সময়টা এখন হিরো আর নুরুর!

মারজানা ফেরদৌস রুবা ২৮ ডিসেম্বর ২০১৯, শনিবার, ০২:৩৯:০০অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

সময়ের ফোকাস এখন
হিরো আর নুরু!
তাদের দিয়েই কী শেষ?
নাকি শুরু?
সিদ্ধান্ত যে নিতে হবে রে গুরু।

আলমের হিরোইজমে হিরো যায় হারিয়ে।
রাখাল তার গরুকে, খুঁজে পায় বিদ্যালয়ে।
চারিদিকে কলরব, গোলটেবিল বৈঠক,
অবশেষে দেখা যায় বারোয়ারী নাটক!

মিডিয়া/সংবাদকর্মী দৌড়ঝাঁপ চারদিকে!
যেদিকে ক্যামেরা ছোটে সব সেদিকে।
ধাপেধাপে খবরও রচিত হয় সেদিকেই।

শিক্ষার্থী পাঠ খুঁজে মাহফিলে মাহফিলে
শিক্ষাঙ্গনে আসে কেবল
সনদপত্রের সন্ধানে।
অথচ এখান থেকে সেই মানুষ বের হতো
যে মানুষকে দেখলেই জাতি
সালাম ঠুকে ধন্য হতো।

সেই মানুষ আর নেই,
নেই এখন আর সেই চোখ;
যেচোখে থাকতো অন্তর্দৃষ্টি,
অন্তর্দৃষ্টি থেকেই দূরদৃষ্টি।
আজ তাই চারদিকে,
ডানা মেলে অনাসৃষ্টি!

আমি রুবা, দীনহীন।
ভাবি বসে সারাদিন।
১৪ ডিসেম্বর,
আহ! দিনটি যে ছিলো আমার এ জাতির পঙ্গুত্বের দিন।

মারজানা ফেরদৌস রুবা
২৮/১২/২০১৯

৫৫২জন ৪৭৩জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ