
আঠার বয়স পার হলো,
মেয়ের বয়স বিশ হলো।
বিয়ে করতে হবে আজ,
তাই মেয়ের চোখে লাজ।
বিয়ের কথায় জাগে শিহরণ,
তাইতো বেড়ে গেলো হৃৎস্পন্দন।
বিয়ে বিয়ে সাজ উঠেছে,
তাইতো বিয়ের ফুল ফুটেছে।
বিয়ের নামে পাড়া-পড়শী,
গলায় গাঁথে প্রেমের বড়শি।
প্রেম করে মেয়ের বিয়ে হবে,
মেয়ে কি চিরকাল সুখী রবে?
মেয়ে তো নয়- ডানাকাটা পরী,
মেয়ের চোখে স্বপ্ন উঠলো ভরি।
মেয়ে শুধু খিলখিলিয়ে হাসে,
ভবিষ্যতের সুখ-স্বপ্ন চোখেতে ভাসে।
রাজপুত্তুর ছেলে যেন ,
কোথাও খু্ৎ নাইকো জেনো।
ছেলে দেখে সবাই খুশী,
সবার মুখে লাগলো হাসি।
পাড়া-পড়শী সবাই হাসে,
বাবা-মায়ের চোখে জল ভাসে।
ছেলে মেয়ের হাত এক হলো,
আত্নীয়-স্বজনদের চিন্তা কমলো।
ছেলে মেয়ে যাচ্ছে চলে,
বাড়িটাকে ফাঁকা ফেলে।
৩০টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
বিয়ে নামক জটিল জিনিষ টাকে
কত সহজে আনলেন তুলে
আপনার লেখনি বলে।
শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। শুভ কামনা
ছাইরাছ হেলাল
দিল্লিকা লাড্ডু এতো মজার!
বলেনি কেন আগে কেউ, ভাবছি আর ভাবছি।
আচ্ছা বিশ হলেই হয় টেনেটুনে! হোক না মন্দ কী!
সুপর্ণা ফাল্গুনী
🤣🤣🤣🤣 ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
ফয়জুল মহী
ভীষণ সুন্দর প্রকাশ,খুব ভালো লাগলো।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভালো লাগার জন্য। ভালো থাকুন সবসময়
নিতাই বাবু
সুন্দর মনোমুগ্ধকর একটা কবিতা পড়লাম। শুভেচ্ছা সহ শুভকামনা থাকলো।
সুপর্ণা ফাল্গুনী
ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ দাদা আপনাকে। শুভ কামনা রইলো
কামাল উদ্দিন
দারুণ! প্রেম বিয়ের ছান্দিক রূপায়ণ। ভালোলাগা জানিয়ে গেলাম আপু।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন। শুভ কামনা
কামাল উদ্দিন
আপনিও সব সময় ভালো থাকুন আপু।
সুরাইয়া পারভীন
আহা দারুণ দারুণ
চমৎকার উপস্থাপন
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু 💓🌹 শুভেচ্ছা রইল
ইসিয়াক
চমৎকার প্রকাশ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া পড়ার জন্য । ভালো থাকুন
নৃ মাসুদ রানা
আহা, ছন্দে পুরাণকাহিনি।
মেয়ে শুধু খিলখিলিয়ে হাসে,
ভবিষ্যতের সুখ-স্বপ্ন চোখেতে ভাসে।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা ও শুভেচ্ছা রইল
তৌহিদ
বিয়ের সময় পাত্রীপক্ষের বুঝি এমন হাল হয়? হবে হয়তো। তবে মেয়ের বাবার সবচেয়ে বেশি ঝক্কি হয় বলেই জানি।
বিয়ে নিয়ে কবিতা ভালো লেগেছে আপু।
সুপর্ণা ফাল্গুনী
ভালো লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা
জিসান শা ইকরাম
মেয়ে একরাশ স্বপ্ন নিয়ে বাবা মায়ের বাড়ি ফাকা করেই চলে যায়।
সব মেয়ে সুন্দর জীবন পাক।
কবিতা ভাল লেগেছে ছোটদি।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই মেয়েরা অনেক স্বপ্ন দেখে, কারোটা পূরণ হয় কারোটা হয়না । ধন্যবাদ দাদা ভাই।
সঞ্জয় মালাকার
ভাবছি আর ভাবছ আচ্ছা বিশ হলেই হয় টেনেটুনে! হোক না মন্দ কী!
চমৎকার লিখনী দিদি। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। মেয়েদের তো বিশ হলেই বিয়ের তোরজোর শুরু হয়ে যায়। শুভ কামনা
সঞ্জয় মালাকার
সে তো অবশ্যই দিদি, ওটা তো সামাজিক নিয়ম অনুসৃত, চলছে যোগের পর যোগ।
মাহবুবুল আলম
বিয়ের ফুল ফুটুক! শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
🤭🤭🤭🤭🤭 ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্য দেবার জন্য। ভালো থাকুন সবসময়
রুমন আশরাফ
সুন্দর ছড়া। ভাল লাগলো দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া
দেবজ্যোতি কাজল
মানুষের প্রধান বৈশিষ্ট তার ডিএনএ পৃথিবীতে রেখে যাওয়া । তাই বিয়েটাও মৌলিক অধিকারের মধ্যে পড়ে
সুপর্ণা ফাল্গুনী
হুম ঠিক বলেছেন। ধন্যবাদ দাদা