
সবাই লিখলে গল্প হয়
হয় সুন্দর উপন্যাস
আমি লিখলে যোগ অংক হয়
সাহিত্যের হয় সর্বনাশ____
কতজন লিখে ছোট গল্প
আমিও লিখি কিছুটা
তাদের লিখায় বাহবা পায়,
আর আমার লিখা পায় হাসিটা
কেউ লিখে কবিতা কত
বিরহ ভালবাসায়
আমার লিখা কেমন যেন
সবাইকে শুধু হাসায় ___
কৌতুক লিখে কতজনায়
কতজন পড়ে হাসে
কতজনের লিখা কতজন পড়ে
কতখানি ভালবেসে
অনেকের ছোঁয়ার বর্ণেরা পায়
ছান্দিক বর্ণ রূপ
আমার লিখায় কলম কান্দে
ভাসায় কাগজের বুক
আমি বোকা-শোকা, মূর্খ মানুষ
ভুল বানানে লিখি
সবার সাথে আর পাশে থেকে থেকে
প্রতিদিন প্রতিনিয়ত শিখি____॥
-0-
২২টি মন্তব্য
কামাল উদ্দিন
সব থেকে বড় কথা হলো লিখে যাওয়া, প্রথম দিনই হুমায়ুন আহমেদ হওয়া যাবে না। আর আপনার লেখনি তো বেশ ভালো বাবু ভাই।
আমি কতো চেষ্টা করি ছন্দ মেলাতে হিমসিম খাই
এস.জেড বাবু
এমন মন্তব্যে মন বড় হয় আমার।
অনেক অনেক ভাল থাকবেন ভাইজান।
বিজয়ের শুভেচ্ছা।
কামাল উদ্দিন
আপনাকেও তাই 😀
নুর হোসেন
দেশে লেখকের অভাব নেই, জ্ঞানীর অভাব।
এক পেজ অংবং লিখে ফেসবুকে কমেন্ট আর লাইকে ছড়াছড়ি মানেই লেখা নয়।
লেখা হলো, যুক্তিগত লিখে অন্যকে আকর্ষিত করা।
ছন্দে তালে ভাল লিখেছেন, ভাল লাগলো।
এস.জেড বাবু
নিরেট সত্যি বলেছেন। ফেইসবুকে অনেক লিখক। অনেক লাইক কমেন্ট।
আরও সত্যি হলো- ফেইসবুক আসার পর ডাইরিতে লিখি না। আমিও ওখানেই লিখি বেশিরভাগ।
লিখা ভাল লেগেছে জেনে খুশি হলাম ভাই।
অনেক ভাল থাকবেন।
ছাইরাছ হেলাল
আহা আহা,
কী মধুর বানী
শুনিনি যা এ অব্ধি,
বুকের পাথরে
কত কথা
শুধু শুনি আর শুনি
নিদারুণ এক কাব্য কথা!
এস.জেড বাবু
আহারে কি কয় কি কয় !
আপনি কমেন্টে বলেই গেলেন-
আর আমি দেখি তাতেই মধু মিশে রয়।
মজার মন্তব্যের জন্য প্রানঢালা শুভেচ্ছা ভাইজান।
বিজয়ের মাসে বেষ্ট লিখা পড়তে চাই আপনার।
সুস্বাস্থ কামনা করছি।
মাহবুবুল আলম
লিখতে থাকুন! সর্বনাশ হবে না।
এস.জেড বাবু
আপনাদের সান্নিধ্যে থাকলে হবেনা।
ধীরে হলেও শুদ্ধতা আসবে ইনশাআল্লাহ।
অনেক ভাল থাকবেন ভাইজান।
তৌহিদ
যাই বলেন আর তাই বলেন, অংক হলেও আপনার লেখার অংক কষতেও অনেক মজা পাই, আনন্দিত হই। তৃপ্তি আসে মনে। লিখুন নিজের মতন করে বাবু ভাই।
শুভকামনা জানবেন।
এস.জেড বাবু
তৌহিদ ভাইজান,
আপনি হলেন প্রিয়দের মধ্যেও প্রিয়।
মজার সব মন্তব্যে আপ্লুত করে রাখেন।
বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছা রইলো ভাই
প্রদীপ চক্রবর্তী
এক দারুণ কাব্যকথন দাদা।
আমি বোকা-শোকা, মূর্খ মানুষ
ভুল বানানে লিখি
সবার সাথে আর পাশে থেকে থেকে
প্রতিদিন প্রতিনিয়ত শিখি____
এমনটাই হউক দাদা।
এস.জেড বাবু
জী ভাইজান
এটাই আমার সত্য অনুভূতি।
বিজয়ের শুভেচ্ছা রইলো।
অনেক ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
দারুন লিখেছেন।
এস.জেড বাবু
অনেক ধন্যবাদ আপু।
বিজয়ের মাসে- বিজয়ের শুভেচ্ছা রইলো।
সাবিনা ইয়াসমিন
ভুল বানানে ভুলে-ভালে লিখি
অক্ষরে আঁকি খেয়াল,
শব্দের দৈনতায় হয় কি রচনা?
ভেবে বেছে কাটাই সময়-কাল…
আমি ভুল বানানে পড়া-লেখা মানুষ বাবু ভাই ,
আমাকে আপনার পাঠক বানাতে আপত্তি নেই তো?
এস.জেড বাবু
এ আল্লাহ
লিখালিখি ছাড়া যাবে না দেখছি,
আর একজন প্রিয় লিখিয়ে পাঠক বেড়ে গেল।
হাহাহা-
অনেক ধন্যবাদ আপু। এমন কিছু অসাধারণ মানুষের প্রিয় মন্তব্য আর অনুপ্রেরনা আমার জমানো সম্পদ।
হারাতে ইচ্ছে করে না আপু।
অনেক ভাল থাকবেন।
মোঃ মজিবর রহমান
সাহিত্য মানেই শব্দের খেলা, সাহিত্য মানেই শিব্দের বুননে মানুষের মাঝে সমাজ ও মানুষের বাস্তব ও কল্পিত গল্প লিখে মানুষের মন ভজন করা। আপনার লেখাই তা কম্বেশি মন ভোলে।
এস.জেড বাবু
ধন্যবাদ প্রিয় মজিবর ভাই।
অনেক খুশি হলাম সুন্দর মন্তব্যে।
সাচ্ছন্দে থাকবেন।
বিজয়ের শুভেচ্ছা
মোঃ মজিবর রহমান
বিজয়ের শুভেচ্ছা বাবু ভাই।
সুরাইয়া পারভিন
হোক না কিছুটা ভুল বানানে ভুল লেখা
তবুও ভাই লিখুন আপনি পড়তে লাগে বেশ মজা
ধুর কি যে বলেন না
দারুণ লিখেন আপনি। আপনার লেখার নিয়মিত পাঠিকা আমি। আপনি মানেন বা না মানেন
এস.জেড বাবু
মুগ্ধতা রইলো আপু।
আমি কিন্তু আপনার ছোটগল্প পড়ে পড়ে গল্প লিখা শিখে যাচ্ছি।
বানান আর এ জন্মে শুদ্ধ হবে না মনে হয়।
কৃতজ্ঞতা আপু
ভাল থাকবেন সবসময়।