
মাধবী লাতা তোমার প্রেমে রাঙানো আমার সকল কবিতা।
তুমি গল্প নও-নও তুমি কবিতা
তুমি হৃদয়ে ভালোবাসা,
তুমি স্বপ্ন নও সত্যি ,সত্যি তোমায় বেসেছি ভালো
ওগো মাধবী লতা……
তুমি আমার তুমি আমার,হৃদয়ে ভালোবাসা।
ছোট্ট ছোট্ট শব্দ দিয়ে একেছি আলপনা
তুমি কল্পনা নয় সত্যি, তুমি সত্যি….
আমার হৃদয়ের ভালোভাসা!
তুমি চির জীবনের’ই সঙ্গী হয়ে থাকবে সারা জনম ও-গো মাধবী লতা,
স্মৃতির পাতায় থাকবে তুমি, ভুলবো না সততা
তুমি গল্প নও -নও তুমি কবিতা
তুমি হৃদয়ে ভালোবাসা!!
তুমি পূর্ণিমাতিথি জ্যোস্নার আলো
রূপবতী রাজ কুমারী…….
তুমি আমার নয়ন তাঁরা, হৃদয়ে সুরো হারি!
তুমি আঁধারে আলো,দুঃখের সঙ্গীনি……
সকালে ফুঁটা পুষ্প…….
ওগো মাধবী লতা,তোমায় বেসেছি ভালো।
১৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অনেক ভালো হয়েছে। শুভ কামনা
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি , আপনার জন্যও শুভ কামনা রইল।
সুরাইয়া পারভীন
তুমি পূর্ণিমাতিথি জ্যোস্নার আলো
রূপবতী রাজ কুমারী…….
তুমি আমার নয়ন তাঁরা, হৃদয়ে সুরো হারি!
তুমি আঁধারে আলো,দুঃখের সঙ্গীনি……
সকালে ফুঁটা পুষ্প……. বাহ্ দারুণ রোমান্টিক কবিতা
ভালোলাগা রইলো
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দিদি কৃতজ্ঞতা ও ভালোবাসা । ভালো লাগা অফুরন্ত। ভালো থাকুন শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
এত এত ভালোবাসা কৈ কৈ রাখেন!
সুন্দর লাগছে পড়তে।
সঞ্জয় মালাকার
আপনাদের মাঝে লুকিয়ে রেখেছি ।
আমায় একটু একটু সবাই দিয়েন।
ধন্যবাদ শ্রদ্ধে দাদা ভালোবাসা নিবেন।
সুপায়ন বড়ুয়া
“ তুমি গল্প নোও-নও তুমি কবিতা “
লেখার সাথে মিল রেখেছেন
অপুর্ব এই ছবিটা !
শুভ কামনা
সঞ্জয় মালাকার
বাহ্! বেশ ছন্দের মন্তব্য মুগ্ধতা ও ভালোবাসা ।
রেহানা বীথি
মাধবীলতাকে ভালোবাসার কবিতা দারুণ লাগলো।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি ভালো লাগা অফুরন্ত, ভালো থাকুন শুভ কামনা 🌹🌹
ফয়জুল মহী
অনেক অনেক ভালোলাগা রেখে গেলাম
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন শুভ কামনা।
জিসান শা ইকরাম
মাধবী লতাকে নিয়ে কবিতা ভালো হয়েছে।
দু এক স্থানে ” নও ” শব্দটা “নোও” হয়েছে। সম্পাদনায় ক্লিক করে সম্পাদনা করুন।
শুভেচ্ছা আপনাকে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে ভাইজান আমি ঠিক করে নিচ্ছি।