
বিশ্বাসে কে যেন বিষ মিশিয়ে দিয়েছে যার ফলে যেই বিশ্বাস করেছে সেই ধরা খেয়েছে। প্রথম ধরাটা খেয়েছে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা বিশ্বাসঘাতক মীর জাফর কে বিশ্বাস করে। তাকে বিশ্বাস করার ফলে 1757 সালে ঘাতকের হাতে নিজের জীবনটা বিসর্জন দিতে হয়েছিল।
দ্বিতীয় ধরা খেয়েছে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ধরা খেয়েছেন বাঙালি মানুষের বিশ্বাস করে।তার বিশ্বাস ছিল বাঙালিরা কখনো মুজিবকে হত্যা করতে পারে না। অতঃপর 1975 সালে তার এই বিশ্বাসের প্রতিদান হিসেবে সবথেকে কাছের কিছু ঘাতকের হাতে বন্দুকের গুলিতে জীবন দিতে হয়েছে।
প্রিয় মানুষগুলো বিশ্বাসে বিষ মিশিয়ে দিতে পারে খুব সহজেই।যে মানুষ গুলোর কাছে বিশ্বাসের মর্যাদা ছিল সবচেয়ে বেশি। তারায় বিশ্বাসের অমর্যাদা করে ফেলেন।
যাদেরকে মনে প্রাণে বিশ্বাস করবেন তারাই সময় করে ফুসফুসে বিষ ঢুকিয়ে দেবেন। তারপর বিষিয়ে তুলবে জীবনটাকে।
পৃথিবীতে সবচেয়ে দামি বিষ কি তা আমি জানিনা , কিন্তু সবচেয়ে দামি বিশ্বাস শব্দটাতে যে কোনো হালকা বিষ মেশানো হোক না কেন, তখন সবচেয়ে দামি বিষ হয়ে যায়। দামি জিনিসের বর্ণনা যদি বলি তাহলে বলতে হবে, যার কোন দ্বিতীয় হয় না ।যেমন হীরা মানিক মুক্তা।
দামি কোন রোগ যার কোন প্রতিকার সাধারণত হয় না ,যেমন ধরুন ক্যান্সার ।
আর সবচেয়ে দামি বিষ বিশ্বাসঘাতকতা যার কোন প্রতিষেধক নেই ।
আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি বিশ্বস্ত বিশ্ব হচ্ছে বিশ্বাসঘাতকতা।
৩১টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা লেখা উপহার দেবার জন্য
নিরব সাগর
ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশের জন্য।
সুরাইয়া পারভিন
আপনাকে স্বাগতম সোনেলা পরিবারে।
একদম সঠিক বলেছেন বিশ্বস্ত বিষ হচ্ছে বিশ্বাসঘাতকতা
নিরব সাগর
ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশের জন্য।
সাবিনা ইয়াসমিন
মানুষগুলো বিশ্বাসে বিষ মিশিয়ে দিতে পারে খুব সহজেই।যে মানুষ গুলোর কাছে বিশ্বাসের মর্যাদা ছিল সবচেয়ে বেশি। তারাই বিশ্বাসের অমর্যাদা করে ফেলেন।…. যথার্থ বলেছেন।
সোনেলা ব্লগে আপনাকে স্বাগতম।
নিয়মিত লিখুন, পড়ুন সহ ব্লগারদের লেখাগুলোও।
শুভ কামনা 🌹🌹
নিরব সাগর
ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশের জন্য। চেষ্টা করবো পাশে থাকার ।
মোঃ মজিবর রহমান
সুন্দর একটি লেখার দিয়ে সোনেলায়। আপনার আসা স্থায়ী হোক। আরও সুন্দর লেখা দেন।
নিরব সাগর
ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশের জন্য। চেষ্টা করবো পাশে থাকার জন্য।
মোঃ মজিবর রহমান
বিশ্বাসের মিত্যু বিশ্বাস ঘাতকতায়, বিশ্বাসের শেষ নিশ্বাস বিশ্বাস ঘাতকতায়।
আরজু মুক্তা
এক চুমুক বিশ্বাসঘাতকতা। সব শেষ।
ভালো লাগলো।
সোনেলায় সুস্বাগতম।
নিরব সাগর
ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশের জন্য।এক চুমুক বিশ্বাস শব্দটা ভালো লেগেছে ।
নিতাই বাবু
শিরোনামের সাথে মূল লেখার খুবই মিল। সত্যি অসাধার! আপনাকে শুভেচ্ছা।
নিরব সাগর
ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশের জন্য।
সুপায়ন বড়ুয়া
“আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি বিশ্বস্ত বিশ্ব হচ্ছে বিশ্বাসঘাতকতা।”
অসাধারন !
বঙ্গবন্ধুকে বাঙালীরা হত্যা করেনি
করেছে পাকি ভাইদের রেখে যাওয়া বীজ
তাদের প্রেতাত্বারা
যারা যানজুয়ার মৃত্যুতে শোক বাণী পাঠায়
হত্যার দিনে কেক কেটে উৎসব করে
শুভ কামনা !
নিরব সাগর
ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশের জন্য। বিশ্বাসের ফল কিন্তু পেয়েছেন তিনি ।
নুর হোসেন
যারাই ক্ষমতা পান তারাই বিশ্বাস ঘাতক পালেন,
মোটকথা ক্ষমতার সাথে বিশ্বাস ঘাতকের আত্মার সম্পর্ক!
নিরব সাগর
ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশের জন্য। পরমাত্বীয় বটে ,,,,,,,,,,
জিসান শা ইকরাম
আপনার লেখার সাথে সহমত, বিশ্বাসঘাতকতাই সবচেয়ে কার্যকর বিষ।
সোনেলায় স্বাগতম,
নিয়মিত লেখুন এবং অন্যদের লেখা অবশ্যই পড়ুন।
পোস্ট দিয়ে চলে গেলে হবে? আপনার লেখার মন্তব্যের জবাব তো দিতে হবে 🙂
সোনেলার নীতিমালা একবার পড়ুন।
শুভ কামনা।
কামাল উদ্দিন
সাগর আর নিরব থাকবে না, হয়তো সুনামী হবে……….
নিরব সাগর
ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশের জন্য। নিরবে সুনামী বয়ে চলেছে অনেক আগে থেকেই । কোন আবহাওয়া দপ্তর সে খবর জানে না।
কামাল উদ্দিন
এইতো দেখছি সুনামী শুরু হয়ে গেল 😀
নিরব সাগর
ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশের জন্য।চলে যায়নি আবার আসিবো ফিরে ।
নিরব সাগর
ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশের জন্য।
নিরব সাগর
ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশের জন্য।অবশ্যই জবাব দিবো প্রিয়।
কামাল উদ্দিন
ক্ষমতার মোহে এমন বিশ্বাসঘতকতার বিষ যুগে যুগে ছড়িয়েছে পৃথিবীতে। এটা সত্যিই সব থেকে বেশী বিষাক্ত।
নিরব সাগর
ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশের জন্য।
কামাল উদ্দিন
আপনাকেও ধন্যবাদ ভাই
মনির হোসেন মমি
সোনেলায় অভিনন্দন।
সব চেয়ে ভয়ংকর বিশ্বাসী মানুষগুলো।আপনি ঠিকই বলেছেন।কারন বিশ্বাসী মানুষগুলো হৃদয়ে থাকে মানে ভরসারপাত্র আর এই তারাই ক্ষতিটা করে ভয়ংকর।
নিরব সাগর
ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশের জন্য। বিশ্বাস করলেই অবিশ্বিসের জন্য দেয়।
ইসিয়াক
ভালো লাগলো।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয় ।