
নিমিষেই তুই শেষ,
নিঃস্ব তোর ওই ভিটেমাটি
পোড়ে হলে ছাঁই!
জমের ঘরের জিয়ন্ত মানব –
লাশের বিছানায়।
ঘর হয়েছে শ্মশান ঘাট
মন হয়েছে চিতা,
জ্বলতে জ্বলতে সর্বহারা
সবি কিন্তু মিথ্যা!
পুড়েছে ঘর পুড়েছে মন
স্বার্থ লোভী মানব,
আনন্দের দিন গুলোও আজ
মৃত্যুর আফসোস!
লাশ হয়েছে দুই-চার জন
শয়ে শয়ে ছাঁই ,
স্বাদের এই শরীর ক্ষানি
লাশের বিছানায়!!
২০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর হয়েছে দাদা
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি ভালো লাগা অফুরন্ত। ভালো থাকুন সব সময় শুভ কামনা।
সুরাইয়া পারভিন
লাশ হয়েছে দুই-চার জন
শয়ে শয়ে ছাঁই ,
স্বাদের এই শরীর ক্ষানি
লাশের বিছানায়!!
চমৎকার উপস্থাপন। সাবলীল প্রকাশ
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ দিদি, মন্তব্যে মুগ্ধতা।
জিসান শা ইকরাম
” পুড়েছে ঘর পুড়েছে মন
স্বার্থ লোভী মানব,
আনন্দের দিন গুলোও আজ
মৃত্যুর আফসুস! ” – একেবারে বাস্তব কথা।
ভাল লেগেছে দাদা।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ শ্রদ্ধে ভাইজান, আর যাই হোক আপনার ভালো লাগাতে আমপ ধন্য হই।
শুভ কামনা ভাইজান ।
ইসিয়াক
ভালো লাগলো। সুন্দর উপস্থাপন।
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ দাদা ভালো লাগা অফুরন্ত।
সাবিনা ইয়াসমিন
মরে যাওয়ার পর কারো আলাদা কোনো পরিচয় থাকে না। মৃতদেহের একটাই নাম হয়, লাশ।
* শিরোনাম দেয়ার পর আলাদা করে আবার কবিতার নাম দেয়ার প্রয়োজন নেই।
* লেখকের নামও শিরোনামের নিচেই থাকে। তাই লেখকের নামও কষ্ট করে দিতে হয় না।
* লেখাটি সুন্দর দেখানোর জন্যে এসব দেয়া পরিহার করুন দাদা।
শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দিদি, কৃতজ্ঞতা ও ভালোবাসা নিবেন।
ঠিক আছে দিদি পরের বার আর লিখবে না।
আপনার জন্যও অজস্র শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
প্রত্যেককেই মৃত্যুর স্বাদ নিতে হবে, তা যে ভাবেই হোক না কেন।
সঞ্জয় মালাকার
হুম ঠিক বলেছেন দাদা, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ নিতে হবে।
ধন্যবাদ শ্রদ্ধে দাদা।
তৌহিদ
বাস্তব কিছু সত্য কথা লিখেছেন। এসবগুলোই সত্যি। ভালো লাগলো কবিতা।
ভালো থাকবেন দাদা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দাদা ভালো লাগা অফুরন্ত,। আপনার জন্য রইলো শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
“পুড়েছে ঘর পুড়েছে মন
স্বার্থ লোভী মানব,
আনন্দের দিন গুলোও আজ
মৃত্যুর আফসোস!“
হতাশ হতে নেই বন্ধু
লেখায় তুমি বাচো
মনটা যদি থাকে খারাপ
তবে চলে এসো
শুভ কামনা
সঞ্জয় মালাকার
মন্তব্যে মুগ্ধতা দাদা,
অশেষ ধন্যবাদ আপনা, ভালো থাকুন সব সময় শুভ কামনা।
নুরহোসেন
বাস্তবতার নির্মম চিত্র তুলে ধরেছেন কবিতায়,
চমৎকার লিখেছেন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, ভালো লাগা অফুরন্ত।
ভালো থাকুন শুভ কামনা।
আরজু মুক্তা
মৃত্যু ই শেষ ঠিকানা
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দিদি, ঠিক বলেছেন। ভালো থাকুন শুভেচ্ছা রইলো।