ইচ্চে-ফানুস

সাবিনা ইয়াসমিন ৩০ ডিসেম্বর ২০১৯, সোমবার, ১২:২২:২৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

একদিন শব্দেরা আড়াল হবে
নির্বাসিত নৈশব্দেরা দখল নিবে খোলা জানালার,

হীম বাতায়নে অবহেলিত সময়
আরও নিস্তেজ হয়ে বিদায়ের ক্ষণ গুনবে,

বিমর্ষ চিত্ত কেঁপে উঠবে অজানা শংকায়
ক্ষীণ হতে হতে বিলিন হবে নকশিকাঁথার ফোঁড়,

আকুল মনের ব্যাকুল মোনাজাতে
আজ ঈশ্বর-উপস্থিতির খুব প্রয়োজন ,

আড়াল-ঈশ্বর এর অট্টহাসিতে নির্মমতার উচ্ছ্বাস;
তবুও হৃদয় মেনে নিতে চায়,
একদিন সব ঠিক হয়,
একদিন সবই ঠিক হয়ে যায়…

* জবাব পোস্ট

১২৮২জন ১০০২জন
0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ