্রেমিকা পাবো।
শুভ কামনা , শুভ রাত্রি
সাবিনা ইয়াসমিন
হাহাহা, শুধু মোটা হলে চলবে না। খেয়ে খেয়ে মোটুরাম হতে হবে। তাহলে ধারার মতো প্রেমিকা নিশ্চিত জুটবে 😊😊
জিসান শা ইকরাম
মোটা হতে বলার গুপন রহস্য তাহলে এই?
মটু শ্রাবনের দিকে কোনো মেয়ে তাকাবেনা ? হা হা হা
আহারে বেচারা শ্রাবন 🙂
ভাল্লাগছে।
শুভ নববর্ষ।
সাবিনা ইয়াসমিন
বেচারা শ্রাবন!!
ধারার প্রেমে সে সাতচারা হয়ে গেছে 😊😊 অনেক খেয়ে সে আরও মোটা আর কিউট হবে।
শ্রাবনের দিকে অন্য মেয়ে বেশি বেশি তাকাবে আর আফসোস করবে, এইজন্যই শ্রাবনকে খাইয়ে-দাইয়ে মটু বানাবে ধারা।
সুন্দর, নাদুসনুদুস ট্রফি নিয়ে ঘুরতে কার না ভালো লাগে ; 😜😜
নৃ মাসুদ রানা
ঐটুকু খিচুড়ি আছে নাকি এখন পেটে?
সাবিনা ইয়াসমিন
সেটাই, দুপুরের ঐটুকু খিচুড়ি সন্ধ্যা পর্যন্ত ক্যামনে থাকে! পেট তো পেটই হয়, তাতো রাস্ট্রীয় ব্যাংক না 😜😜
সুপর্ণা ফাল্গুনী
থিওরি টা কাজে লাগাতে পারলে ভালো হবে মনে হচ্ছে। ধন্যবাদ আপু আইডিয়া টা জানানোর জন্য। শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা
সাবিনা ইয়াসমিন
অবশ্যই কাজে লাগাবেন দিদি। শতভাগ উৎকৃষ্ট ফলাফল পাবেন। একবার শুরু করলেই হয়ে যাবে 😀😀
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু
নাজমুল হুদা
আমার হাসি পাচ্ছে প্রেম কী এমনেই হয়। 😆
যদিও অভিজ্ঞতা শুন্যতায় আমি রোগাক্রান্ত 🙊
তবুও এমন আবদার চলুক প্রেমের জয় হোক।
সাবিনা ইয়াসমিন
হয়, হয় এমনো প্রেম হয়।
আগে হোক তারপর তুমিও লিখবে প্রেমের জয়..
অবিরাম শুভ কামনা 🌹🌹
শান্ত চৌধুরী
শুভ কামনা….
সাবিনা ইয়াসমিন
আপনাকেও অনেক শুভেচ্ছা ও শুভ কামনা 😊😊
ইসিয়াক
শুভকামনা রইলো ।
সাবিনা ইয়াসমিন
শুভ কামনা নিলাম,
আপনিও খুব ভালো থাকুন ইসিয়াক ভাই। 🌹🌹
কামাল উদ্দিন
খাবারের আগে পরে ছবি না দিয়ে লাইভ ভিডিও হলেই কি সব থেকে ভালো হতো না? 😀
সাবিনা ইয়াসমিন
শ্রাবন খুব ফাঁকিবাজ, লাইভ ভিডিও চাইলে তখন বলবে নেট প্রব্লেম, ডাটা নেই। তাই ছবি তুলে দিতে বলা হয়েছে। নেটওয়ার্ক না থাকার ফন্দি তখন কোন কাজে আসবে না। ছবি এক সময় ডেলিভারি হয়েই যাবে 😀😀
কামাল উদ্দিন
ফাঁকিবাজের সাথে সারা চলাটা খুব কঠিন হবেনা কি?
সাবিনা ইয়াসমিন
ফাঁকিবাজ এর সাথে চলা খুবই কঠিন ভাই। তবে গল্পের নায়িকা ধারা কঠিন কাজ করতেই বেশি লাইক করে। 😀😀
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা,,,,শ্রাবণকে খাওয়ানোর জন্য ধারার দুর্দান্ত ফন্দী মোটা প্রেমিক পছন্দ।
কি প্রেম গো!👏👏👏
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, একদম ঠিক। ফন্দি ছাড়া প্রেমের গাড়ি অচল। 😊😊
সুরাইয়া পারভীন
হা হা হা হা
তা বেশ বলেছেন কিন্তু
ছাইরাছ হেলাল
হায় প্রেম! শুধু চিকনা না মোডা হওন ও লাগে!
এক চিমটি হিংসা সাথে নিয়ে!
কবিতা সুন্দর হইছে খুউব!
সাবিনা ইয়াসমিন
মানুষ কোরবানির গরু মোটাতাজা বানায় ভালো করে খাওয়ার জন্যে,
আর ভালো করে ভালোবাসার জন্যে প্রেমিক শুকিয়ে মারবে নাকি!
উহু, হিংসা এক চিমটি না, এক খাবলা বলা যায়।
মটু প্রেমিকযে কত্ত সুন্দর কিউট হয়, তা আপনি বুঝবেন ক্যামনে? আপনারতো আর শ্রাবনের মত প্রেমিক নেই… 😜😜
মোঃ মজিবর রহমান
খাওয়াতে ৩৪৪ ধারা!!!
হায়রে কপাল যা চাই না পাই তাহা যাহা পাই নই তা আমার।
আমি স্লিম্পই চাই।
সাবিনা ইয়াসমিন
আপনি স্লিম প্রেমিকা চান!
দুর্বিক্ষের কবলে ফেলবেন প্রেমিকাকে!
হায়রে, প্রেমিক এমন হয়!!!
মোঃ মজিবর রহমান
হায়রে বাহুর বাহিরে যদি যাই, বাধব কিভাবে দুই বাহুডোরে!!!
বুঝতে হবি।
তাছাড়া বেশি লাগবে তো । যা পরিনতি অভাব।
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, বাহুর ভেতরে আটকানোর কি দরকার! একহাত ধরে পাশাপাশি ঘুরে বেড়াবেন। অন্য হাতে চিপ্সের প্যাকেট ধরিয়ে দিবেন। তাহলে প্রেমিকা খুশিতে আপনাকে জাপটে ধরবে 😂😂
ফয়জুল মহী
অনন্যসাধারণ লিখনশৈলি
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ মহী ভাই।
শুভ কামনা অফুরান 🌹🌹
নিতাই বাবু
🌟。❤。😉。🍀
。✨ 。🎉。🌟
✨。\|/。💫
শুভ নববর্ষ ২০২০ইং
😍🙅🙋🙉🙏💖
এখানে ক্লিক করুন!
🌟。/|\。🍻
。🍀。 🍸。🎉。
🌟。 💫。 🎶 💥
সাবিনা ইয়াসমিন
আপনাকেও নতুন বছরের শুভ কামনা জানাই।
নতুন লেখা দিন নিতাই দাদা, এতদিন পরপর লিখলে ভালো লাগে না।
নিতাই বাবু
নিজের কাজে আর সাংসারিক ঝামেলায় আমি সবসময়ই ব্যস্ত থাকি, দিদি।
নুরহোসেন
আমাদের কেউ এভাবে বলেনা, প্রতিদিন অপেক্ষা করি এভাবে কেউ বলুক….
তৌহিদ
মোটা হইতে হপ্পে ভায়া!!
সাবিনা ইয়াসমিন
হাহাহা, তৌহিদ ভাই রিপ্লাই দিয়ে দিয়েছে। ধারার মতো প্রেমিকা চাইলে আগে মটকু হওয়া লাগবে। 😀😀
আরজু মুক্তা
একি প্রেম। না ফাঁকিঝুঁকি?
সাবিনা ইয়াসমিন
দুটোই। একজন এর প্রেম, আরেক জনেরটায় ফাঁকি। 😊😊
আসিফ ইকবাল
হাহা, ভাল তো! অন্য মেয়েদের নজর থেকে বাঁচানোর মোক্ষম দাওয়াই। তবে, শ্রাবণ একা মোটু হবে কেন? ধারাকেও মুটকি হতে হবে 😀
সাবিনা ইয়াসমিন
ধারা মটু হবে কেন?
শ্রাবণতো ধারাকে মটু হতে বলেনি!!
আসিফ ইকবাল
কি চাল রে বাবা 😀
সঞ্জয় মালাকার
পড়ে বেশ ভালো লাগলো দিদি, আপনা নতুন বর্ষের শুভেচ্ছা ও শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ দাদা।
নতুন বছরের শুভকামনা আপনাকেও জানাই 🌹🌹
তৌহিদ
চিকনা হলে হাগ করলে তোমার হাড্ডিতে আমি ব্যাথা পাবো। তুলতুলে শরীর ধরতেই মজা। আর মটু হলে তোমার দিকে কোনো মেয়ে তাকাবেনা….
হা হা হা কি বুদ্ধি! এতো পুরাই চিকন পিনের চার্জার!!
শ্রাবণ – ধারা
আকাশ- নীলা
সাগর – নদী….
বাংলা সিনেমা বানাবেন নি আফা? 😃😃
সাবিনা ইয়াসমিন
বাংলা গল্প বানিয়েছি 😀
দারুন হয়েছে না?
তৌহিদ
সিনেমা সেতো নস্যি আপনার লেখার কাছে ☺
কামাল উদ্দিন
মিষ্টি প্রেমের গল্প-১ তো খুঁজে পেলাম না 🙁
জিসান শা ইকরাম
এই যে মিস্টি প্রেমের গল্প -১
কামাল উদ্দিন
ওখানে তো মন্তব্য ও করেছি দেখছি, তাও খুঁজে পেলাম না ক্যান??
সাবিনা ইয়াসমিন
@কামাল ভাই, প্রথম পর্বের শিরোনামে ক্রম সংখ্যা দেয়া না থাকায় এমনটা হয়েছে। গল্পটা সিরিজ হিসেবে লেখার প্লান ছিলো না। পরে এইটা ঐ গল্পের অংশ করে নিয়েছি। আপনার সাময়িক অসুবিধের জন্যে দুঃখিত ভাই।