আঁধার ভাঙা সূর্য [১৯৭১ এর কবিতা]

ইসিয়াক ২১ ডিসেম্বর ২০১৯, শনিবার, ০৭:৩৮:১১পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য

 

আঁধার ভেঙে দেখা দিলো নতুন আলোর রবি।
শোষণের মাঝে লুকিয়ে ছিলো স্বাধীনতার ছবি।

বহু দিনের অপমানের আর শোষনের বঞ্চনা।
ক্রমে ক্রমে রুপান্তরিত হলো মুক্তির চেতনা।

সীমার বাঁধন অতিক্রমে গর্জে উঠলো জাতি।
বাঁধার বিন্ধ্যাচল পেরিয়ে এলো, নতুন প্রভাতি।

লড়াই হলো রক্ত নিলো পাক সেনাদের দল।
বুকের মাঝে বইলো ব্যথা চোখে অশ্রুজল।

সেই রক্ত জলে শপথ নিলো, দৃপ্ত তরুনেরা,
সর্বোচ্চ ত্যাগে জীবন দিলো বীর মুক্তিসেনা।

লক্ষ মা বোনের অপমানের অসহ্য শোকগাঁথা ,
শুনতে লাগে বুঝি এ এক অবাস্তব রূপকথা।

রূপকথা নয় রূপকথা নয় এই তো স্বাধীনতা
বাংলা মায়ের জন্মকালীন কষ্টের শোক গাঁথা।

৬০৭জন ৪৬১জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ