আমার একটা ছোট্ট ঘর আছে।
যেটার কোনায় একটা বীজ বপন করেছিলাম
ভালবাসার, সেটা আজ পরিণত হয়েছে মহীরূহে।
শত চেষ্টা করলেও তুমি বের হতে পারবে না ও ঘর থেকে।
যদি চেষ্টা কর বের হতে,
আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়বে তার ছড়িয়ে থাকা শাখা প্রশাখায়।
আমার একটা ছোট্ট ঘর আছে।
সুবাসিত রজনীগন্ধায় মোড়া বিছানাটার উপর
পাবে বিছিয়ে থাকা একগুচ্ছ কণ্টক বিহীন গোলাপ,
যেগুলো অপেক্ষায় থাকে তোমার জন্য।
আশ্চর্য্যের বিষয় হলো, আমার সাথে সাথে সেগুলোও
তোমার ছোঁয়ার অপেক্ষায় থাকে।
আমার একটা ছোট্ট ঘর আছে।
যেটায় একটা নিভু নিভু প্রদীপ আছে।
ওটাকে মাঝে রেখে মুখোমুখি বসে রচনা করব ভালবাসার
এক অদ্ভুত অধ্যায় তুমি আর আমিতে মিলে।
আমার একটা ছোট্ট ঘর আছে।
যেটাতে কবর খুঁড়ে রেখেছি দুটো,
যেন মৃত্যুর পরেও থাকতে পারি পাশাপাশি,
দুজন দুজনার অস্তিত্ব অনুভব করে যেতে পারি অনন্তকাল।
আমাদের একটা ছোট্ট ঘর আছে।
৬১৫জন
৫৩৮জন
৮টি মন্তব্য
নাজমুল হুদা
ভালোবাসার ঘরে ভালোবাসার বীজ যেন ভালোবাসার জন্যই।শুধু ভালোবাসা না, ভালোবাসার ভালোবাসার জয় হোক ছোট্ট ঘরে।
চলুক কবিতাচর্চা 💕
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। ভালবাসা অবিরাম
মোহাম্মদ দিদার
অসীম ভালোবাসার বহিঃপ্রকাশ। বেশ ভালো লাগলো।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ
নুর হোসেন
“সুবাসিত রজনীগন্ধায় মোড়া বিছানাটার উপর
পাবে বিছিয়ে থাকা একগুচ্ছ কণ্টক বিহীন গোলাপ, যেগুলো অপেক্ষায় থাকে তোমার জন্য।”
-হৃদয় স্পর্শী লিখেছেন।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। ভালবাসা অবিরাম
এস.জেড বাবু
ওটাকে মাঝে রেখে মুখোমুখি বসে রচনা করব ভালবাসার এক অদ্ভুত অধ্যায় তুমি আর আমিতে মিলে।
নিরেট প্রেম কাব্য
চমৎকার
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। ভালবাসা অবিরাম