কষ্ট

এস.জেড বাবু ২৬ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ০৮:৩১:০৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য

চুড়ান্ত ব্যাস্ততার পরিক্রমায়
চোখের পলকের মতো সময়ে মিলে অবসর,
তাৎক্ষণিক অবসরের সূচনালগ্ন থেকেই
শুরু হয় আত্ম সমালোচনা-

সময় পেলে
কখনো চিহ্নিত “ভাবনাগুলোর” ময়নাতদন্ত হয়,

চকচকে কাঁচের টুকরায়
এক ফোটা রাসায়নিকের উপরে রাখা
“ভাবনার হৃৎপিন্ডের” নিরীক্ষণ হয় অনুবিক্ষনের চোখে।

ধবধবে সাদা চার দেয়ালে,
থরে থরে সাজানো তাকে,
সারিবদ্ধ রাসায়ণিকের ভীরে,
মায়াবী সোনালী আলোয়,
হাড় কাঁপানো তাপমাত্রায়,
কাঁচের টেবিলের উপর,
কালো কালিতে ভেজা নিবের আঁচড়ে,
লাইনের পর লাইন সাজিয়ে লিখা হয় ফরেন্সিক তথ্য-

না নেই ;
ভাবনার হৃৎপিন্ডের অনু পরমানুতে
রক্তের যৌগ আর মৌল চর্বির অস্তিত্ব ছাড়া
আর কিছু নেই-

তবে কেন চিনচিনে অনুভুতি হয় বুকের বামপাশে ?

তবে “কষ্ট” কাকে বলে ?

১১০৬জন ৯৭৮জন
0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ