
(০১)
বলবো না বলবো না;
পারও না তুমি বলতে
শুনতে শুনতে আমরাই
আক্রান্ত- জীবনব্যাধি বলাতঙ্কে।
প্রেম // নাজমুল হুদা
(০২)
মানুষের যখন অগ্রাধিকার চর্চার অসুখ;
তুমি আমি মুখোমুখি সংকটের আয়নায়
দেখবো- রোমান্টিকতার ঘাটতি আছে খুব।
বিবাহ // নাজমুল হুদা
(০৩)
রূপক অর্থে প্রতিবাদ জমা আছে;
প্রিয় দেশবাসী- তোমরা সুখি হও।
অসুখী দেশ // নাজমুল হুদা
নেত্রকোণা, ময়মনসিংহ
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বলাতঙ্কের টিকা কি বের হয়েছে!
নাজমুল হুদা
হা হা হা হা,অবশ্যই বের হয়েছে।
বলাতঙ্কের মহৌষধ হিসেবে প্রেয়সীর কান্না ব্যবহার করা হয়।🙊
সুরাইয়া পারভীন
যথার্থ রি-কমেন্ট ভাই👏👏
মনির হোসেন মমি
মানুষের যখন অগ্রাধিকার চর্চার অসুখ;
তুমি আমি মুখোমুখি সংকটের আয়নায়
দেখবো- রোমান্টিকতার ঘাটতি আছে খুব।
দারুণ উপলব্দি। ভাল লাগল অনুকবিতা।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞
নতুন বছরের শুভেচ্ছা রইল
সুপর্ণা ফাল্গুনী
প্রেম , বিবাহ , অসুখী দেশ এই তিনটায় আজ আমরা অসুখী । ভালো লাগলো অনুকবিতা। শুভ নববর্ষের শুভেচ্ছা
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ আপু 💕
সবকিছুই মিলিয়ে আমরা। নতুন বছরের শুভেচ্ছা।
সুপায়ন বড়ুয়া
প্রেম , বিয়ে, দেশ
অনু কাব্য শেষ
সুন্দর তো !
শুভ নববর্ষ !
নাজমুল হুদা
দারুণ করে বললেনও বেশ
বছরের শুভেচ্ছা রইল অশেষ।
সুরাইয়া পারভীন
যেখানে দেশই অসুখী সেখানে দেশবাসী সুখী হবে কেমনে রে ভাই? চমৎকার প্রকাশ
নতুন বছরের শুভেচ্ছা রইলো।
নাজমুল হুদা
এখানেই তো প্রতিবাদটা। দেশকে অসুখী রেখে সুখি কামনা করা স্বৈরাচারী লক্ষণ।
ধন্যবাদ আপু 💕
তৌহিদ
এতদিন জানতাম জলাতঙ্ক, নতুন আবিষ্কৃত করলেন বলাতঙ্ক! ইয়ে মানে বলছিলাম ডাক্তার সাব কেডা?রোগী আছে নিয়ে যাওয়ার সিরিয়াল দেওয়ান।
অনূকবিতা ভালো হয়েছে নাজমুল। নতুন বছরের শুভেচ্ছা রইল।
নাজমুল হুদা
হা হা হা, ভাইয়া আবিষ্কারেই সাহিত্য।
ডাক্তার তো আমিই কারণ আপনি তো আমার হেড অফিসের সিনিয়র ডাক্তার।
সিরিয়াসলি সিরিয়াল দেওয়ার সময় হলে আসবেন দাওয়াত উন্মুক্ত।
নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও 💞
ফয়জুল মহী
অনেক অনেক সুন্দর লিখেছেন ।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞
জিসান শা ইকরাম
এক নাম্বারটি বেশি ভাল লেগেছে,
অন্য দুটো ভালো,
নাজমুল হুদা
বলাতঙ্ক তো তাই ভালো লাগার কথা।
ধন্যবাদ ভাইয়া 💞
সাবিনা ইয়াসমিন
নতুন রোগের নাম জানলাম, বলাতঙ্ক! রোগটা ছোঁয়াচে কিনা সেটা কিন্তু বললে না 😜
পিচ্চি কবিতাগুলো ভালো হয়েছে।
শুভ কামনা 🌹🌹
নাজমুল হুদা
হা হা হা, রোগটা মারাত্মক ছোঁয়াচে।
নিতাই বাবু
🌟。❤。😉。🍀
。✨ 。🎉。🌟
✨。\|/。💫
শুভ নববর্ষ ২০২০ইং
😍🙅🙋🙉🙏💖
এখানে ক্লিক করুন!
🌟。/|\。🍻
。🍀。 🍸。🎉。
🌟。 💫。 🎶 💥