
এ প্রস্থান হবে নিভৃতে,
প্রস্থানের উৎসবে মেতে উঠবে ক্ষুদার্ত শকুনেরা।
আপেক্ষিক সুন্দর হয়ে উঠবে শহরের বৃষ্টিস্নাত সন্ধ্যারা।
এ সম্পর্ক হবে ঘোলাটে,
মানুষ অদলবদলে আপনি তুমি হবে
আর তুমি আপনি।
রংবেরঙের রুমালের আড়ালে পাকাপোক্ত সম্পর্কের গাঁথুনি।
এ বিষন্নতা হবে একাকীত্বে,
স্মৃতির জোনাকি পোকাগুলো দম ফুরিয়ে মরবে।
একজন হাসবে আর একজন আঁচলের আড়ালে কাঁদবে।
এ অপেক্ষা হবে লোপাটে,
প্রেমের দাবানলে পুড়ে পুড়ে নাড়িভুড়ি ক্ষয়প্রাপ্ত।
প্রিয় শূন্যতার শোকসভায় আসামি দন্ডপ্রাপ্ত।
২২টি মন্তব্য
তৌহিদ
প্রস্থান, সম্পর্ক, বিষণ্ণতা, অপেক্ষা এ যেন নিরেট প্রেমের কবিতা। ভালো লাগলো ভাই।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয় কবিবর।
সুরাইয়া পারভিন
প্রেমের দাবানলে পুড়ে পুড়ে নাড়িভুড়ি ক্ষয়প্রাপ্ত।
প্রিয় শূন্যতার শোকসভায় আসামি দন্ডপ্রাপ্ত।
চমৎকার শব্দের সমাহার।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়, সত্যি, আমি উৎসাহ পাই।
নুর হোসেন
শব্দগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে!
চমৎকার কথা মালা।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ কবিবর, এভাবেই পাশে থাকুন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর কবিতা
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়
মোঃ মজিবর রহমান
একাকিত্ব আবার বেদনায় বেদানার্ত্ব চোখে আনন্দ আবার অশ্রু কবির কবিতায় ভরপুর আনন্দ বেদনা। শব্দরা খেলা করছে।
দারুন।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়
মোঃ মজিবর রহমান
💜💚🇧🇩
এস.জেড বাবু
প্রেমের দাবানলে পুড়ে পুড়ে নাড়িভুড়ি ক্ষয়প্রাপ্ত।
প্রিয় শূন্যতার শোকসভায় আসামি দন্ডপ্রাপ্ত।
সব প্রেমিকরা/ প্রেমিকদের এমনি হয়।
দারুন লিখেছেন।
নৃ মাসুদ রানা
আমার কাছে তেমনি মনে হয়
জিসান শা ইকরাম
শব্দের চমৎকার ব্যবহার,
কবিতা ভালো লেগেছে।
শুভ কামনা।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয় কবিবর। পাশে থাকুন সবসময়।
কামাল উদ্দিন
শুভেচ্ছা জানিয়ে গেলাম ভাই
নৃ মাসুদ রানা
আপনাকেও অনেক অনেক শুভকামনা জানালাম।
কামাল উদ্দিন
ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।
ছাইরাছ হেলাল
প্রেম-অনলে পুড়ে ছারখার হওয়া কবিতা।
নৃ মাসুদ রানা
আসলেই, প্রেম অনলে পুড়ে পুড়ে ছারখার
মনির হোসেন মমি
প্রেমে না পুড়লে তারে প্রেম কয় না তবুও সবশেষে ভালবাসার করুণ মৃত্যুতে প্রেমিক আসামী হয়। চমৎকার শব্দ বক্যের ব্যাবহার।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয় কবিবর।