
ধূলিকণার প্রহর শেষ হয়েছে,
বিজয় মিছিলে রক্তমাখা শহীদদের প্রতিবিম্ব,
ছায়া হয়ে যোগ দিয়েছে শ্লোগানে,
মুমূর্ষু দেহ খন্ডিত পরিচিত চেনা মুখ,
ভোরের রক্তিম সূর্য লাল রক্তের গান গাইছে,
চারদিকে দেশের গান, কখনো গোলাবারুদের শব্দ,
আজ ১৬ ডিসেম্বর।
মাকে খুব মনে পড়ছে,
কতদিন দেখিনা মায়ের মুখ,
নিশ্চয়ই খুব চিন্তায় প্রহর গুনছে একাকী,
বাতাসে বিজয়ের গন্ধ,
মৃত্যুর খবর এখনো পৌছায়নি,
রোজ সন্ধ্যায় হ্যারিকেনের নিভু নিভু আলো জ্বলে,
অন্ধকার হয়ে মাকে ছুঁয়ে যাচ্ছি,
কান্নার আওয়াজ ডাহুক পাখি পেয়েছে,
আর রক্ত! মেহেদী গাছের পাতায়,
ভালো থেকো মা, ফিরে না আসলে রাত্রিযাপন করো না,
বিজয়ের খবর আকাশে বাতাসে উড়ছে,
আর আমি! জানিনা কবে বিজয়ের খবর দেব,
একটি রক্তমাখা চিঠি আছে কানাইয়ের কাছে,
পড়ে নিও, না ফেরার খবর পাবে,
বিজয় শব্দটি লিখে দিয়েছি কাগজের কোণে।
ছবিঃ সংগৃহীত
১৬টি মন্তব্য
সুরাইয়া পারভিন
চমৎকার লিখেছেন
বিজয়ের শুভেচ্ছা
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয় কবিবর
ছাইরাছ হেলাল
এ ত্যাগ মহিমান্বিত।
নৃ মাসুদ রানা
সত্যিই মহিমান্বিত
রেহানা বীথি
ভীষণ সুন্দর লিখলেন।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ লেখক বন্ধু
সুপর্ণা ফাল্গুনী
বিজয়ের শুভেচ্ছা রইল
নৃ মাসুদ রানা
শুভেচ্ছা রইলো
সঞ্জয় মালাকার
বিজয়ের সোনালী শুভেচ্ছা।
নৃ মাসুদ রানা
সোনামুখ শুভেচ্ছা
সাবিনা ইয়াসমিন
বিজয়ের খবর আকাশে বাতাসে উড়ছে,
যাদের হাত দিয়ে বিজয় এসেছিলো, তারা অনেকেই সেই খবর নিজমুখে জানাতে পারেননি । চোখ ভিঁজে যায় এমন লেখা উপলব্ধি করার সময়। একজন শহীদের অতৃপ্ত আত্মাকে কবিতায় খুব দক্ষতার সাথে তুলে ধরলেন। বেশ ভালো লিখেছেন মাসুদ ভাই।
শুভ কামনা 🌹🌹
নৃ মাসুদ রানা
ধন্যবাদ কবিতার কবি
আরজু মুক্তা
বিজয় কি আমরা হাতের কাছে পেয়েছি? না এখনও গুমরে কাঁদি।
নৃ মাসুদ রানা
পেয়েও খালি হাত
জিসান শা ইকরাম
আমাদের এই বিজয়ের জন্য কত মায়ের বুক খালি হয়েছে তার হিসেব নেই।
কবিতা ভাল লেগেছে।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ